ETV Bharat / sukhibhava

Relationship Tips: সম্পর্ক করে তুলুন মধুর ! রইল কিছু জরুরি টিপস - Some tips for a healthy relationship

আপনি এবং আপনার পার্টনারের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করে তুলন (Some tips for a healthy relationship) ৷ দেখে নিন কিছু কিছু টিপস ৷

Relationship Tips News
সম্পর্ক করে তুলুন মধুর
author img

By

Published : Sep 6, 2022, 2:01 PM IST

হায়দরাবাদ: নিজেদের সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত করে তুলন (Some tips for a healthy relationship) ৷ সম্পর্ক যতই পুরনো হোক না কেন তাতে নতুন করে প্রাণের সঞ্চার করা যায় ৷ দেখে নিন কী কী উপায়ে সঙ্গীর সঙ্গে মধুর করে তুলবেন ?

1) সঙ্গীর সঙ্গে ঝামেলা কমাতে হবে: আপনি এবং আপনার পার্টনারের সঙ্গে কথোপকথনের মাধ্যমে বাড়ানো যেতে পারে সম্পর্কের গভীরতা । এর মাধ্যমে নিজেদের মন-মেজাজ, স্বাস্থ্য ও সম্পর্ক ভালো রাখা সম্ভব (Make a strong Relationship with your partner)। পার্টনারের সঙ্গে ঝামেলা কমাতে এবং সম্পর্কের ভিত মজবুত করতে কথোপকথন খুবই দরকারি ৷

2) বিভিন্ন ভাবে ভালোবাসা প্রকাশ করতে হবে: বিভিন্নভাবে নিজের সঙ্গীর সঙ্গে ভালোবাসার আদানপ্রদান করতে হবে । নিজেদের সম্পর্ক মজবুত করার জন্য পার্টনারের মধ্যেও ভালোবাসা ছড়িয়ে দেওয়া দরকার । প্রতিদিন টেক্সট, ভিডিও কলের মাধ্যমে আদানপ্রদান করা যেতে পারে নিজেদের মনের কথা । এর ফলে নিজের পার্টনারের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হয়ে উঠবে ।

3) স্মরণীয় মুহূর্ত : নিজের পার্টনারের সঙ্গে ভালোবাসার মুহূর্ত এবং বিভিন্ন ধরণের স্মরণীয় মুহূর্ত যত্ন সহকারে সগ্রহ করে রেখে দিতে হবে । সেগুলি যা কিছু হতে পারে, যেমন - ছবি, কার্ড, গিফট, জামা ইত্যাদি । মাঝে মাঝে আগেকার কোনও কথা বলে প্রেমকে বাড়িয়ে তুলতে হবে ৷ কোথাও গিয়ে হাতে হাত রেখে নিজেদের মধ্যে সময় না কাটালেই নয় ৷

4) গোপনীয়তা রাখা প্রয়োজন: নিজের পার্টনারের সঙ্গে সবসময় মন খুলে কথা বলা দরকার । নিজেদের হাজার ব্যস্ততার মধ্যেও নিজের সঙ্গীর সঙ্গে প্রতিনিয়ত কথা বলা জরুরি । এরফলে নিজের সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়ে উঠবে ।

আরও পড়ুন: প্রথমবার যৌনমিলনের মুহূর্তে মনে রাখুন এই কয়েকটি টিপস, ভুলবেন না কিন্তু

হায়দরাবাদ: নিজেদের সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত করে তুলন (Some tips for a healthy relationship) ৷ সম্পর্ক যতই পুরনো হোক না কেন তাতে নতুন করে প্রাণের সঞ্চার করা যায় ৷ দেখে নিন কী কী উপায়ে সঙ্গীর সঙ্গে মধুর করে তুলবেন ?

1) সঙ্গীর সঙ্গে ঝামেলা কমাতে হবে: আপনি এবং আপনার পার্টনারের সঙ্গে কথোপকথনের মাধ্যমে বাড়ানো যেতে পারে সম্পর্কের গভীরতা । এর মাধ্যমে নিজেদের মন-মেজাজ, স্বাস্থ্য ও সম্পর্ক ভালো রাখা সম্ভব (Make a strong Relationship with your partner)। পার্টনারের সঙ্গে ঝামেলা কমাতে এবং সম্পর্কের ভিত মজবুত করতে কথোপকথন খুবই দরকারি ৷

2) বিভিন্ন ভাবে ভালোবাসা প্রকাশ করতে হবে: বিভিন্নভাবে নিজের সঙ্গীর সঙ্গে ভালোবাসার আদানপ্রদান করতে হবে । নিজেদের সম্পর্ক মজবুত করার জন্য পার্টনারের মধ্যেও ভালোবাসা ছড়িয়ে দেওয়া দরকার । প্রতিদিন টেক্সট, ভিডিও কলের মাধ্যমে আদানপ্রদান করা যেতে পারে নিজেদের মনের কথা । এর ফলে নিজের পার্টনারের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হয়ে উঠবে ।

3) স্মরণীয় মুহূর্ত : নিজের পার্টনারের সঙ্গে ভালোবাসার মুহূর্ত এবং বিভিন্ন ধরণের স্মরণীয় মুহূর্ত যত্ন সহকারে সগ্রহ করে রেখে দিতে হবে । সেগুলি যা কিছু হতে পারে, যেমন - ছবি, কার্ড, গিফট, জামা ইত্যাদি । মাঝে মাঝে আগেকার কোনও কথা বলে প্রেমকে বাড়িয়ে তুলতে হবে ৷ কোথাও গিয়ে হাতে হাত রেখে নিজেদের মধ্যে সময় না কাটালেই নয় ৷

4) গোপনীয়তা রাখা প্রয়োজন: নিজের পার্টনারের সঙ্গে সবসময় মন খুলে কথা বলা দরকার । নিজেদের হাজার ব্যস্ততার মধ্যেও নিজের সঙ্গীর সঙ্গে প্রতিনিয়ত কথা বলা জরুরি । এরফলে নিজের সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়ে উঠবে ।

আরও পড়ুন: প্রথমবার যৌনমিলনের মুহূর্তে মনে রাখুন এই কয়েকটি টিপস, ভুলবেন না কিন্তু

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.