কলকাতা, 12 মে: অবস্থা প্রচণ্ড ক্রিটিকাল । প্রতিটা মুহূর্ত প্রয়োজনীয় । আশার আলো দেখছেন না চিকিৎসকও । তারপর ? মিরাকেল ! জটিল অস্ত্রোপচার এবং অসম্ভবকে সম্ভব করে তুললেন এক চিকিৎসক । এমন ঘটনা মাঝেমধ্যেই আমাদের চোখে পড়ে । তবে ওই রোগীকে সুস্থ করে তোলার পিছনে শুধুই কি একজন চিকিৎসক ? আসলে এটি একটি দলগত কাজ । ওই চিকিৎসকের মতোই সমানভাবে ওই রোগীকে নজরবন্দি রাখেন নার্সও । দেখেন তাঁর যাবতীয় খুঁটিনাটি । কিন্তু তাঁর পরিচয় বা নাম কোনটাই প্রকাশ্যে আসে না । আন্তর্জাতিক নার্স দিবসে ইটিভি ভারতের পক্ষ থেকে কথা বলা হল তাদের সঙ্গে ।
ভাস্বতী মুখোপাধ্যায় । 32 বছর ধরে নিরন্তর সেবা করছেন প্রত্যেকের, তাঁর যত্নে সুস্থ হয়ে বাড়ির পথ ধরেছে বহু মুমূর্ষু রোগী । এসএসকেএম থেকে পড়াশোনা শেষ করে কলকাতা থেকে বিভিন্ন জেলা-সহ বহু সরকারি হাসপাতালে নার্সের দায়িত্বও তিনি সামলেছেন । একজন রোগীকে সুস্থ করে তোলার পিছনে যেমন নার্সের অবদান অনন্য তেমনি চিকিৎসার গাফিলতি অভিযোগ ঘিরে সবার প্রথম রোগীর পরিবারের সম্মুখীন হতে হয় তাদেরকেই । তিনি বলেন, "যেহেতু আমরা ফর্মাল পোশাকে থাকি তাই আমাদের ওপর আক্রমণটা বেশি ও সবসময় হয়। কিছুদিন আগেও জেলায় দু'জন নার্স এই কারণে আহত হয়েছেন ।"
ইটিভি ভারতের পক্ষ থেকে যখন ভাস্বতী দেবীকে প্রশ্ন করা হয় যে একজন সিনিয়র নার্স হিসাবে নতুন প্রজন্মকে তিনি কি বার্তা দিতে চান ? তিনি বলেন, "আমি কিন্তু এটুকুই বলব নার্সিং একটা নোবেল প্রফেশন । তাই একে জানতে হলে এর ইতিহাস থেকে অতএব শিকড় থেকে জানতে হবে ।"
এখানেই শেষ নয় । কোভিডকালে ডাক্তারের সঙ্গে নার্সদেরও অবদান অনস্বীকার্য । কিন্তু রোগীকে সুস্থ করতে গিয়ে বহু নার্সও করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন । আবার গর্ভবতী অবস্থায় অনেক নার্সই রোগী পরিষেবা দিতে গিয়ে করোনা আক্রান্ত হয়েছেন । ভাস্বতীর কথায়, বর্তমানে মেয়েদের জন্য যে ম্যাটারনিটি লিভ হয় তা দেওয়া প্রায় বন্ধ হয়ে গিয়েছে । অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা রোগীদেরকে এই সময়ে যেসব সাবধানতা নিতে বলি তা আমরা নিতে পারি না । ফলে আমাদের বাচ্চার অনেক ক্ষতি হয় । এমন অনেক কেস আমরা দেখেছি যার ফলে কখনও বাচ্চা আবার কখনও মা মারা গিয়েছেন । বর্তমানে নার্সের জন্য যে সিক রুম তার ব্যবস্থাও উঠে গিয়েছে বলে জানান তিনি ।
তবে শুধুই খারাপ নয় ভালোও রয়েছে । ভাস্বতীর কথা অনুযায়ী, নার্স পড়াশোনার জন্য বর্তমানে অনেকগুলি ধাপ এসছে যেগুলি আগে ছিল না । এর ফলে বহু মানুষ বর্তমানে নার্স এই পেশার সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ করছে । কিন্তু এর মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পড়াশোনার ক্ষেত্রে নতুন ব্যবস্থা নিয়ে আসার কথা বলেন । 15 দিনে নার্সের কোর্স করানো এবং সিনিয়র যারা তাদেরকে সেমি-ডাক্তার হিসাবে পরিচিতি দেওয়ার কথা বৃহস্পতিবার শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখ থেকে । তবে এই বিষয়ে ভাস্বতী জানান, "আমরা কেউ ডাক্তার হতে চাই না । আমরা যা রয়েছি তাই ভালো করে করতে চাই । নার্সের বিষয়ে অনেক পড়াশুনা করতে হয়, সেটা 15 দিনে কীভাবে সম্ভব তা সত্যিই আমরা জানি না । এর আমরা বিরোধিতা করছি ।"