ETV Bharat / sitara

Kharaj Mukherjee New Film : হঠাৎ কেন শহরের পথে রিকশা চালাচ্ছেন খরাজ মুখোপাধ্যায় ?

সিঙ্গেল মাদারের সংগ্রামের কাহিনিকে নিজের আগামী ছবির বিষয় হিসাবে বেছে নিয়েছেন পরিচালক শুভেন্দু দাস ৷ এই ছবিতে অভিনেতা খরাজ মুখোপাধ্যায়কে এক রিক্সাওয়ালার চরিত্রে দেখতে চলেছে দর্শক ৷ তাঁর এই নতুন ছবির নাম 'সেভ দ্য মাদারস' (Kharaj Mukherjee New Film Save The Mothers)৷

Kharaj Mukherjee New Film
কেন হঠাৎ শহরের পথে রিকশা চালাচ্ছেন খরাজ মুখোপাধ্যায় ?
author img

By

Published : Mar 17, 2022, 10:48 AM IST

Updated : Mar 17, 2022, 12:01 PM IST

কলকাতা, 17 মার্চ : আমাদের সমাজে মায়েরা আজও বড় অসহায় । আজও কন্যা সন্তানের জন্ম দিলে মাকে বাড়িতে কুকথা শুনতে হয় । শঙখ বাজে না, উলুধ্বনি পড়ে না । এরকমই এক গল্পকে এবার তার নতুন ছবির বিষয় হিসাবে বেছে নিলেন পরিচালক শুভেন্দু দাস (Suvendu Das New Film Save The Mothers)। তাঁর এই নতুন ছবির নাম 'সেভ দ্য মাদারস' ৷

kharaj mukherjee is coming with his new film save the mothers
নতুন ছবির নাম 'সেভ দ্য মাদারস'

গল্পের দিকে তাকালে দেখা যায়, রাহুল এবং পূজা একে অপরকে ভালবাসে । কিন্তু এই সম্পর্ক মেনে নেয়নি পূজার পরিবার । তাই রাহুলের সঙ্গে ঘর বাঁধতে বাড়ি থেকে পালিয়ে যায় পূজা । রাহুলের পরিবার অবশ্য পূজাকে মেনে নেয় । বিয়ের কয়েক মাসের মধ্যেই পূজা গর্ভবতী হয় এবং রাহুলের পরিবার জানতে পারে পূজা একটি মেয়ে সন্তানের জন্ম দিতে চলেছে (বে আইনি লিঙ্গ নির্ধারণ পদ্ধতি থেকে) । রাহুলের পরিবার ছেলে সন্তান চায় বলে তাদের পরিবারে সমস্যা শুরু হয় । সন্তানকে বাঁচাতে স্বামীর বাড়ি থেকে পালিয়ে যায় পূজা । গল্প মোড় নেয় একজন সিঙ্গল মাদারের লড়াইয়ের দিকে । এরপর কী হয় সেটাই দেখার ।

Kharaj Mukherjee New Film
সিঙ্গেল মাদারের সংগ্রামের কাহিনিকে নিজের আগামী ছবির বিষয় হিসাবে বেছে নিয়েছেন পরিচালক শুভেন্দু দাস

আরও পড়ুন : জন্মদিনে লালগোলাপ পাঠিয়ে আলিয়ার মান ভাঙালেন রণবীর ?

উল্লেখ্য, এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ও । ছবিতে তাঁকে শহরের পথে রিকশা চালাতে দেখবে দর্শক । কিন্তু তাঁর চরিত্রটা আসলে কেমন তা নিয়ে খোলসা করেননি কেউই । খরাজ মুখোপাধ্যায় ছাড়াও বিভিন্ন চরিত্রে রয়েছেন সায়ন ঘোষ, ইন্দ্রাণী সাহা, রাজেশ শর্মা, পার্থসারথি চক্রবর্তী, স্নেহা বিশ্বাস, সুখরঞ্জন বন্দ্যোপাধ্যায়, মানস দেব-সহ আরও অনেকে । সম্প্রতি শেষ হয়েছে শ্যুটিং। পরিচালকের কথায়, "এই ছবি এক মা এবং মেয়ের গল্প বলে । সর্বোপরি একজন সিঙ্গল মাদারের সংগ্রামের গল্প বলে । এরকম ঘটনা অনেকেই শুনে থাকবেন । তাই গল্পটার সঙ্গে রিলেট করতে পারবেন ।"

