মাঝবয়সে একা থাকা মানুষের মধ্যে বৃদ্ধ বয়সে ডিমেনশিয়া বা অ্যালঝাইমারের প্রবণতা বেশি হয় । একটা নতুন গবেষণায় এমনটাই দেখা যাচ্ছে । অ্যালঝাইমার অ্যান্ড ডিমেনশিয়া জার্নালে প্রকাশিত এই গবেষণায় দেখা যাচ্ছে, যে মানুষরা একাকীত্ব কাটিয়ে ওঠেন, তাঁদের ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম ।
বস্টন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের গবেষক ওয়েন্ডি কিউ বলেন, “একটানা একাকীত্ব মস্তিষ্কের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হলেও, কঠিন জীবনের অভিজ্ঞতা থেকে বোঝা যায়, যে একাকীত্ব ক্ষণস্থায়ী হলে তা ডিমেনশিয়ার হাত থেকে রক্ষা করে ।”
একাকীত্ব হল একটা অনুভূতি যা প্রত্যাশিত এবং প্রকৃত সামাজিক সম্পর্কের পার্থক্য থেকে জন্ম নেয় । যদিও একাকীত্বকে কোনও রোগের পর্যায়ে ফেলা হয় না, কিন্তু অনিদ্রা, ডিপ্রেশন, স্ট্রোকের মতো সমস্যার সঙ্গে এর যোগ রয়েছে ।
এই গবেষণার জন্য গবেষক দল প্রাপ্তবয়স্ক মানুষের তথ্য বিশ্লেষণ করে দেখেছেন । বিশেষ করে তাঁরা দেখতে চেয়েছেন যে একটানা একাকীত্বের সঙ্গে ভবিষ্যতে ডিমেনশিয়া বা অ্যালঝাইমারের সম্পর্ক রয়েছে কি না । তাঁরা এও দেখতে চেয়েছিলেন যে এই যোগাযোগ অ্যাপোলিপোপ্রোটিন ই-4-এর মতো অ্যালঝাইমারের জেনেটিক কারণগুলো থেকে আলাদা কি না।
বয়স, লিঙ্গ, শিক্ষা, সামাজিক মাধ্যম, একা থাকেন কি না, স্বাস্থ্য কেমন, জিনগত রোগের ঝুঁকি আছে কি না – এই সমস্ত কিছু খতিয়ে দেখার পর, একটানা একাকীত্বকে ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তুলনায় ক্ষণস্থায়ী একাকীত্বকে ডিমেনশিয়া এবং অ্যালঝাইমারের ক্ষেত্রে কম ঝুঁকিপূর্ণ হিসেবে দেখানো হয়েছে ।
আরও পড়ুন : অতিমারীতে বেড়েছে আত্মহত্যা, প্রতিরোধে একাকীত্ব মন্ত্রী নিয়োগ
গবেষকরা জানিয়েছেন, এই ফলাফল আরও অনুসন্ধানের প্রেরণা জোগাচ্ছে, যে প্রতিকূল অবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানো মানুষের মধ্যে একাকীত্ব এড়ানোর পদক্ষেপ, মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতি করে অ্যালঝাইমারকে প্রতিহত করতে পারছে কি না ।