ETV Bharat / sukhibhava

Skin Care: মুখের কালো দাগ দূর করবেন কীভাবে ? জেনে নিন

author img

By

Published : Nov 23, 2022, 10:08 PM IST

আপনার মুখের কালো দাগ দূর করতে জেনে নিন কয়েকটি উপায় (Skin Care) ৷

Skin Care News
মুখের কালো দাগ দূর করতে জেনে নিন কয়েকটি টিপস

হায়দরাবাদ: ত্বকের কালো দাগ দেখতে খারাপ লাগে ৷ মুখের সৌন্দর্য্য বজায় রাখতে হলে প্রয়োজন ত্বকের যত্নের । ত্বককে সুন্দর রাখতে কাজে লাগান ঘরোয়া পদ্ধতিকে ৷ তবে ত্বকের দাগ-ছোপের সমস্যায় অনেকেই ভোগেন । এই সমস্যার সমাধান পেতে অনেকে পার্লারে গিয়ে বা চর্মরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা করান ৷ তবে টাকা খরচ না-করে বাড়িতেই এই সমস্যার সমাধান করুন (Skin Care) ৷ জেনে নিন এই সমস্যার সমাধান:

ব্রণর দাগ দূর করতে: পাকা কলার পেস্ট ত্বকের দাগ দূর করতে খুব কার্যকর । সে ক্ষেত্রে পাকা কলা চটকে পেস্ট বানিয়ে মুখে লাগাতে পারেন । তারপর কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন ৷

চন্দনের গুঁড়ো ও গোলাপ জল একসঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে লাগিয়ে নিন ৷ তারপর মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন, খুব দ্রুত উপকার পাবেন ।

ব্রণর দাগের জন্য মধু ভীষণ উপকারী ৷ তাই দাগের জন্য মধু ব্যবহার করতে পারেন ৷

ব্রণর জেদি দাগ দূর করতে দারুন কাজ দেয় টমেটো । টমোটোর রস মুখে লাগিয়ে 10-15 মিনিট পরে ধুয়ে ফেলুন, এতেও উপকার পাবেন ।

ত্বকের কালো দাগ দূর করতে ব্যবহার করুন এই পদ্ধতিগুলি

পাঁকা পেঁপে, মধু ও লেবুর রস মিশিয়ে একটি প্যাক বানিয়ে তা ব্যবহার করুন ৷ এটি ত্বকের দাগ কমাতে দারুণভাবে কাজ দেয় ।

চিনি ও পাতি লেবুর রস নিয়মিত স্নানের আগে ব্যবহার করতে পারেন । লেবুতে থাকা অ্যাসিড ত্বকের কালো ছোপ দূর করতে সাহায্য করে ।

কমলা লেবুর খোসা শুকিয়ে তা গুঁড়ো করে রাখুন, সারা বছর সেটি ব্যবহার করতে পারবেন । দুধের সঙ্গে কমলা লেবুর খোসার গুঁড়ো মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন । শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন । এই উপায়ে দ্রুত ফল পাবেন ।

আরও পড়ুন: জেনে নিন শীতে ত্বক সংক্রান্ত সমস্যা এড়ানোর উপায়

হায়দরাবাদ: ত্বকের কালো দাগ দেখতে খারাপ লাগে ৷ মুখের সৌন্দর্য্য বজায় রাখতে হলে প্রয়োজন ত্বকের যত্নের । ত্বককে সুন্দর রাখতে কাজে লাগান ঘরোয়া পদ্ধতিকে ৷ তবে ত্বকের দাগ-ছোপের সমস্যায় অনেকেই ভোগেন । এই সমস্যার সমাধান পেতে অনেকে পার্লারে গিয়ে বা চর্মরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা করান ৷ তবে টাকা খরচ না-করে বাড়িতেই এই সমস্যার সমাধান করুন (Skin Care) ৷ জেনে নিন এই সমস্যার সমাধান:

ব্রণর দাগ দূর করতে: পাকা কলার পেস্ট ত্বকের দাগ দূর করতে খুব কার্যকর । সে ক্ষেত্রে পাকা কলা চটকে পেস্ট বানিয়ে মুখে লাগাতে পারেন । তারপর কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন ৷

চন্দনের গুঁড়ো ও গোলাপ জল একসঙ্গে মিশিয়ে পেস্ট বানিয়ে লাগিয়ে নিন ৷ তারপর মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন, খুব দ্রুত উপকার পাবেন ।

ব্রণর দাগের জন্য মধু ভীষণ উপকারী ৷ তাই দাগের জন্য মধু ব্যবহার করতে পারেন ৷

ব্রণর জেদি দাগ দূর করতে দারুন কাজ দেয় টমেটো । টমোটোর রস মুখে লাগিয়ে 10-15 মিনিট পরে ধুয়ে ফেলুন, এতেও উপকার পাবেন ।

ত্বকের কালো দাগ দূর করতে ব্যবহার করুন এই পদ্ধতিগুলি

পাঁকা পেঁপে, মধু ও লেবুর রস মিশিয়ে একটি প্যাক বানিয়ে তা ব্যবহার করুন ৷ এটি ত্বকের দাগ কমাতে দারুণভাবে কাজ দেয় ।

চিনি ও পাতি লেবুর রস নিয়মিত স্নানের আগে ব্যবহার করতে পারেন । লেবুতে থাকা অ্যাসিড ত্বকের কালো ছোপ দূর করতে সাহায্য করে ।

কমলা লেবুর খোসা শুকিয়ে তা গুঁড়ো করে রাখুন, সারা বছর সেটি ব্যবহার করতে পারবেন । দুধের সঙ্গে কমলা লেবুর খোসার গুঁড়ো মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন । শুকিয়ে গেলে মুখ ধুয়ে ফেলুন । এই উপায়ে দ্রুত ফল পাবেন ।

আরও পড়ুন: জেনে নিন শীতে ত্বক সংক্রান্ত সমস্যা এড়ানোর উপায়

For All Latest Updates

TAGGED:

Skin Care
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.