ETV Bharat / sukhibhava

Vastu for Bathroom: বাথরুমে ভুলেও করবেন না এই জিনিসগুলো, না-হলে সংসারে অশান্তি লেগেই থাকবে - বাস্তু টিপস

কাজে বাধা, ঘরে অশান্তি, কারও না কারও অসুখ লেগেই থাকা, জলের মতো টাকা খরচ হয়ে যাওয়া, মন-মেজাজ ভালো না থাকা ইত্যাদি ছোটখাটো লক্ষণ জানান দেয় ঘরে নেগেটিভ অ্যানার্জি কাজ করছে ৷ আর সেই নেগেটিভ অ্যানার্জির সোর্স হতে পারে ঘরের বাথরুম ৷ অজান্তেই কিছু ভুল সংসারে বিপদ ডেকে আনতে পারে ৷ তাই সাবধান হোন এখন থেকেই ৷

Vastu for Bathroom
বাথরুম বানান বাস্তু মেনে
author img

By

Published : Jul 25, 2023, 12:01 PM IST

হায়দরাবাদ: আমাদের চারপাশে পজিটিভি অ্যানার্জি যেমন রয়েছে নেগেটিভ অ্যানার্জিও রয়েছে ৷ পজিটিভ অ্যানার্জি ঘরে সুখ-শান্তি বজায় রাখে ৷ নেগেটিভ অ্যানার্জি তৈরি করে একাধিক বাধা বিপত্তি ৷ বাস্তুশাস্ত্র মতে অনেক সময় নিজেদের অজান্তেই আমরা নেগেটিভ অ্যানার্জির সোর্স বুঝতে পারি না ৷ বেশ কিছু বিষয়ে একটু নজর দিলেই বোঝা যাবে ঘরে কোন অ্যানার্জি কাজ করছে ৷

ঘরে অসুখ-বিসুখ লেগেই থাকা, হওয়া কাজে বাধা পাওয়া, কেরিয়ারে সাফল্য না পাওয়া, ঘরে সারাক্ষণ ঝগড়া-অশান্তি, খিটখিটে মনমেজাজ, এই রকম ছোটখাটো একাধিক বিষয় যদি আমাদের সঙ্গে ঘটতে থাকে বুঝতে হবে, কিছু একটা ভুল হচ্ছে ৷ এই সকল নেগেটিভ অ্যানার্জির একটা বড় সোর্স হতে পারে আপনার বাড়ির বাথরুম ৷ নিজেদের অজান্তেই এমন কিছু আমরা করে থাকি, যা বাথরুমে নেগেটিভ অ্যানার্জি তৈরি করে ৷ অথবা বাথরুম বাস্তু মতে ঠিক জায়গায় তৈরি না হলেও তা নেগেটিভ অ্যানার্জির সোর্স হয়ে থাকে ৷

প্রথমেই জানা দরকার, বাথরুম সবসময় হওয়া উচিত উত্তর দিকে অথবা উত্তর পশ্চিম দিকে ৷ কখনই দক্ষিণ, দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ-পশ্চিম প্রান্তে বাথরুম তৈরি করা বাস্তু মতে সঠিক স্থান নয় ৷ শুধু তাই নয়, বাস্তু মতে বাথরুম কখনই রান্নাঘরের সোজাসুজি হওয়া ঠিক নয় ৷ পাশাপাশি টয়লেট সিট হওয়া উচিত পশ্চিম অথবা উত্তর-পশ্চিম প্রান্তে ৷

