ETV Bharat / sukhibhava

কোরোনা মোকাবিলায় প্লাজ়মা থেরাপি কতটা উপকারী ? - প্লাজমা দান

কোভিড—19 রোগীদের প্রাণ বাঁচাতে উপকারী প্রমাণিত হয়েছে প্লাজ়মা থেরাপি । সেই বিষয়ে ETV ভারতের সুখীভব কথা বলেছে হায়দরাবাদের থ্যালাসেমিয়া অ্যান্ড সিকল সেল সোসাইটির CEO, ডা. সুমন জৈন, MBBS, DCH—র সঙ্গে।

Plasma Donation
কোরোনা মোকাবিলায় প্লাজমা থেরাপি কতটা উপকারী ?
author img

By

Published : Aug 6, 2020, 1:39 PM IST

Updated : Aug 6, 2020, 5:08 PM IST

কোভিড—19 এ প্লাজ়মা দান

শ্বাসযন্ত্রের মাঝারি থেকে গুরুতর রোগে আক্রান্ত কোভিড—19 রোগীদের অনেকেরই প্রাণ বাঁচাতে উপকারী প্রমাণিত হয়েছে প্লাজ়মা থেরাপি। সুস্থ হয়ে উঠছেন যারা, তাঁরা যাতে আরও বেশি করে প্লাজমা দান করেন, বর্তমানে সেটাই সব থেকে জরুরি। কিন্তু,সংক্রমণের কারণে এদের অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে প্লাজ়মা দান করতে ভয় পাচ্ছেন । ETV ভারতের সুখীভব কথা বলেছে হায়দরাবাদের থ্যালাসেমিয়া অ্যান্ড সিকল সেল সোসাইটির CEO, ডা. সুমন জৈন, MBBS, DCH—র সঙ্গে।

1. কোভিড—19 চিকিৎসায় প্লাজ়মা থেরাপি কীভাবে কাজ করে?

‘প্লাজ়মা থেরাপি ফর কোভিড’—এ যে প্লাজ়মা ব্যবহৃত হয়, তা কেবলমাত্র সেই সব মানুষদের থেকে নেওয়া যেতে পারে, যারা কোভিড—19 এ আক্রান্ত হয়েছিলেন কিন্তু বর্তমানে সুস্থ হয়ে উঠেছেন। একে বলা হয় ‘কনভ্যালেসেন্ট প্লাজ়মা’, যা কোভিড—19 প্রতিরোধী অ্যান্টিবডিতে ভরপুর আর এটি কেবলমাত্র সেই সব কোভিড রোগীদের চিকিৎসাতেই ব্যবহৃত হতে পারে, যাদের শারীরিক অবস্থা সংকটজনক কিংবা যারা ICU—তে আছেন। তবে 90 শতাংশ রোগীরই প্লাজ়মা থেরাপির প্রয়োজন হয় না।

2.কারা প্লাজ়মা দিতে পারেন?

সেই সমস্ত মানুষ, যারা কোরোনা থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন ৷ সুস্থ হওয়ার পর অন্তত 14 দিন হল, তারা প্লাজ়মা দিতে পারেন। যদিও কোনও সক্রিয় কোভিড-19 রোগীকে প্লাজমা দান করার ক্ষেত্রে যোগ্য হওয়ার জন্য, কারও ল্যাব টেস্টের রিপোর্ট নেগেটিভ যে হতেই হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই।

কেউ প্লাজ়মা দান করতে পারে যদি,

  • যদি সেই মহিলা বা পুরুষ সুস্বাস্থে্যর অধিকারী হন
  • যদি সেই মহিলা বা পুরুষের বয়স ১৭ বছর বা তার বেশি হয়
  • যদি সেই মহিলা বা পুরুষের শরীরে নিরাপদে রক্ত দান করার মতো রক্ত থাকে

কিন্তু কেউ প্লাজ়মা দান করতে পারবে না যদি,

  • যদি সে HIV পজিটিভ হয়
  • যদি সে হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি—র বাহক হয়
  • যদি সে HTLV পজ়িটিভ হয়
  • যদি কখনও সিফিলিস রোগের জন্য তার চিকিৎসা হয়ে থাকে
  • যদি কখনও তার শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে মাদক প্রবেশ করানো হয়ে থাকে বা শরীর গঠনের উপযোগী মাদকজাতীয় ওষুধ কিংবা ট্যানিং এজেন্ট প্রবেশ করানো হয়ে থাকে। চিকিৎসক পরামর্শ না দিলে এদের প্লাজ়মা দান করার অনুমতি নেই।

3. কোরোনা থেকে সুস্থ হয়ে ওঠা কোনও মানুষ কেন প্লাজ়মা দান করবেন?

