ETV Bharat / sukhibhava

এটা ভালবাসা না আবেগপ্রবণ নির্ভরশীলতা?

অনেক মানুষ তাদের জীবন কাটিয়ে দেন শুধু এই ভাবতে ভাবতেই যে তাঁরা প্রেমে আছেন অথচ সেটা কেবল নির্ভরতা ।

translation
translation
author img

By

Published : Dec 5, 2020, 10:26 AM IST

অনেকে মনে করেন যে ‘আমি তোমাকে ছাড়া বাঁচব না’ কথাটা প্রকৃত ভালবাসার পরিচায়ক । কিন্তু কী বুঝবেন যদি জানতে পারেন, এটা শুধুই আবেগপ্রবণ নির্ভরশীলতা, ভালোবাসা নয় ? আবেগপ্রবণ নির্ভরশীলতা তখন হয়, যখন আপনার সঙ্গী মনে করেন, তিনি আপনাকে ছাড়া বাঁচতে পারবেন না অথবা আপনি চোখের সামনে না থাকলে তিনি কখনও সুখী হতে পারবেন না। আবেগ-নির্ভর মানুষের সর্বসময় মনোযোগ, অনুমোদন এবং সঙ্গীর সমর্থন প্রয়োজন কারণ তাঁরা নিজেদের তা দিতে পারেন না । এটাই পরবর্তীকালে তাঁদের নিজেদের এবং তাঁদের সঙ্গীদের জন্য বড় ধরনের ফাঁদে পরিণত হয়। এর ইঙ্গিত এতটাই সূক্ষ্ম যে ফারাক নির্ধারণ করা খুব কঠিন । অনেক মানুষ তাঁদের জীবন কাটিয়ে দেন শুধু এই ভাবতে ভাবতেই যে তাঁরা প্রেমে আছেন অথচ সেটা কেবল নির্ভরতা । কাজেই এখানে সেই সব ইঙ্গিতের তালিকা দেওয়া হল, যা আপনাকে ভালোবাসা আর আবেগমুখী নির্ভরশীলতার মধে্যর পার্থক্য বুঝতে সাহায্য করবে ।

ভালোবাসায় থাকলে আপনি আপনার সঙ্গীকে অন্যদের সঙ্গে কথা বলতে, সংযোগ সাধন করতে দেখে খুশি হবেন । অথচ নির্ভরতার ক্ষেত্রে একই অবস্থায় আপনার হিংসা হবে বা ভয় হবে যে কেউ আপনার সঙ্গীর স্নেহ আপনার থেকে কেড়ে নিতে চাইছে । যখন আপনি ভালোবাসায় আছেন, তখন আপনি আপনার সঙ্গীকে বিশ্বাস করবেন। কিন্তু নির্ভরশীল হয়ে থাকলে, নিজেকে নিরাপদ রাখতে আপনি তাঁর অনে্যর সঙ্গে বন্ধুত্বে অনুমোদন দেবেন না।

ভালোবাসায় থাকলে আপনি নিজের মতো করে বাঁচবেন, আপনার সঙ্গীকেও তাঁর মতো করে বাঁচতে দেবেন । নির্ভরশীলতার ক্ষেত্রে আপনাকে এমন কারও মতো হওয়ার জন্য চাপে থাকতে হবে, যা আপনি নন । অথবা আপনার সঙ্গীকে নির্দিষ্ট এক রকমভাবে ব্যবহার করবেন বলেই আপনি ধরে নেবেন । যখন ভালোবাসায় থাকেন, আপনি সন্তুষ্ট থাকবেন, নিজেকে আশীর্বাদধন্য মনে হবে । কিন্তু, নির্ভরশীলতার ক্ষেত্রে আপনি সবসময় আরও কিছু চাইবেন যার ফলে জটিলতা বাড়বে ।

