ETV Bharat / sukhibhava

World Pneumonia Day 2023: নিউমোনিয়া থেকে সদ্যজাতদের রক্ষা করবেন কী করে ? পড়ুন বিশেষজ্ঞ চিকিৎসকের সাক্ষাৎকার - Health Tips

আজ আন্তর্জাতিক নিউমোনিয়া দিবস। নিউমোনিয়া থেকে সদ্যজাতের কীভাবে রক্ষা করা সম্ভব তা নিয়ে চর্চার অন্ত নেই। এখন পরিস্থিতি বদলেছে। নিউমোনিয়ার কারণে শিশুদের মৃত্যুর ঘটনা সহজেই আটকানো যায়। এই সম্পর্কে ফুসফুস বিশেষজ্ঞ অনির্বাণ সরকারের সঙ্গে কথা বললেন ইটিভি ভারতের প্রতিনিধি অনামিকা ভট্টাচার্য্য।

World Pneumonia Day News
আন্তর্জাতিক নিউমোনিয়া দিবস
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2023, 6:46 AM IST

Updated : Nov 15, 2023, 12:02 PM IST

হায়দরাবাদ: যদি শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা শক্তিশালী হয়, তখন এই ব্যাকটেরিয়া শরীরে কোনও প্রভাব ফেলতে পারে না। কিন্তু যদি রোগ প্রতিরোধের ক্ষমতা দুর্বল, তখন এই ব্যাকটেরিয়া আঁকড়ে ধরে শরীরকে । নিউমোনিয়া একটি ভাইরাস দ্বারা সৃষ্ট ফুসফুসের সংক্রমণ । নিউমোনিয়ার হলে কাশি ও কফের পাশাপাশি শ্বাসকষ্ট, জ্বর, ঠান্ডা লাগার মত নানান ধরনের উপসর্গ দেখা দেয় । কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন, সময় মতো এই নিউমোনিয়াকে নিয়ন্ত্রণ করা না গেলে, পরবর্তী সময়ে তা মারাত্মক রূপ নিতে পারে । এমনকী এর ফলে মৃত্যুও হতে পারে । এই কারণে মানুষকে সচেতন করার জন্য প্রতি বছর 12 নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস পালিত হয় ।

নিউমোনিয়া দিবসের ইতিহাস:

2009 সালে শিশুদের নিউমোনিয়ার নিয়ে আন্তর্জাতিক স্তরে সচেতনা বৃদ্ধির কাদ শুরু হয়। গঠিত হয় দ্য গ্লোবাল কোয়ালিশন অ্যাগেইনস্ট চাইল্ডহুড নিউমোনিয়া । এটি এমন একটি আন্তর্জাতিক সংস্থা যা অন্য সমস্ত সরকারি, বেসরকারি এবং সম্প্রদায়-ভিত্তিক সংস্থা থেকে শুরু করে গবেষণা কেন্দ্রের সঙ্গে যৌথভাবে কাজ করে । যে বছর বিশ্বে নিউমোনিয়া দিবস পালন শুরু হয় তখন এই রোগে প্রায় 1.2 মিলিয়ন শিশুর মৃত্যু হয়েছিল ৷

নিউমোনিয়ার সম্পর্কে বলতে গেলে দমদমের আইএলএস হাসপাতালের বিশেষ ফুসফুস বিশেষজ্ঞ অনির্বাণ সরকার বলেন, এখন হার্টের রোগ পর্যন্ত ভালো হচ্ছে তাহলে নিউমোনিয়া কেনো ভালো হবে না ? তবে নিউমোনিয়া কিছু কিছু ক্ষেত্রে প্রাণঘাতী হতে পারে ৷ বয়স যদি 65 বছরের বেশি হয় তাহলে ভয় থেকেই যায় ৷ এটি একটি ওয়াল্ড ওয়াইস ৷ গোটা পৃথিবী জুড়েই বয়স একটা মেন ফ্যাক্টর ৷ এইক্ষেত্রেও যদি কারও শরীরে ইমিউনিটি ক্ষমতা কম থাকে বা শরীরে যদি কোনও অন্য কোনও উপসর্গ থেকে থাকে তাহলে সমস্যা হতে পারে ৷ অ্যান্টি বায়োটিক খাওয়ার ক্ষেত্রে অনেক সময় কাজ করে না ৷