কোরোনা থেকে সুস্থ হয়ে ওঠা কেউ প্লাজমা দান করতে পারেন কারণ তাদের শরীরে কোভিড—19 প্রতিরোধী অ্যান্টিবডি রয়েছে। তাদের দান করা প্লাজ়মা থেকে দু’জন সুস্থ হতে পারবে।

4. আমি যদি প্লাজ়মা দান করি, আমার প্রাণের কী কোনও ঝুঁকি তৈরি হবে?

জীবনের কোনও ঝুঁকি নেই। কারণ প্লাজ়মা দানের আগে দাতার প্রয়োজনীয় শারীরিক অবস্থা খতিয়ে দেখা হয় এবং তাঁর স্বাস্থ্য এবং সাম্প্রতিক সফরনামা নিয়েও বিশদে জানা হয়।

টিউবিং এবং প্লাজ়মা সংগ্রহের জন্য ব্যবহৃত অন্য সরঞ্জাম (যে কোনও সরঞ্জাম) যা দাতার রক্তের সংস্পর্শে আসে, তা আগে থেকেই ভালো করে জীবাণুমুক্ত করা থাকে এবং একবার ব্যবহারের পরই ফেলে দেওয়া হয়। প্রতিবার প্লাজ়মা সংগ্রহের সময় নতুন সরঞ্জাম ব্যবহার করা হয়।

5. কতবার প্লাজ়মা দিতে পারব?

কোভিড থেকে সুস্থ হয়ে ওঠা মানুষদের অ্যান্টিবডি সাধারণত তিনমাস পর্যন্ত সক্রিয় থাকে। তারপর এর ঘাটতি হতে শুরু করে। কাজেই সুস্থ হয়ে ওঠার তিনমাসের মধে্যই প্লাজ়মা দান করা সঠিক হবে।

তবে এর পাশাপাশি এটাও সুনিশ্চিত করা প্রয়োজন যে দাতার অ্যান্টিবডি যেন যথাযথ অবস্থায় থাকে। কারণ, যদিও কিছু কিছু ক্ষেত্রে দাতাদের তিন মাসের মধে্য অন্তত ছ’বার প্লাজ়মা দান করতে দেখা গিয়েছে। তবে প্লাজ়মা কতবার দান করা যাবে, তা পরীক্ষাগারের ফলাফলের ভিত্তিতে ঠিক করে প্লাজ়মা থেরাপি সেন্টার। এছাড়াও দাতার প্রয়োজনীয় শারীরিক অবস্থা ও তার ফিটনেসও পরীক্ষা করে দেখেন সেন্টারের চিকিৎসক।

6. কোথায় প্লাজ়মা দান করতে যাব? কতটা সময় লাগবে?

যে কেনও ব্ল্যাডব্যাঙ্ক কিংবা সরকারি হাসপাতাল যা FDA অনুমোদিত, সেখানে প্লাজ়মা দেওয়া যেতে পারে। ৬০-৯০ মিনিট সময় লাগে। প্রক্রিয়া যন্ত্রণাহীন। সঙ্গে বই নিয়ে যেতে পারেন। যা সেখানে গিয়ে, প্লাজ়মা দানের সময় পড়তে পারেন কিংবা গান শুনতে পারেন। গোটা সময়টা চাপমুক্ত ও চিন্তাহীন থাকুন।

7. কীভাবে এই নিয়ে সচেতনতা প্রসার করা যায়?