ভালোবাসায় আপনি আরও বেশি আনন্দে থাকবেন, নিজের প্রতি আপনার সন্তোষ আরও বাড়বে । কিন্তু, নির্ভরশীলতার সম্পর্কে আপনার দশা হবে করুণ, আবেগপ্রবণ বা অতি—উৎসাহী । আপনি নির্ভরশীল সম্পর্কে থাকলে সবসময় নিজের প্রতি নিজের মনেই সন্দেহ জাগবে এবং আপনি চাইবেন, আপনার সঙ্গী আপনাকে পুর্নবার ভরসা যোগান । ভালোবাসায় ঠিক-এর বিপরীতটা হবে। আপনি নিজের প্রতি ভালো ভাববেন কারণ আপনি জানেন, যাই কিছু হয়ে যাক না কেন, আপনার সঙ্গী আপনাকে ভালোবাসবেই ।

ভালোবাসায় আপনি মানুষ হিসাবে আরও পরিণত হবেন, আরও বিকশিত হবেন । সঙ্গীর উপর নির্ভরশীল হলে আপনি নিজের জীবন কাটাতে ভুলে যাবেন। কারণ আপনার জীবন, আপনার সঙ্গীর চারপাশেই ঘুরতে থাকবে। ভালোবাসার সম্পর্কে থাকলে আপনি সঙ্গীকে সাহায্য করবেন আরও উন্নতি করতে এবং একে অনে্যর স্বপ্নপূরণে সাহায্য করবেন ।

ভালোবাসায় আপনি ইতিবাচক মানসিকতায় পরিপূর্ণ থাকবেন । নির্ভরশীল সম্পর্কে থাকলে নেতিবাচক চিন্তা এবং মানসিকতা আপনাকে পেড়ে ফেলবে । সম্পর্কে ভালোবাসা থাকলে সবসময় নিজের চারপাশে ইতিবাচক মনোভাবের সুবাস উপভোগ করবেন। আপনি জীবন কাটাতে উৎসাহী, কৌতূহলী হবেন আর নিজের প্রতি সন্তুষ্ট থাকবেন । কিন্তু নির্ভরশীলতার সম্পর্কে থাকলে আপনি চাইবেন, সঙ্গী আপনাকে আনন্দে রাখুন কারণ আপনার মধে্য শূন্যতা তৈরি হয়েছে । আপনি চাইবেন, আপনার সঙ্গী আপনার জীবনে পূর্ণতা আনুন, তাতে যতই তার জন্য আপনাকে নিজের মানসিক শান্তিটুকুও বিসর্জন দিতে হোক না কেন ।

অনেকে মনে করেন যে ‘আমি তোমাকে ছাড়া বাঁচব না’ কথাটা প্রকৃত ভালবাসার পরিচায়ক । কিন্তু কী বুঝবেন যদি জানতে পারেন, এটা শুধুই আবেগপ্রবণ নির্ভরশীলতা, ভালোবাসা নয় ? আবেগপ্রবণ নির্ভরশীলতা তখন হয়, যখন আপনার সঙ্গী মনে করেন, তিনি আপনাকে ছাড়া বাঁচতে পারবেন না অথবা আপনি চোখের সামনে না থাকলে তিনি কখনও সুখী হতে পারবেন না। আবেগ-নির্ভর মানুষের সর্বসময় মনোযোগ, অনুমোদন এবং সঙ্গীর সমর্থন প্রয়োজন কারণ তাঁরা নিজেদের তা দিতে পারেন না । এটাই পরবর্তীকালে তাঁদের নিজেদের এবং তাঁদের সঙ্গীদের জন্য বড় ধরনের ফাঁদে পরিণত হয়। এর ইঙ্গিত এতটাই সূক্ষ্ম যে ফারাক নির্ধারণ করা খুব কঠিন । অনেক মানুষ তাঁদের জীবন কাটিয়ে দেন শুধু এই ভাবতে ভাবতেই যে তাঁরা প্রেমে আছেন অথচ সেটা কেবল নির্ভরতা । কাজেই এখানে সেই সব ইঙ্গিতের তালিকা দেওয়া হল, যা আপনাকে ভালোবাসা আর আবেগমুখী নির্ভরশীলতার মধে্যর পার্থক্য বুঝতে সাহায্য করবে ।

