হায়দরাবাদ : মায়ের বুকের দুধ নবজাতকদের জন্য যে পুষ্টির সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উৎস, সুপ্রাচীনকাল ধরে এ বিষয়ে কোনও দ্বিমত নেই গবেষকদের ৷ শুধু তাই নয়, নির্দিষ্ট কিছু রোগ-সৃষ্টিকারী ব্যাকটেরিয়া বা ভাইরাসের প্রকোপ থেকে বাঁচার জন্য় মাকে যে টিকা দেওয়া হয় সেই অ্যান্টিবডিগুলিও মায়ের দুধের মাধ্যমেই শিশুর দেহে পৌঁছয় । এখন ওয়েইল কর্নেল মেডিসিনের গবেষকদের একটি নতুন প্রি-ক্লিনিক্যাল গবেষণা থেকে জানা গিয়েছে যে অ্যান্টিবডিগুলির একটি নির্দিষ্ট সেট যা প্রাকৃতিকভাবে অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার গুলির মাধ্যমেই প্ররোচিত হয় এবং তা মায়ের বুকের দুধের মাধ্যমে শিশুর শরীরে সংবাহিত হয়, যা শিশুদের সংক্রমণজনিত রোগ বা ডায়রিয়া জাতীয় অসুস্থতা থেকে রক্ষা করতে সাহায্য় করে ৷ গবেষণায় পরামর্শ দেওয়া হয়েছে যে মায়েদের মধ্যে এই 'প্রাকৃতিক' অ্যান্টিবডিগুলিকে বৃদ্ধি করলেই ব্যাকটেরিয়াজনিত রোগ-জীবাণুগুলির বিরুদ্ধে শিশুদের প্রতিরোধ ক্ষমতা বাড়বে ৷
সায়েন্স ইমিউনোলজি-তে প্রকাশিত এই গবেষণায়, গবেষকরা আইজিজি(IgG) নামক একটি অ্যান্টিবডির উপর জোর দিয়েছেন যা শরীরকে সংক্রামক ব্যাকটেরিয়া এবং ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে এবং এদের প্রকোপ থেকে মুক্তি পেতে সাহায্য় করে (IgG Antibodies in Breast Milk)। প্রাকৃতিকভাবে গুট ব্যাকটেরিয়া বা অন্ত্রের ব্যাক্টেরিয়াগুলি আইজিজি অ্যান্টিবডিগুলিকে প্ররোচিত করে ৷ তবে তা যে শিশুর অন্ত্রের রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রভাবিত করে এতদিন সে সম্পর্কে খুব কমই জানা ছিল গবেষকদের । তদন্তকারীরা এই পরীক্ষার জন্য় একটি মাউস মডেল ব্যবহার করেছিলেন ৷ এটি দেখায় কীভাবে এই আইজিজি অ্যান্টিবডিগুলি মায়ের রক্ত থেকে তার বুকের দুধে সংবাহিত হয় এবং কীভাবে তারা ইঁদুরকে সিট্রোব্যাক্টর রোডেন্টিয়াম (মানুষের ক্ষেত্রে এই রোগ প্যাথোজেনিক ই. কোলির সমতুল্য) রোগ থেকে রক্ষা করে ।
পেডিয়াট্রিক্সের ইমিউনোলজির পেডিয়াট্রিক্স বিভাগের সহকারী অধ্যাপক এবং গেলের সদস্য তথা এই গবেষণার প্রধান লেখকদের অন্যতম ডক্টর মেলোডি জেং বলেন, "আমরা দেখেছি আইজিজি অ্যান্টিবডিগুলি শিশুদের মধ্যে অন্ত্রের সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়িয়েছে ৷ সুতরাং এইভাবে আমরা শিশুর সুরক্ষার বিষয়টি আরও বাড়াতে পারি ৷"
কোভিডের বিরুদ্ধে মায়ের শরীরে তৈরি হওয়া অ্য়ান্টিবডি যেমন মায়ের বুকের দুধের মাধ্যমে সংবাহিত হয় বাচ্চার দেহে তেমনই এক্ষেত্রেও আইজিজি অ্য়ান্টিবডির পরিমাণ বাড়িয়ে বাচ্চাকে আরও বেশি সুরক্ষিত করা যায় কি না, তার রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়ানো যায় কি না, তা দেখতে চেয়েছিলেন গবেষকরা ৷ এর জন্য় গুট ব্যাকটেরিয়ার মাধ্যমে একটি ভ্য়াকসিনও তৈরি করা হয় এবং গর্ভবতী ইঁদুরদের ওপর তার প্রয়োগও করা হয় ৷
ডক্টর জেং বলেন, "ঠিক একইভাবে, টিকা মায়েদের শরীরের আইজিজি অ্যান্টিবডির মাত্রা বাড়াবে এবং এটি শিশুদের মধ্যেও সংবাহিত হবে, যা শিশুদের প্রাণ রক্ষা করতে পারে ৷" তিনি জানান প্রো-ম্যাচিওর শিশুদের জন্য় এটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এদের ডায়রিয়া জাতীয় রোগের সম্ভবনা খুবই বেশি থাকে ৷ 'হু' বলছে ডায়রিয়া জনিত রোগের কারণে যে সংখ্য়ক নবজাতকের মৃত্যু হয় তা বিশ্বে দ্বিতীয় সর্বোচ্চ ৷ তাই এই রোগ থেকে মুক্তি দিতেই পারে এই আইজিজি অ্য়ান্টিবডি ৷
আরও পড়ুন: চিকিৎসকের পরামর্শ ছাড়া ভায়াগ্রা ব্যবহার হতে পারে মারাত্মক ক্ষতিকর
এতে শুধু যে স্বল্পমেয়াদী লাভ হয় তা কিন্তু নয় ৷ গবেষকরা দেখেছেন যে সমস্ত শিশুর মধ্য়ে এই অ্যান্টিবডি এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সঠিক ভাবে গড়ে পরবর্তী ক্ষেত্রে প্রদাহ সংক্রান্ত রোগের ঝুঁকি কমেছে ৷ কারণ এর ফলে IL-17 নামক একটি প্রোইনফ্ল্যামেটরি সাইটোকাইন তৈরি হয় যা এধরণের রোগের ঝুঁকি কমাতে সাহায্য় করে ৷