কোনও ব্লাডব্যাঙ্ক বা সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করুন এবং জানান যে আপনি প্লাজ়মা দান করতে ইচ্ছুক।

সোশাল মিডিয়ায় পোস্টে লিখুন কখন—কবে প্লাজমা দিচ্ছেন, কেন দিচ্ছেন এবং পরিচিতদের ট্যাগ করুন। নিজের অভিজ্ঞতা জানান।

প্লাজ়মা দান করার গুরুত্ব সম্পর্কে নিজের পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে আলোচনা করুন এবং তাদের জানান, কেন তাদেরও এগিয়ে এসে প্লাজ়মা দান করা উচিত। তাদেরও প্লাজ়মা দানে অনুপ্রাণিত করুন ।

কোভিড—19 এ প্লাজ়মা দান

শ্বাসযন্ত্রের মাঝারি থেকে গুরুতর রোগে আক্রান্ত কোভিড—19 রোগীদের অনেকেরই প্রাণ বাঁচাতে উপকারী প্রমাণিত হয়েছে প্লাজ়মা থেরাপি। সুস্থ হয়ে উঠছেন যারা, তাঁরা যাতে আরও বেশি করে প্লাজমা দান করেন, বর্তমানে সেটাই সব থেকে জরুরি। কিন্তু,সংক্রমণের কারণে এদের অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে প্লাজ়মা দান করতে ভয় পাচ্ছেন । ETV ভারতের সুখীভব কথা বলেছে হায়দরাবাদের থ্যালাসেমিয়া অ্যান্ড সিকল সেল সোসাইটির CEO, ডা. সুমন জৈন, MBBS, DCH—র সঙ্গে।

1. কোভিড—19 চিকিৎসায় প্লাজ়মা থেরাপি কীভাবে কাজ করে?

‘প্লাজ়মা থেরাপি ফর কোভিড’—এ যে প্লাজ়মা ব্যবহৃত হয়, তা কেবলমাত্র সেই সব মানুষদের থেকে নেওয়া যেতে পারে, যারা কোভিড—19 এ আক্রান্ত হয়েছিলেন কিন্তু বর্তমানে সুস্থ হয়ে উঠেছেন। একে বলা হয় ‘কনভ্যালেসেন্ট প্লাজ়মা’, যা কোভিড—19 প্রতিরোধী অ্যান্টিবডিতে ভরপুর আর এটি কেবলমাত্র সেই সব কোভিড রোগীদের চিকিৎসাতেই ব্যবহৃত হতে পারে, যাদের শারীরিক অবস্থা সংকটজনক কিংবা যারা ICU—তে আছেন। তবে 90 শতাংশ রোগীরই প্লাজ়মা থেরাপির প্রয়োজন হয় না।

2.কারা প্লাজ়মা দিতে পারেন?

সেই সমস্ত মানুষ, যারা কোরোনা থেকে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন ৷ সুস্থ হওয়ার পর অন্তত 14 দিন হল, তারা প্লাজ়মা দিতে পারেন। যদিও কোনও সক্রিয় কোভিড-19 রোগীকে প্লাজমা দান করার ক্ষেত্রে যোগ্য হওয়ার জন্য, কারও ল্যাব টেস্টের রিপোর্ট নেগেটিভ যে হতেই হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই।

কেউ প্লাজ়মা দান করতে পারে যদি,

  • যদি সেই মহিলা বা পুরুষ সুস্বাস্থে্যর অধিকারী হন
  • যদি সেই মহিলা বা পুরুষের বয়স ১৭ বছর বা তার বেশি হয়
  • যদি সেই মহিলা বা পুরুষের শরীরে নিরাপদে রক্ত দান করার মতো রক্ত থাকে

কিন্তু কেউ প্লাজ়মা দান করতে পারবে না যদি,

  • যদি সে HIV পজিটিভ হয়
  • যদি সে হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি—র বাহক হয়
  • যদি সে HTLV পজ়িটিভ হয়
  • যদি কখনও সিফিলিস রোগের জন্য তার চিকিৎসা হয়ে থাকে
  • যদি কখনও তার শরীরে ইঞ্জেকশনের মাধ্যমে মাদক প্রবেশ করানো হয়ে থাকে বা শরীর গঠনের উপযোগী মাদকজাতীয় ওষুধ কিংবা ট্যানিং এজেন্ট প্রবেশ করানো হয়ে থাকে। চিকিৎসক পরামর্শ না দিলে এদের প্লাজ়মা দান করার অনুমতি নেই।

3. কোরোনা থেকে সুস্থ হয়ে ওঠা কোনও মানুষ কেন প্লাজ়মা দান করবেন?