ভালোবাসায় থাকলে আপনি আপনার সঙ্গীকে অন্যদের সঙ্গে কথা বলতে, সংযোগ সাধন করতে দেখে খুশি হবেন । অথচ নির্ভরতার ক্ষেত্রে একই অবস্থায় আপনার হিংসা হবে বা ভয় হবে যে কেউ আপনার সঙ্গীর স্নেহ আপনার থেকে কেড়ে নিতে চাইছে । যখন আপনি ভালোবাসায় আছেন, তখন আপনি আপনার সঙ্গীকে বিশ্বাস করবেন। কিন্তু নির্ভরশীল হয়ে থাকলে, নিজেকে নিরাপদ রাখতে আপনি তাঁর অনে্যর সঙ্গে বন্ধুত্বে অনুমোদন দেবেন না।

ভালোবাসায় থাকলে আপনি নিজের মতো করে বাঁচবেন, আপনার সঙ্গীকেও তাঁর মতো করে বাঁচতে দেবেন । নির্ভরশীলতার ক্ষেত্রে আপনাকে এমন কারও মতো হওয়ার জন্য চাপে থাকতে হবে, যা আপনি নন । অথবা আপনার সঙ্গীকে নির্দিষ্ট এক রকমভাবে ব্যবহার করবেন বলেই আপনি ধরে নেবেন । যখন ভালোবাসায় থাকেন, আপনি সন্তুষ্ট থাকবেন, নিজেকে আশীর্বাদধন্য মনে হবে । কিন্তু, নির্ভরশীলতার ক্ষেত্রে আপনি সবসময় আরও কিছু চাইবেন যার ফলে জটিলতা বাড়বে ।

ভালোবাসায় আপনি আরও বেশি আনন্দে থাকবেন, নিজের প্রতি আপনার সন্তোষ আরও বাড়বে । কিন্তু, নির্ভরশীলতার সম্পর্কে আপনার দশা হবে করুণ, আবেগপ্রবণ বা অতি—উৎসাহী । আপনি নির্ভরশীল সম্পর্কে থাকলে সবসময় নিজের প্রতি নিজের মনেই সন্দেহ জাগবে এবং আপনি চাইবেন, আপনার সঙ্গী আপনাকে পুর্নবার ভরসা যোগান । ভালোবাসায় ঠিক-এর বিপরীতটা হবে। আপনি নিজের প্রতি ভালো ভাববেন কারণ আপনি জানেন, যাই কিছু হয়ে যাক না কেন, আপনার সঙ্গী আপনাকে ভালোবাসবেই ।

ভালোবাসায় আপনি মানুষ হিসাবে আরও পরিণত হবেন, আরও বিকশিত হবেন । সঙ্গীর উপর নির্ভরশীল হলে আপনি নিজের জীবন কাটাতে ভুলে যাবেন। কারণ আপনার জীবন, আপনার সঙ্গীর চারপাশেই ঘুরতে থাকবে। ভালোবাসার সম্পর্কে থাকলে আপনি সঙ্গীকে সাহায্য করবেন আরও উন্নতি করতে এবং একে অনে্যর স্বপ্নপূরণে সাহায্য করবেন ।

ভালোবাসায় আপনি ইতিবাচক মানসিকতায় পরিপূর্ণ থাকবেন । নির্ভরশীল সম্পর্কে থাকলে নেতিবাচক চিন্তা এবং মানসিকতা আপনাকে পেড়ে ফেলবে । সম্পর্কে ভালোবাসা থাকলে সবসময় নিজের চারপাশে ইতিবাচক মনোভাবের সুবাস উপভোগ করবেন। আপনি জীবন কাটাতে উৎসাহী, কৌতূহলী হবেন আর নিজের প্রতি সন্তুষ্ট থাকবেন । কিন্তু নির্ভরশীলতার সম্পর্কে থাকলে আপনি চাইবেন, সঙ্গী আপনাকে আনন্দে রাখুন কারণ আপনার মধে্য শূন্যতা তৈরি হয়েছে । আপনি চাইবেন, আপনার সঙ্গী আপনার জীবনে পূর্ণতা আনুন, তাতে যতই তার জন্য আপনাকে নিজের মানসিক শান্তিটুকুও বিসর্জন দিতে হোক না কেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.