*বাথরুমকে নেগেটিভ অ্যানার্জি থেকে মুক্ত করার কিছু বাস্তু টিপস*

  • বাথরুমের ভিতরে বালতি বা গামলা যাই থাকুক, তা সবসময় ভরে রাখতে হবে ৷ যদি তা ভরা না থাকে তবে সেটি উলটে রাখতে হবে ৷ এর ফলে ঘরে সমৃদ্ধি বজায় থাকে ৷
  • বাথরুমে নীল রং বাস্তুমতে খুবই ভালো ৷ যদি বাথরুম নীল রঙের না হয়ে থাকে, তাহলে এই রঙের কোনও বালতি বা গামলা ব্যবহার করুন ৷
Vastu for Bathroom
গোল আয়না বাথরুমে রাখা উচিত নয়
  • বাথরুমের সোজাসুজি বাইরে আয়না লাগানো কখনই উচিত নয় ৷ এমন হয়ে থাকলে নেগেটিভ অ্যানার্জি আয়নার মাধ্যমে ঘরে ছড়িয়ে পড়ে ৷
  • বাস্তু আরও বলে, বাথরুমে আয়না লাগালে তা স্থাপন করা উচিত উত্তর অথবা পূর্ব দিকের দেওয়ালে ৷ আয়নার শেপ হওয়া উচিত বর্গক্ষেত্র অথবা আয়তক্ষেত্রর মতো ৷ বৃত্তাকার বা গোল আয়না বাস্তু মতে বাথরুমে স্থাপন করা ঠিক নয় ৷
  • এই ভুলটা প্রায়শই হয়ে থাকে ৷ বাথরুমের দরজা অনেকেই খুলে রাখেন ৷ সেটা একদমই উচিত নয় ৷ বাথরুমের দরজা খোলা রাখা মানে নেগেটিভ অ্যানার্জির কারণে কেরিয়ারে নানা বাধা বিপত্তি আসতে থাকে ৷
Vastu for Bathroom
বাথরুমে ট্যাপ খুলে রাখা ঠিক নয়
  • খেয়াল রাখতে হবে বাথরুমের ট্যাপ বা নলের দিকেও ৷ তা যেন ভাঙা না হয় ৷ যদি ট্যাপ থেকে সবসময় জল পড়তে থাকে, তাহলে খেয়াল করে দেখবেন, আপনার টাকাও জলের মতো খরচ হচ্ছে ৷ পাশাপাশি বাথরুম সবসময় পরিষ্কার রাখা উচিত ৷ ব্যবহারের পর যেন জল জমে না থাকে, সেই দিকে নজর দেওয়া উচিত ৷

আরও পড়ুন: নিত্যদিন অশান্তি-অসুখ, বাস্তুমতে ঘরে ডাস্টবিন ঠিক জায়গায় আছে তো ?

  • বাথরুমের সুইচবোর্ড দক্ষিণ পূর্ব অভিমুখে করা ভাল ৷ পাশাপাশি, বাথরুমে একটা ছোট জানলা অবশ্যই হওয়া উচিত ৷ আর বাস্তু মতে সেটা হওয়া উচিত পূর্ব, উত্তর অথবা পশ্চিম প্রান্তে ৷

(প্রতিবেদনটি নানা তথ্যের উপর ভিত্তি করে লেখা ৷ বিশদে জানতে কোনও বাস্তু বিশেষজ্ঞের পরামর্শ নিন ৷)

হায়দরাবাদ: আমাদের চারপাশে পজিটিভি অ্যানার্জি যেমন রয়েছে নেগেটিভ অ্যানার্জিও রয়েছে ৷ পজিটিভ অ্যানার্জি ঘরে সুখ-শান্তি বজায় রাখে ৷ নেগেটিভ অ্যানার্জি তৈরি করে একাধিক বাধা বিপত্তি ৷ বাস্তুশাস্ত্র মতে অনেক সময় নিজেদের অজান্তেই আমরা নেগেটিভ অ্যানার্জির সোর্স বুঝতে পারি না ৷ বেশ কিছু বিষয়ে একটু নজর দিলেই বোঝা যাবে ঘরে কোন অ্যানার্জি কাজ করছে ৷

ঘরে অসুখ-বিসুখ লেগেই থাকা, হওয়া কাজে বাধা পাওয়া, কেরিয়ারে সাফল্য না পাওয়া, ঘরে সারাক্ষণ ঝগড়া-অশান্তি, খিটখিটে মনমেজাজ, এই রকম ছোটখাটো একাধিক বিষয় যদি আমাদের সঙ্গে ঘটতে থাকে বুঝতে হবে, কিছু একটা ভুল হচ্ছে ৷ এই সকল নেগেটিভ অ্যানার্জির একটা বড় সোর্স হতে পারে আপনার বাড়ির বাথরুম ৷ নিজেদের অজান্তেই এমন কিছু আমরা করে থাকি, যা বাথরুমে নেগেটিভ অ্যানার্জি তৈরি করে ৷ অথবা বাথরুম বাস্তু মতে ঠিক জায়গায় তৈরি না হলেও তা নেগেটিভ অ্যানার্জির সোর্স হয়ে থাকে ৷