কলকাতা, 17 মার্চ : আমাদের সমাজে মায়েরা আজও বড় অসহায় । আজও কন্যা সন্তানের জন্ম দিলে মাকে বাড়িতে কুকথা শুনতে হয় । শঙখ বাজে না, উলুধ্বনি পড়ে না । এরকমই এক গল্পকে এবার তার নতুন ছবির বিষয় হিসাবে বেছে নিলেন পরিচালক শুভেন্দু দাস (Suvendu Das New Film Save The Mothers)। তাঁর এই নতুন ছবির নাম 'সেভ দ্য মাদারস' ৷

kharaj mukherjee is coming with his new film save the mothers
নতুন ছবির নাম 'সেভ দ্য মাদারস'

গল্পের দিকে তাকালে দেখা যায়, রাহুল এবং পূজা একে অপরকে ভালবাসে । কিন্তু এই সম্পর্ক মেনে নেয়নি পূজার পরিবার । তাই রাহুলের সঙ্গে ঘর বাঁধতে বাড়ি থেকে পালিয়ে যায় পূজা । রাহুলের পরিবার অবশ্য পূজাকে মেনে নেয় । বিয়ের কয়েক মাসের মধ্যেই পূজা গর্ভবতী হয় এবং রাহুলের পরিবার জানতে পারে পূজা একটি মেয়ে সন্তানের জন্ম দিতে চলেছে (বে আইনি লিঙ্গ নির্ধারণ পদ্ধতি থেকে) । রাহুলের পরিবার ছেলে সন্তান চায় বলে তাদের পরিবারে সমস্যা শুরু হয় । সন্তানকে বাঁচাতে স্বামীর বাড়ি থেকে পালিয়ে যায় পূজা । গল্প মোড় নেয় একজন সিঙ্গল মাদারের লড়াইয়ের দিকে । এরপর কী হয় সেটাই দেখার ।

Kharaj Mukherjee New Film
সিঙ্গেল মাদারের সংগ্রামের কাহিনিকে নিজের আগামী ছবির বিষয় হিসাবে বেছে নিয়েছেন পরিচালক শুভেন্দু দাস

আরও পড়ুন : জন্মদিনে লালগোলাপ পাঠিয়ে আলিয়ার মান ভাঙালেন রণবীর ?

উল্লেখ্য, এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ও । ছবিতে তাঁকে শহরের পথে রিকশা চালাতে দেখবে দর্শক । কিন্তু তাঁর চরিত্রটা আসলে কেমন তা নিয়ে খোলসা করেননি কেউই । খরাজ মুখোপাধ্যায় ছাড়াও বিভিন্ন চরিত্রে রয়েছেন সায়ন ঘোষ, ইন্দ্রাণী সাহা, রাজেশ শর্মা, পার্থসারথি চক্রবর্তী, স্নেহা বিশ্বাস, সুখরঞ্জন বন্দ্যোপাধ্যায়, মানস দেব-সহ আরও অনেকে । সম্প্রতি শেষ হয়েছে শ্যুটিং। পরিচালকের কথায়, "এই ছবি এক মা এবং মেয়ের গল্প বলে । সর্বোপরি একজন সিঙ্গল মাদারের সংগ্রামের গল্প বলে । এরকম ঘটনা অনেকেই শুনে থাকবেন । তাই গল্পটার সঙ্গে রিলেট করতে পারবেন ।"

Last Updated : Mar 17, 2022, 12:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.