হায়দরাবাদ, 3 ডিসেম্বর : প্রতি বছর 3 ডিসেম্বর পালিত হয় বিশ্ব প্রতিবন্ধী দিবস । এ বছর এই দিনটির বিষয়বস্তু হচ্ছে, ‘কোভিড পরবর্তী সময়ে বিশ্বে বিশেষভাবে নেতৃত্ব এবং অংশগ্রহণই লক্ষ্য ৷’
প্রতি বছর এই দিনটি পালনের উদ্দেশ্য, সমাজের সকল ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত করা ৷ রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা ৷
আরও পড়ুন : শরীর-মন সুস্থ রাখতে মিউজিক থেরাপি উপকারী, জানাচ্ছে গবেষণা
জাতিসংঘ জানিয়েছে, “আজ, বিশ্বের জনসংখ্যা 7 বিলিয়নেরও বেশি ৷ এক বিলিয়নেরও বেশি মানুষ, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 15 শতাংশ, কোনও না কোনও ধরনের অক্ষমতা নিয়ে বাস করে ৷ তাদের মধ্যে 80 শতাংশ উন্নয়নশীল দেশে বাস করে ৷ এটা দুর্ভাগ্যজনক যে আমাদের সমাজের লোকেরা এখনও তাঁদের প্রতি বৈষম্য সৃষ্টি করে, তাঁদের উপহাস করি । কিন্তু আমরা ভুলে যাই যে তাঁরাও আমাদের সমাজের একটি অংশ এবং তাঁদের সঙ্গে একই আচরণ করা উচিত । সারা বিশ্বেই বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের এমন অনেক উদাহরণ রয়েছে, যারা তাদের কঠোর পরিশ্রম এবং প্রতিভার কারণে জীবনে অনেক স্বীকৃতি পেয়েছে । বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা অন্যের উপর নির্ভরশীল হতে পারে না । প্রাথমিকভাবে তাঁদের অন্যদের সাহায্যের প্রয়োজন হলেও, ধীরে ধীরে তাঁরা নিজেরাই নিজেদের দৈনন্দিন কাজকর্ম শিখে যায় ।’’
আরও পড়ুন : সম্পর্কে উষ্ণতা ফেরাতে ‘সেক্স ডিটক্স’-এর দাওয়াই দিচ্ছেন বিশেষজ্ঞরা
অক্ষমতা বোঝার উপায় :
সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (Centers for Disease Control and Prevention) অনুসারে, অক্ষমতা হল শরীর বা মনের যেকোনও অবস্থা, যা ওই ব্যক্তির নির্দিষ্ট ক্রিয়াকলাপ সীমাবদ্ধতা করে দেয় ৷ একইসঙ্গে আশেপাশের বিশ্বের সঙ্গে তাঁর যোগাযোগ আরও কঠিন করে তোলে ।
কয়েক ধরনের অক্ষমতা যা একজন ব্যক্তির উপর প্রভাব ফেলে :
দৃষ্টি সংক্রান্ত সমস্যা ( শারিরীক অক্ষমতা )
শ্রবণ সংক্রান্ত সমস্যা ( শারিরীক অক্ষমতা )
ভাবনা সংক্রান্ত সমস্যা (মানসিক অক্ষমতা )
নতুন জিনিস শেখার ক্ষেত্রে সমস্যা ( মানসিক অক্ষমতা )
মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ( মানসিক অক্ষমতা )
WHO ( World Health Organization ) এর মতে, অক্ষমতার তিনটি মাত্রা রয়েছে :
1. একজন ব্যক্তির শারীরিক গঠন বা কার্যকারিতা, মানসিক কার্যকারিতায় বৈকল্যর মধ্যে একটি অঙ্গের ক্ষতি, দৃষ্টিশক্তি হ্রাস বা স্মৃতিশক্তি হ্রাসও অন্তর্ভুক্ত ।
2. কার্যকলাপের সীমাবদ্ধতা, যেমন দেখতে অসুবিধা, শ্রবণ, হাঁটা, বা সমস্যা সমাধান ।
3. স্বাভাবিক দৈনন্দিন ক্রিয়াকলাপে অংশগ্রহণের বিধিনিষেধ ।
আরও পড়ুন : World AIDS Day 2021 : আজ বিশ্ব এইডস দিবস, জানুন মারণ রোগের হাত থেকে বাঁচার উপায়