ETV Bharat / sukhibhava

Ganesh Chaturthi 2023: তিথি মেনে সিদ্ধিদাতা গণেশের পুজো না-করলে বিপদ ! বাপ্পাকে তুষ্ট করতে নিবেদন করুন এই ফুল - লাল ফুল ভীষণ পছন্দ গণেশের

Flower is Offered to Lord Ganesha: ঘরে সমৃদ্ধি বৃদ্ধি করতে, সকল বাধা-বিপত্তি কাটাতে গণেশ পুজো করা উচিত সঠিক তিথি মেনে ৷ শুধু তাই নয়, পুজোয় অবশ্যই সিদ্ধিদাতা গণেশের পছন্দের ফুল নিবেদন করা উচিত ৷ এতে গজানন প্রসন্ন হন ও আশীর্বাদ করেন ৷

Etv Bharat
চতুর্থীতে গণেশকে তিথি মেনে নিবেদন করুন এই ফুল
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 2:34 PM IST

হায়দরাবাদ: প্রত্যেক বছরের মতো এই বছরও সিদ্ধিদাতা গণেশের পুজো সাড়ম্বরে পালিত হবে দেশজুড়ে ৷ যে কোনও পুজো শুরু করার আগে মন্ত্রোচ্চারণ করতে হয় গজানন দেবতার ৷ তিনি তুষ্ট হলেই কেটে যায় জীবনের সকল বাধা ৷ কারণ তিনি বিঘ্নহর্তা দেবতা ৷ 10 দিন ধরে নিয়ম মেনে পুজো করা হয় গণেশের ৷ এই বছর গণেশ চতুর্থী ক্যালেন্ডার মতে পড়েছে 19 সেপ্টেম্বর ৷ কিন্তু তিথি শুরু হয়ে যাচ্ছে সোমবারই ৷ তাই পুজো করার আগে জেনে নিন গণেশ পুজোর সময় সূচি ৷ পাশাপাশি কোন ফুল অবশ্যই গণেশ পুজোয় দিলে দেবতা তুষ্ট হয়, রইল সেই তথ্যও ৷

ভাদ্রমাসের শুক্লা চতুর্থী তিথিতে গণেশ পুজোর আয়োজন করা হয় ৷ হিন্দু পঞ্জিকা মতে গণেশ চতুর্থী শুরু হয়ে যাচ্ছে 18 সেপ্টেম্বর দুপুর 12.39 মিনিটে ৷ চতুর্থী শেষ হচ্ছে 19 সেপ্টেম্বর দুপুর 01.43 মিনিটে ৷ এর মধ্যে 19 তারিখ রয়েছে মধ্যাহ্ন গণেশ পুজোর বিশেষ সময় ৷ বিশেষ এই মুহূর্ত শুরু হচ্ছে সকাল 11.01 মিনিটে ৷ শেষ হচ্ছে দুপুর 01.28 মিনিটে৷ শাস্ত্রমতে গণেশ চতুর্থীর আগের রাতে চাঁদ দেখতে নেই ৷ এমনকী, আকাশের দিকেও তাকাতে নেই ৷ এতে নাকি, সৌভাগ্য বাধা পায় ৷ বিশেষ করে 18 সেপ্টেম্বর দুপুর 12.39 মিনিট থেকে রাত 08.10 মিনিট পর্যন্ত আকাশের দিকে না তাকানোই ভালো ৷ 10 দিন পুজোর পর গণেশ বিসর্জন হবে 28 সেপ্টেম্বর বৃহস্পতিবার ৷

এবার আসা যাক গণেশ দেবতাকে তুষ্ট করতে পুজোয় অবশ্যই কোন ফুল ব্যবহার করবেন ৷ সিদ্ধিদাতা গণেশকে কায়মনে প্রার্থনা করলে সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয় ৷ খুব অল্পতেই গজাননকে তুষ্ট করা সম্ভব ৷ তাহলে অবশ্যই পুজোর থালিতে রাখুন লাল জবা ৷ লাল ফুল ভীষণ পছন্দ গণেশের ৷ তাই গণেশ দেবতাকে লাল জবা দিতে ভুলবেন না

যদি লাল জবা হাতের কাছে না পান, তাহলে বেলফুলও অপর্ণ করতে পারেন ভগবান গণেশকে ৷ পরিবারের মঙ্গল কামনায় বেলফুল গণেশকে দিলে তিনি সন্তুষ্ট হন ৷ লাল জবা বা লাল ফুল যেমন গণেশের ভীষণ পছন্দের তেমনই হলুদ গাঁদা ফুলও পছন্দ করেন গণেশ ৷ ঘরের নেগেটিভ এনার্জি দূর করতে ও অশুভ দৃষ্টি থেকে প্রিয়জনকে রক্ষা করতে গণেশ পুজোয় ব্যবহার করুন চন্দ্রমল্লিকা ফুল ৷ এছাড়াও পুজোর থালিতে রাখতে পারেন শিউলি ফুলও ৷ যদিও এই সময়ে শিউলি ফুল অনেক জায়গায় পাওয়া যায় না ৷ তবে যদি পান, অবশ্যই শিউলি ফুল দেবতাকে নিবেদন করুন ৷ এছাড়া পুজোয় অবশ্যই ব্যবহার করবেন দূর্বা ঘাস ৷ তুলসি পাতা ভুলেও ব্যবহার করবেন না গণেশ পুজোয় ৷