তিনি এটাও বলেন, অ্যান্টি বায়োটিক জিনিসটা সবথেকে মাথাব্যথার কারণ ৷ অ্যন্টি বায়োটিক ঠিকমতো না ব্যবহার করলে বা খেতে খেতে খাওয়া বন্ধ করে দিলে সমস্যা হতে পারে ৷ সাধারণ সর্দি কাশিটা সবসময় নিউমোনিয়া নয় ৷ নিউমোনিয়ার প্রধান লক্ষণ হল খুব বেশি জ্বর, দীর্ঘসময় কাশি, কাশির সঙ্গে কফ, বুকে ব্যথা ইত্যাদি হতে পারে ৷

নিউমোনিয়া বিভিন্ন ধরনের হতে পারে যেমন- নিউমোকক্কাল নিউমোনিয়া ৷ এছাড়াও স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া ৷ নিউমোনিয়ার ধরণের মধ্যেও আছে ফাঙ্গাল নিউমোনিয়া, ভাইরাল নিউমোনিয়া ৷ এছাড়াও তিনি বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে ৷ তাই বয়স্কদের ক্ষেত্রে এই রোগের বিপদ বেশি ৷ শিশুদের ক্ষেত্রে ততটা ভয়ের কিছু নেই।

তবে কিছু কিছু ক্ষেত্রে সাবধান অবলম্বন করা প্রয়োজন ৷ অ্যন্টি বায়োটিক ঠিকঠাক গ্রহণ করা, তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন ৷ এসির তাপমাত্রার দিকে নজর দেওয়া 16 ডিগ্রি বা 18 ডিগ্রিতে না রেখে 27 থেকে 28 ডিগ্রি তাপমাত্রায় রাখা বাঞ্ছনীয় ৷ ফলে বাইরের তাপমাত্রার সঙ্গে ভিতরের তাপমাত্রার পার্থক্য ঠিক রাখা ৷ মেঘলা দিনে বা যেকোনও সময় ঠান্ডা জল দেওয়া, স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাওয়া ও গরম জল পান করার পরামর্শ দেওয়া হয় ৷

আরও পড়ুন:

  1. গলা ব্যথা ও সর্দি এবং কাশিতে সমস্যায় নাজেহাল ? এই ঘরোয়া প্রতিকারগুলির মাধ্যমে দ্রুত আরাম পেতে পারেন
  2. উৎসবের মরশুমে অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন ? মেনে চলুন এই টিপস
  3. ভিটামিন সি-এর অভাবে দাঁতে রক্ত ​​পড়তে পারে, আজই সতর্ক হোন

হায়দরাবাদ: যদি শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা শক্তিশালী হয়, তখন এই ব্যাকটেরিয়া শরীরে কোনও প্রভাব ফেলতে পারে না। কিন্তু যদি রোগ প্রতিরোধের ক্ষমতা দুর্বল, তখন এই ব্যাকটেরিয়া আঁকড়ে ধরে শরীরকে । নিউমোনিয়া একটি ভাইরাস দ্বারা সৃষ্ট ফুসফুসের সংক্রমণ । নিউমোনিয়ার হলে কাশি ও কফের পাশাপাশি শ্বাসকষ্ট, জ্বর, ঠান্ডা লাগার মত নানান ধরনের উপসর্গ দেখা দেয় । কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন, সময় মতো এই নিউমোনিয়াকে নিয়ন্ত্রণ করা না গেলে, পরবর্তী সময়ে তা মারাত্মক রূপ নিতে পারে । এমনকী এর ফলে মৃত্যুও হতে পারে । এই কারণে মানুষকে সচেতন করার জন্য প্রতি বছর 12 নভেম্বর বিশ্ব নিউমোনিয়া দিবস পালিত হয় ।

নিউমোনিয়া দিবসের ইতিহাস:

