ভালোবাসা, আনুগত্য, বিশ্বস্ততা ও বন্ধুত্ব এই সবকিছু নিয়েই যে প্রাণী তার নাম সারমেয় ৷ মানুষ এবং কুকুরের অটুট সম্পর্কের নজিরও নতুন নয় ৷ আজ কেন হঠাৎ কুকুরের কথা বলা, সেই নিয়েও প্রশ্ন থাকতেই পারে । আসলে আজ অর্থাৎ, 26 অগস্ট আন্তর্জাতিক সারমেয় দিবস ৷ 2004 সালে থেকে পালিত এই দিনটি ৷
আন্তর্জাতিক সারমেয় দিবসের ইতিহাস:
কলিং পাইগে (colleen Paige) যিনি পশু বিষয়ক উকিল ও বিশেষজ্ঞ ৷ তিনি প্রথম 2004 সালের 26 অগস্ট এই দিনটি পালন করেন আন্তর্জাতিক সারমেয় দিবস হিসাবে ৷ মাত্র 10 বছর বয়সে তিনি ও তাঁর পরিবারে একটি সারমেয় দত্তক নিয়েছিলেন ৷ তারপর থেকেই এই দিনটি পালিত হয় আন্তর্জাতিক সারমেয় দিবস উপলক্ষে ৷ প্রতিটি পশুপ্রেমী নানাভাবে এই দিনটি উদযাপন করেন ৷ যদিও পোষ্য়রা সবসময়েই বড় আদরের হয় ৷ আজ আন্তর্জাতিক সারমেয় দিবস উপলক্ষ্য়ে পোষ্য়দের আবদার রাখুন ৷
1. পোষ্য়র সঙ্গে ভ্রমণ:
আজকের এই বিশেষ দিনে পোষ্য়কে নিয়ে ভ্রমণে যেতে পারেন ৷ কাজের চাপে সকালে যদি যাওয়া না-হয় চিন্তা নেই, বিকালেও কাছা-কাছি কোনও পার্কে ঘুরে আসতে পারেন পোষ্য়কে নিয়ে ৷ সারমেয়রা ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব ভালোবাসে ৷ পশু বিশেষজ্ঞদের মতে পোষ্যর সঙ্গে যত খেলা করবেন আপনার সঙ্গে তাদের বন্ডিং আরও ভালো হবে ৷
2 . পোষ্য়কে আরও বেশি ভালোবাসুন:
পোষ্য মানেই বাড়ির খুদে সদস্যের মতো সকলের ভালোবাসা প্রিয় ৷ তাই সুযোগ পেলেই পোষ্য়কে ভালোবাসুন ৷ মানুষের মতো আজকাল পোষ্য়দের জন্য় স্পা ক্লিনিক হয়েছে ৷ আজ না হয় প্রিয় পোষ্য়াটিকে নিয়ে একটু ঘুরে আসুন ৷ কিংবা ঘরে পোষ্য় সারমেয়টিকে শ্যাম্পু করিয়ে, নখ কেটে ও কান পরিষ্কার করে দিন ৷ দেখবেন পোষ্য়টি আরও চনমনে হয়ে গিয়েছে ৷
3 . ঘরে তৈরি ট্রিট:
পোষ্য সারমেয় তো সবসময়েই একঘেয়ে খাবার খেয়ে থাকে । আজ সারমেয় দিবস উপলক্ষে না-হয় তার জন্য় বাড়িতেই বানিয়ে ফেলুন কোনও সুস্বাদু ট্রিট ৷ বানাতে পারেন কুকিস, প্যানকেক ৷ এছাড়াও ইওগার্ড, পিনাট বাটার ও কলা দিয়ে কোনও ট্রিট বানিয়ে নিন ৷ এতে পোষ্য ও আপনার ভালোবাসা আরও গভীর হবে ৷
4. ছবি তোলা:
পোষ্য়ের প্রতিদিন ছবি তোলেন ৷ আজ না হয় একটু বিশষেভাবে সাজিয়ে তার সঙ্গে ছবি তুলুন ৷ ছবি তোলার জন্য ব্যবহার করতে পারেন হ্যাট (বড় টুপি), স্কার্ফ, এমনকী চশমাও ৷ সোশাল মিডিয়ায় পোস্ট করতে পারেন আপনার পোষ্য়ের সঙ্গে তোলা ছবিগুলি ৷
5. পোষ্যর খেলা:
বন্ধুদের সঙ্গে খেলতে সকলেই ভালোবাসে ৷ তা মানুষ হোক কিংবা প্রাণী ৷ আপনার পোষ্য়টিও তার বন্ধুদের সঙ্গে খেলতে ভালোবাসে ৷ তাই অন্যান্য পোষ্য়ের সঙ্গে তার খেলার আয়োজন করুন ৷ দেখবেন আপনার পোষ্যটি কতটা খুশি হয়েছে ৷
6. ট্রেনিংয়ের সময়:
প্রিয় পোষ্য়ের প্রশিক্ষণ অত্যন্ত জরুরি ৷ ছোট থেকে সেই প্রশিক্ষণ পর্ব শুরু করুন ৷ দেখবেন আপনার পোষ্য়টি আপনার কথা বুঝতে পারবে ৷ প্রশিক্ষণ দেওয়ার সময় কথা শেষ করার সঙ্গে সঙ্গে একটা করে ট্রিট দিন ৷ দেখবেন ম্যাজিকের মতো কাজ করবে ৷
7. জামা কাপড়:
আজ পোষ্য়কে না-হয় সুন্দর পোশাকও পরাতে পারেন ৷ ওদের জন্য বিভিন্ন ধরনের পোশাক-আশাক পাওয়া যায় ৷
8. আরামের জায়গা :
এছড়াও আদরের পোষ্যের বিশ্রামের জায়গাটি সুন্দর করে সাজাতে পারেন ৷ আপনার পোষ্য যেখানে ঘুমোয় নেয় সেখানে তার প্রিয় খেলনা দিয়ে সাজান ৷ নরম কোনও সুর বা গান চালাতে পারেন ৷ তবে কখনই তা যেন বেশি জোরে না হয় ৷
9 . বাইরে পিকনিক:
পোষ্য়কে নিয়ে আজ বাইরে খেতে যেতে পারেন ৷ আবার ছোট-খাটো পিকনিকেরও আয়োজন করতে পারেন ৷ আজকাল অনেক রেস্তোরাঁতেই সারমেয় নিয়ে ঢুকতে দেয় ৷ কিংবা ইন্টারনেট সার্চ করে দেখতে পারেন কোন রেস্টুরেন্ট পোষ্যের জন্য খাবার রাখে ৷ সেই রকম জায়গাতেও নিয়ে যেতে পারেন পোষ্য সারমেয়কে ৷
আরও পরুন: ট্রেনে সারমেয় নিয়ে যাত্রা ? জেনে নিন এই নিয়মগুলি
10. হেলথ চেক-আপ:
আজ পোষ্য়কে নিয়ে একটু চিকিৎসকের কাছেও যেতে পারেন ৷ ওর স্বাস্থ্য় ঠিক রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি ৷ আজ না হয় ওকে একটু চেকআপ করিয়ে নিন ৷