আরও পড়ুন: গণেশ চতুর্থীতে ছোট্ট টোটকায় ফিরবে অর্থভাগ্য, জেনে নিন উপায়

(প্রতিবেদনটি সাধারণ তথ্যের উপর নির্ভর করে লেখা ৷ বিশদে জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন ৷)

হায়দরাবাদ: প্রত্যেক বছরের মতো এই বছরও সিদ্ধিদাতা গণেশের পুজো সাড়ম্বরে পালিত হবে দেশজুড়ে ৷ যে কোনও পুজো শুরু করার আগে মন্ত্রোচ্চারণ করতে হয় গজানন দেবতার ৷ তিনি তুষ্ট হলেই কেটে যায় জীবনের সকল বাধা ৷ কারণ তিনি বিঘ্নহর্তা দেবতা ৷ 10 দিন ধরে নিয়ম মেনে পুজো করা হয় গণেশের ৷ এই বছর গণেশ চতুর্থী ক্যালেন্ডার মতে পড়েছে 19 সেপ্টেম্বর ৷ কিন্তু তিথি শুরু হয়ে যাচ্ছে সোমবারই ৷ তাই পুজো করার আগে জেনে নিন গণেশ পুজোর সময় সূচি ৷ পাশাপাশি কোন ফুল অবশ্যই গণেশ পুজোয় দিলে দেবতা তুষ্ট হয়, রইল সেই তথ্যও ৷

ভাদ্রমাসের শুক্লা চতুর্থী তিথিতে গণেশ পুজোর আয়োজন করা হয় ৷ হিন্দু পঞ্জিকা মতে গণেশ চতুর্থী শুরু হয়ে যাচ্ছে 18 সেপ্টেম্বর দুপুর 12.39 মিনিটে ৷ চতুর্থী শেষ হচ্ছে 19 সেপ্টেম্বর দুপুর 01.43 মিনিটে ৷ এর মধ্যে 19 তারিখ রয়েছে মধ্যাহ্ন গণেশ পুজোর বিশেষ সময় ৷ বিশেষ এই মুহূর্ত শুরু হচ্ছে সকাল 11.01 মিনিটে ৷ শেষ হচ্ছে দুপুর 01.28 মিনিটে৷ শাস্ত্রমতে গণেশ চতুর্থীর আগের রাতে চাঁদ দেখতে নেই ৷ এমনকী, আকাশের দিকেও তাকাতে নেই ৷ এতে নাকি, সৌভাগ্য বাধা পায় ৷ বিশেষ করে 18 সেপ্টেম্বর দুপুর 12.39 মিনিট থেকে রাত 08.10 মিনিট পর্যন্ত আকাশের দিকে না তাকানোই ভালো ৷ 10 দিন পুজোর পর গণেশ বিসর্জন হবে 28 সেপ্টেম্বর বৃহস্পতিবার ৷

এবার আসা যাক গণেশ দেবতাকে তুষ্ট করতে পুজোয় অবশ্যই কোন ফুল ব্যবহার করবেন ৷ সিদ্ধিদাতা গণেশকে কায়মনে প্রার্থনা করলে সমস্ত মনোবাঞ্ছা পূরণ হয় ৷ খুব অল্পতেই গজাননকে তুষ্ট করা সম্ভব ৷ তাহলে অবশ্যই পুজোর থালিতে রাখুন লাল জবা ৷ লাল ফুল ভীষণ পছন্দ গণেশের ৷ তাই গণেশ দেবতাকে লাল জবা দিতে ভুলবেন না

যদি লাল জবা হাতের কাছে না পান, তাহলে বেলফুলও অপর্ণ করতে পারেন ভগবান গণেশকে ৷ পরিবারের মঙ্গল কামনায় বেলফুল গণেশকে দিলে তিনি সন্তুষ্ট হন ৷ লাল জবা বা লাল ফুল যেমন গণেশের ভীষণ পছন্দের তেমনই হলুদ গাঁদা ফুলও পছন্দ করেন গণেশ ৷ ঘরের নেগেটিভ এনার্জি দূর করতে ও অশুভ দৃষ্টি থেকে প্রিয়জনকে রক্ষা করতে গণেশ পুজোয় ব্যবহার করুন চন্দ্রমল্লিকা ফুল ৷ এছাড়াও পুজোর থালিতে রাখতে পারেন শিউলি ফুলও ৷ যদিও এই সময়ে শিউলি ফুল অনেক জায়গায় পাওয়া যায় না ৷ তবে যদি পান, অবশ্যই শিউলি ফুল দেবতাকে নিবেদন করুন ৷ এছাড়া পুজোয় অবশ্যই ব্যবহার করবেন দূর্বা ঘাস ৷ তুলসি পাতা ভুলেও ব্যবহার করবেন না গণেশ পুজোয় ৷

আরও পড়ুন: গণেশ চতুর্থীতে ছোট্ট টোটকায় ফিরবে অর্থভাগ্য, জেনে নিন উপায়

(প্রতিবেদনটি সাধারণ তথ্যের উপর নির্ভর করে লেখা ৷ বিশদে জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন ৷)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.