2009 সালে শিশুদের নিউমোনিয়ার নিয়ে আন্তর্জাতিক স্তরে সচেতনা বৃদ্ধির কাদ শুরু হয়। গঠিত হয় দ্য গ্লোবাল কোয়ালিশন অ্যাগেইনস্ট চাইল্ডহুড নিউমোনিয়া । এটি এমন একটি আন্তর্জাতিক সংস্থা যা অন্য সমস্ত সরকারি, বেসরকারি এবং সম্প্রদায়-ভিত্তিক সংস্থা থেকে শুরু করে গবেষণা কেন্দ্রের সঙ্গে যৌথভাবে কাজ করে । যে বছর বিশ্বে নিউমোনিয়া দিবস পালন শুরু হয় তখন এই রোগে প্রায় 1.2 মিলিয়ন শিশুর মৃত্যু হয়েছিল ৷

নিউমোনিয়ার সম্পর্কে বলতে গেলে দমদমের আইএলএস হাসপাতালের বিশেষ ফুসফুস বিশেষজ্ঞ অনির্বাণ সরকার বলেন, এখন হার্টের রোগ পর্যন্ত ভালো হচ্ছে তাহলে নিউমোনিয়া কেনো ভালো হবে না ? তবে নিউমোনিয়া কিছু কিছু ক্ষেত্রে প্রাণঘাতী হতে পারে ৷ বয়স যদি 65 বছরের বেশি হয় তাহলে ভয় থেকেই যায় ৷ এটি একটি ওয়াল্ড ওয়াইস ৷ গোটা পৃথিবী জুড়েই বয়স একটা মেন ফ্যাক্টর ৷ এইক্ষেত্রেও যদি কারও শরীরে ইমিউনিটি ক্ষমতা কম থাকে বা শরীরে যদি কোনও অন্য কোনও উপসর্গ থেকে থাকে তাহলে সমস্যা হতে পারে ৷ অ্যান্টি বায়োটিক খাওয়ার ক্ষেত্রে অনেক সময় কাজ করে না ৷

তিনি এটাও বলেন, অ্যান্টি বায়োটিক জিনিসটা সবথেকে মাথাব্যথার কারণ ৷ অ্যন্টি বায়োটিক ঠিকমতো না ব্যবহার করলে বা খেতে খেতে খাওয়া বন্ধ করে দিলে সমস্যা হতে পারে ৷ সাধারণ সর্দি কাশিটা সবসময় নিউমোনিয়া নয় ৷ নিউমোনিয়ার প্রধান লক্ষণ হল খুব বেশি জ্বর, দীর্ঘসময় কাশি, কাশির সঙ্গে কফ, বুকে ব্যথা ইত্যাদি হতে পারে ৷

নিউমোনিয়া বিভিন্ন ধরনের হতে পারে যেমন- নিউমোকক্কাল নিউমোনিয়া ৷ এছাড়াও স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া ৷ নিউমোনিয়ার ধরণের মধ্যেও আছে ফাঙ্গাল নিউমোনিয়া, ভাইরাল নিউমোনিয়া ৷ এছাড়াও তিনি বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে ৷ তাই বয়স্কদের ক্ষেত্রে এই রোগের বিপদ বেশি ৷ শিশুদের ক্ষেত্রে ততটা ভয়ের কিছু নেই।

তবে কিছু কিছু ক্ষেত্রে সাবধান অবলম্বন করা প্রয়োজন ৷ অ্যন্টি বায়োটিক ঠিকঠাক গ্রহণ করা, তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা প্রয়োজন ৷ এসির তাপমাত্রার দিকে নজর দেওয়া 16 ডিগ্রি বা 18 ডিগ্রিতে না রেখে 27 থেকে 28 ডিগ্রি তাপমাত্রায় রাখা বাঞ্ছনীয় ৷ ফলে বাইরের তাপমাত্রার সঙ্গে ভিতরের তাপমাত্রার পার্থক্য ঠিক রাখা ৷ মেঘলা দিনে বা যেকোনও সময় ঠান্ডা জল দেওয়া, স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাওয়া ও গরম জল পান করার পরামর্শ দেওয়া হয় ৷

আরও পড়ুন:

  1. গলা ব্যথা ও সর্দি এবং কাশিতে সমস্যায় নাজেহাল ? এই ঘরোয়া প্রতিকারগুলির মাধ্যমে দ্রুত আরাম পেতে পারেন
  2. উৎসবের মরশুমে অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন ? মেনে চলুন এই টিপস
  3. ভিটামিন সি-এর অভাবে দাঁতে রক্ত ​​পড়তে পারে, আজই সতর্ক হোন
Last Updated : Nov 15, 2023, 12:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.