ETV Bharat / sukhibhava

Skin Care: পুজোর আগে ত্বকের যত্ন নিতে চান? ঘরে রাখুন কমলালেবু - ঘরে রাখুন কমলালেবু

সুস্থ ত্বক পেতে কমলালেবু ব্যবহার করুন ৷ ফলাফল দেখুন (Skin Care Tips) ৷

Skin Care News
ত্বকের যত্ন নিতে আপনার সঙ্গী হোক কমলালেবু
author img

By

Published : Sep 20, 2022, 5:54 PM IST

হায়দরাবাদ: ত্বকের যত্নে আমরা কত কিছুই না ব্যবহার করি । বিভিন্ন ভেষজ উপাদান, দুধ, চন্দন, বিভিন্ন ফল ত্বকের যত্নে ব্যবহার করা হচ্ছে । lতবে ফল দিয়ে রূপচর্চা করলে খুব ভালো উপকারিতা পাই আমরা । এটা আমরা সকলেই জানি ৷ সামনেই পুজো ৷ আপনার ত্বককে উজ্জ্বল দেখাতে হবে ৷ তেমনই একটি ফল হচ্ছে কমলালেবু । যেটি আমরা উজ্জ্বল ত্বকের জন্য ব্যবহার করি ৷ তাছাড়া কেমিক্যাল যুক্ত প্রসাধনী ত্বকের ক্ষতিই করে থাকে । তাই যদি ফল দিয়ে ঘরোয়া উপায়েই ত্বকের যত্ন নেওয়া যায়, সেটা থেকেই মিলবে সবচেয়ে বেশি উপকারিতা। তাহলে আসুন জেনে নেওয়া যাক কীভাবে সহজ উপায়ে কমলালেবু দিয়ে ত্বকের যত্ন নেবেন (Orange For skin care)।

1) কমলালেবুর খোসা ভালোভাবে পেষ্ট করে নিন । এরসঙ্গে পরিমাণ মতো বেসন ও গোলাপজল ভালো করে মিশিয়ে নিন । মিশ্রণটি ঘন হতে হবে । এবার পুরো মুখ ও গলায় এই মিশ্রণটি লাগিয়ে নিন । শুকালে হালকা করে সার্কুলার মুভমেন্টে ম্যাসাজ করুন । এরপর নরমাল ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন । এই প্যাকটি সপ্তাহে তিনদিন ব্যবহার করুন । এতে ত্বক হবে উজ্জ্বল ৷

আরও পড়ুন: ত্বকের যত্ন নিতে আপনার সঙ্গী হোক টম্যাটো

2) কমলালেবুর খোসা শুকিয়ে নিন । এরপর শুকনো খোসাগুলো গুঁড়ো করে নিন ৷ এর সঙ্গে সমপরিমাণ গোলাপজল ও গ্লিসারিন মিক্স করে পেস্ট তৈরি করুন । সারা মুখে ভালো করে লাগিয়ে নিন । শুকোলে ধুয়ে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নিন । এই প্যাকটি সপ্তাহে তিন বা চার দিন ব্যবহার করুন । এতে রাস্তার ধুলোবালি থেকে ত্বককে রক্ষা করবে এবং ত্বককে উজ্জ্বল দেখাবে ৷

3) এইভাবে নিয়মিত কমলালেবুর প্যাক ব্যাবহার করলে ত্বকে জমে থাকে সব ময়লা, ধুলোবালি দূর করে ত্বককে উজ্জ্বল, মসৃণ ও কোমল করতে সাহায্য করবে । এই প্যাক দু'টি ত্বকের জন্য খুবই উপকারী ।

হায়দরাবাদ: ত্বকের যত্নে আমরা কত কিছুই না ব্যবহার করি । বিভিন্ন ভেষজ উপাদান, দুধ, চন্দন, বিভিন্ন ফল ত্বকের যত্নে ব্যবহার করা হচ্ছে । lতবে ফল দিয়ে রূপচর্চা করলে খুব ভালো উপকারিতা পাই আমরা । এটা আমরা সকলেই জানি ৷ সামনেই পুজো ৷ আপনার ত্বককে উজ্জ্বল দেখাতে হবে ৷ তেমনই একটি ফল হচ্ছে কমলালেবু । যেটি আমরা উজ্জ্বল ত্বকের জন্য ব্যবহার করি ৷ তাছাড়া কেমিক্যাল যুক্ত প্রসাধনী ত্বকের ক্ষতিই করে থাকে । তাই যদি ফল দিয়ে ঘরোয়া উপায়েই ত্বকের যত্ন নেওয়া যায়, সেটা থেকেই মিলবে সবচেয়ে বেশি উপকারিতা। তাহলে আসুন জেনে নেওয়া যাক কীভাবে সহজ উপায়ে কমলালেবু দিয়ে ত্বকের যত্ন নেবেন (Orange For skin care)।

1) কমলালেবুর খোসা ভালোভাবে পেষ্ট করে নিন । এরসঙ্গে পরিমাণ মতো বেসন ও গোলাপজল ভালো করে মিশিয়ে নিন । মিশ্রণটি ঘন হতে হবে । এবার পুরো মুখ ও গলায় এই মিশ্রণটি লাগিয়ে নিন । শুকালে হালকা করে সার্কুলার মুভমেন্টে ম্যাসাজ করুন । এরপর নরমাল ঠাণ্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন । এই প্যাকটি সপ্তাহে তিনদিন ব্যবহার করুন । এতে ত্বক হবে উজ্জ্বল ৷

আরও পড়ুন: ত্বকের যত্ন নিতে আপনার সঙ্গী হোক টম্যাটো

2) কমলালেবুর খোসা শুকিয়ে নিন । এরপর শুকনো খোসাগুলো গুঁড়ো করে নিন ৷ এর সঙ্গে সমপরিমাণ গোলাপজল ও গ্লিসারিন মিক্স করে পেস্ট তৈরি করুন । সারা মুখে ভালো করে লাগিয়ে নিন । শুকোলে ধুয়ে ঠাণ্ডা জল দিয়ে ধুয়ে নিন । এই প্যাকটি সপ্তাহে তিন বা চার দিন ব্যবহার করুন । এতে রাস্তার ধুলোবালি থেকে ত্বককে রক্ষা করবে এবং ত্বককে উজ্জ্বল দেখাবে ৷

3) এইভাবে নিয়মিত কমলালেবুর প্যাক ব্যাবহার করলে ত্বকে জমে থাকে সব ময়লা, ধুলোবালি দূর করে ত্বককে উজ্জ্বল, মসৃণ ও কোমল করতে সাহায্য করবে । এই প্যাক দু'টি ত্বকের জন্য খুবই উপকারী ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.