প্রথমেই জানা দরকার, বাথরুম সবসময় হওয়া উচিত উত্তর দিকে অথবা উত্তর পশ্চিম দিকে ৷ কখনই দক্ষিণ, দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ-পশ্চিম প্রান্তে বাথরুম তৈরি করা বাস্তু মতে সঠিক স্থান নয় ৷ শুধু তাই নয়, বাস্তু মতে বাথরুম কখনই রান্নাঘরের সোজাসুজি হওয়া ঠিক নয় ৷ পাশাপাশি টয়লেট সিট হওয়া উচিত পশ্চিম অথবা উত্তর-পশ্চিম প্রান্তে ৷

*বাথরুমকে নেগেটিভ অ্যানার্জি থেকে মুক্ত করার কিছু বাস্তু টিপস*

  • বাথরুমের ভিতরে বালতি বা গামলা যাই থাকুক, তা সবসময় ভরে রাখতে হবে ৷ যদি তা ভরা না থাকে তবে সেটি উলটে রাখতে হবে ৷ এর ফলে ঘরে সমৃদ্ধি বজায় থাকে ৷
  • বাথরুমে নীল রং বাস্তুমতে খুবই ভালো ৷ যদি বাথরুম নীল রঙের না হয়ে থাকে, তাহলে এই রঙের কোনও বালতি বা গামলা ব্যবহার করুন ৷
Vastu for Bathroom
গোল আয়না বাথরুমে রাখা উচিত নয়
  • বাথরুমের সোজাসুজি বাইরে আয়না লাগানো কখনই উচিত নয় ৷ এমন হয়ে থাকলে নেগেটিভ অ্যানার্জি আয়নার মাধ্যমে ঘরে ছড়িয়ে পড়ে ৷
  • বাস্তু আরও বলে, বাথরুমে আয়না লাগালে তা স্থাপন করা উচিত উত্তর অথবা পূর্ব দিকের দেওয়ালে ৷ আয়নার শেপ হওয়া উচিত বর্গক্ষেত্র অথবা আয়তক্ষেত্রর মতো ৷ বৃত্তাকার বা গোল আয়না বাস্তু মতে বাথরুমে স্থাপন করা ঠিক নয় ৷
  • এই ভুলটা প্রায়শই হয়ে থাকে ৷ বাথরুমের দরজা অনেকেই খুলে রাখেন ৷ সেটা একদমই উচিত নয় ৷ বাথরুমের দরজা খোলা রাখা মানে নেগেটিভ অ্যানার্জির কারণে কেরিয়ারে নানা বাধা বিপত্তি আসতে থাকে ৷
Vastu for Bathroom
বাথরুমে ট্যাপ খুলে রাখা ঠিক নয়
  • খেয়াল রাখতে হবে বাথরুমের ট্যাপ বা নলের দিকেও ৷ তা যেন ভাঙা না হয় ৷ যদি ট্যাপ থেকে সবসময় জল পড়তে থাকে, তাহলে খেয়াল করে দেখবেন, আপনার টাকাও জলের মতো খরচ হচ্ছে ৷ পাশাপাশি বাথরুম সবসময় পরিষ্কার রাখা উচিত ৷ ব্যবহারের পর যেন জল জমে না থাকে, সেই দিকে নজর দেওয়া উচিত ৷

আরও পড়ুন: নিত্যদিন অশান্তি-অসুখ, বাস্তুমতে ঘরে ডাস্টবিন ঠিক জায়গায় আছে তো ?

  • বাথরুমের সুইচবোর্ড দক্ষিণ পূর্ব অভিমুখে করা ভাল ৷ পাশাপাশি, বাথরুমে একটা ছোট জানলা অবশ্যই হওয়া উচিত ৷ আর বাস্তু মতে সেটা হওয়া উচিত পূর্ব, উত্তর অথবা পশ্চিম প্রান্তে ৷

(প্রতিবেদনটি নানা তথ্যের উপর ভিত্তি করে লেখা ৷ বিশদে জানতে কোনও বাস্তু বিশেষজ্ঞের পরামর্শ নিন ৷)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.