কোরোনা থেকে সুস্থ হয়ে ওঠা কেউ প্লাজমা দান করতে পারেন কারণ তাদের শরীরে কোভিড—19 প্রতিরোধী অ্যান্টিবডি রয়েছে। তাদের দান করা প্লাজ়মা থেকে দু’জন সুস্থ হতে পারবে।

4. আমি যদি প্লাজ়মা দান করি, আমার প্রাণের কী কোনও ঝুঁকি তৈরি হবে?

জীবনের কোনও ঝুঁকি নেই। কারণ প্লাজ়মা দানের আগে দাতার প্রয়োজনীয় শারীরিক অবস্থা খতিয়ে দেখা হয় এবং তাঁর স্বাস্থ্য এবং সাম্প্রতিক সফরনামা নিয়েও বিশদে জানা হয়।

টিউবিং এবং প্লাজ়মা সংগ্রহের জন্য ব্যবহৃত অন্য সরঞ্জাম (যে কোনও সরঞ্জাম) যা দাতার রক্তের সংস্পর্শে আসে, তা আগে থেকেই ভালো করে জীবাণুমুক্ত করা থাকে এবং একবার ব্যবহারের পরই ফেলে দেওয়া হয়। প্রতিবার প্লাজ়মা সংগ্রহের সময় নতুন সরঞ্জাম ব্যবহার করা হয়।

5. কতবার প্লাজ়মা দিতে পারব?

কোভিড থেকে সুস্থ হয়ে ওঠা মানুষদের অ্যান্টিবডি সাধারণত তিনমাস পর্যন্ত সক্রিয় থাকে। তারপর এর ঘাটতি হতে শুরু করে। কাজেই সুস্থ হয়ে ওঠার তিনমাসের মধে্যই প্লাজ়মা দান করা সঠিক হবে।

তবে এর পাশাপাশি এটাও সুনিশ্চিত করা প্রয়োজন যে দাতার অ্যান্টিবডি যেন যথাযথ অবস্থায় থাকে। কারণ, যদিও কিছু কিছু ক্ষেত্রে দাতাদের তিন মাসের মধে্য অন্তত ছ’বার প্লাজ়মা দান করতে দেখা গিয়েছে। তবে প্লাজ়মা কতবার দান করা যাবে, তা পরীক্ষাগারের ফলাফলের ভিত্তিতে ঠিক করে প্লাজ়মা থেরাপি সেন্টার। এছাড়াও দাতার প্রয়োজনীয় শারীরিক অবস্থা ও তার ফিটনেসও পরীক্ষা করে দেখেন সেন্টারের চিকিৎসক।

6. কোথায় প্লাজ়মা দান করতে যাব? কতটা সময় লাগবে?

যে কেনও ব্ল্যাডব্যাঙ্ক কিংবা সরকারি হাসপাতাল যা FDA অনুমোদিত, সেখানে প্লাজ়মা দেওয়া যেতে পারে। ৬০-৯০ মিনিট সময় লাগে। প্রক্রিয়া যন্ত্রণাহীন। সঙ্গে বই নিয়ে যেতে পারেন। যা সেখানে গিয়ে, প্লাজ়মা দানের সময় পড়তে পারেন কিংবা গান শুনতে পারেন। গোটা সময়টা চাপমুক্ত ও চিন্তাহীন থাকুন।

7. কীভাবে এই নিয়ে সচেতনতা প্রসার করা যায়?

কোনও ব্লাডব্যাঙ্ক বা সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করুন এবং জানান যে আপনি প্লাজ়মা দান করতে ইচ্ছুক।

সোশাল মিডিয়ায় পোস্টে লিখুন কখন—কবে প্লাজমা দিচ্ছেন, কেন দিচ্ছেন এবং পরিচিতদের ট্যাগ করুন। নিজের অভিজ্ঞতা জানান।

প্লাজ়মা দান করার গুরুত্ব সম্পর্কে নিজের পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে আলোচনা করুন এবং তাদের জানান, কেন তাদেরও এগিয়ে এসে প্লাজ়মা দান করা উচিত। তাদেরও প্লাজ়মা দানে অনুপ্রাণিত করুন ।

Last Updated : Aug 6, 2020, 5:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.