ETV Bharat / sukhibhava

Alzheimer Disease: কোভিড 19 আক্রান্ত প্রাপ্তবয়স্কদের আলঝাইমার রোগ হওয়ার ঝুঁকি বেশি ! বলছে গবেষণা

একটি গবেষণা সমীক্ষা ইঙ্গিত করেছে বয়স্ক ব্যক্তিদের মধ্যে আলঝাইমার রোগের সম্ভাবনা প্রায় দ্বিগুণ । কমপক্ষে 85 বছর বয়সী মহিলাদের মধ্যে সর্বোচ্চ ঝুঁকি লক্ষ্য করা গিয়েছে (Older adults infected with COVID 19) ।

Alzheimers disease News
কোভিড 19 আক্রান্ত প্রাপ্তবয়স্কদের আলঝাইমার রোগ হওয়ার ঝুঁকি বেশি
author img

By

Published : Sep 14, 2022, 6:55 PM IST

নয়াদিল্লি, 14 সেপ্টেম্বর: একটি সমীক্ষা অনুসারে দেখা গিয়েছে, যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা COVID-19 সংক্রামিত হয়েছিলেন তাঁদের এক বছরের মধ্যে আলঝাইমার রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি ৷ বাকিদের তুলনায় 50% থেকে 80% পর্যন্ত বেশি আলঝাইমারে আক্রান্ত হতে পারে (Older adults infected with COVID 19) । আলঝাইমার ডিজিজের জার্নালে প্রকাশিত একটি সমীক্ষায়, গবেষকরা দাবি করেছেন যে 65 বছর বা তার বেশি বয়সি ব্যক্তিরা যারা COVID-19-এ সংক্রামিত হয়েছিলেন তাঁদের কোভিড নির্ণয়ের পরের বছরে আলঝাইমার রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা অনেকটাই বেশি । সর্বোচ্চ ঝুঁকি 85 বছর বয়সি মহিলাদের মধ্যে দেখা গিয়েছিল ।

আরও পড়ুন: নিজের যত্ন নেওয়ার জন্য এই মননশীল অভ্যাসগুলি গ্রহণ করুন

গবেষণায় আরও দেখা গিয়েছে, কোভিড সংক্রমণের পরের এক বছরের মধ্যে বয়স্ক ব্যক্তিদের মধ্যে আলঝেইমার রোগ হওয়ার ঝুঁকি প্রায় দ্বিগুণ (0.35% থেকে 0.68%) হয়ে গিয়েছে । গবেষকরা বলছেন, কোভিড-19 আলঝেইমার রোগের নতুন বিকাশ ঘটায় নাকি এর উদ্ভবকে ত্বরান্বিত করে তা স্পষ্ট নয় ।

নয়াদিল্লি, 14 সেপ্টেম্বর: একটি সমীক্ষা অনুসারে দেখা গিয়েছে, যে সমস্ত বয়স্ক ব্যক্তিরা COVID-19 সংক্রামিত হয়েছিলেন তাঁদের এক বছরের মধ্যে আলঝাইমার রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেশি ৷ বাকিদের তুলনায় 50% থেকে 80% পর্যন্ত বেশি আলঝাইমারে আক্রান্ত হতে পারে (Older adults infected with COVID 19) । আলঝাইমার ডিজিজের জার্নালে প্রকাশিত একটি সমীক্ষায়, গবেষকরা দাবি করেছেন যে 65 বছর বা তার বেশি বয়সি ব্যক্তিরা যারা COVID-19-এ সংক্রামিত হয়েছিলেন তাঁদের কোভিড নির্ণয়ের পরের বছরে আলঝাইমার রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা অনেকটাই বেশি । সর্বোচ্চ ঝুঁকি 85 বছর বয়সি মহিলাদের মধ্যে দেখা গিয়েছিল ।

আরও পড়ুন: নিজের যত্ন নেওয়ার জন্য এই মননশীল অভ্যাসগুলি গ্রহণ করুন

গবেষণায় আরও দেখা গিয়েছে, কোভিড সংক্রমণের পরের এক বছরের মধ্যে বয়স্ক ব্যক্তিদের মধ্যে আলঝেইমার রোগ হওয়ার ঝুঁকি প্রায় দ্বিগুণ (0.35% থেকে 0.68%) হয়ে গিয়েছে । গবেষকরা বলছেন, কোভিড-19 আলঝেইমার রোগের নতুন বিকাশ ঘটায় নাকি এর উদ্ভবকে ত্বরান্বিত করে তা স্পষ্ট নয় ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.