ETV Bharat / sukhibhava

Glowing Skin with Raw Milk: চটজলদি ত্বকের জেল্লা বাড়াতে এই নিয়মগুলি মেনে ব্যবহার করুন কাঁচা দুধ - raw milk

কাঁচা দুধ ত্বকের যত্নে ভীষণ উপকারী । তৈলাক্ত ত্বক হোক বা শুষ্ক, কাঁচা দুধ দিয়ে ত্বকের উজ্জ্বলভাব ধরে রাখা সম্ভব । ফেসপ্যাকে ব্যাবহার ছাড়াও আরও নানান উপায়ে ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন কাঁচা দুধ । চটজলদি ত্বকে গ্লো আনতে জেনে নিন উপায় ।

Glowing Skin with Raw Milk
কাঁচা দুধে বাড়ান ত্বকের জেল্লা
author img

By

Published : Jul 27, 2023, 5:26 PM IST

হায়দরাবাদ: উজ্জ্বল ত্বক সকলেই চান । সৌন্দর্য ধরে রাখতে নানা উপায় গ্রহণ করা হয় । বাজারজাত একাধিক দ্রব্য ত্বকের যত্নের জন্য পাওয়া যায় তবে হাতের কাছে যদি কাঁচা দুধ থাকে তাহলে আর কিছু দরকার পড়ে না । কারণ এই একটা জিনিসই ত্বকের অনেক সমস্যার সমাধান করে দিতে পারে । এক নজরে দেখে নেওয়া যাক, কাঁচা দুধ কোন কোন উপায়ে ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন ।

কাঁচা দুধ ক্লিনজার হিসাবে: উজ্জ্বল ত্বক পেতে কাঁচা দুধের জুড়ি মেলা ভার । ক্লিনজার হিসাবে ব্যবহার করুন কাঁচা দুধ । প্রথমে উষ্ণ জলে মুখ ধুয়ে নিন । এরপর কাঁচা দুধ সার্কুলার মোশনে মুখে ম্যাসাজ করুন । মৃত কোষ তুলে ত্বক পরিষ্কার করে দুধ । এরপর ঠান্ডা জলে মুখ ধুয়ে ট্যাপ করে মুখ মুছে নিন । ফল পাবেন হাতেনাতে ।

Glowing Skin with Raw Milk
ত্বকের যত্নে কাঁচা দুধ

কাঁচা দুধের ফেসপ্যাক: যে কোনও রকমের ফেসপ্যাকে কাঁচা দুধ ব্যবহার করতে পারেন । এছাড়াও মধু ও গোলাপজলের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে তা মুখে, গলায় ও ঘাড়ে মেখে নিন । চোখের চারপাশে ব্যবহার করবেন না । রেখে দিন 15 থেকে 20 মিনিট । ঠান্ডা জলে ধুয়ে ফেলুন । তৎক্ষণাৎই উজ্জ্বল হয়ে উঠবে মুখ ।

কাঁচা দুধ ও হলুদ: হলুদে অ্যান্টি-ইনফ্লেমাটরি ও অ্যান্টি অক্সিডেন্ট থাকায় ত্বক উজ্জ্বল করতে সহায়তা করে । এক চিমটে গুঁড়ো হলুদের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। এরপর মুখের চারপাশে মাখিয়ে রেখে দিন 15-20 মিনিট। মুখ ধুয়ে ফেলুন উষ্ণ জলে।

Glowing Skin with Raw Milk
কাঁচা দুধ ও হলুদ

টোনার হিসাবে কাঁচা দুধ: ত্বক টানটান রাখতেও কাঁচা দুধ উপকারী । একটি তুলোয় ঠান্ডা কাঁচা দুধ ড্যাব করুন মুখে ও গলায় । এর ফলে ত্বক হাইড্রেটেড হবে ও টোনিংয়ের কাজও করবে ।

কাঁচা দুধ ও ওটমিল স্ক্রাব: ওটমিলের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে স্ক্রাব বানি.য়ে ব্যবহার করুন। সার্কুলার মোশনে ম্যাসাজ করে কিছুক্ষণ রেখে তারপর ধুয়ে ফেলুন । চটজলদি উপকার পাবেন ।

Glowing Skin with Raw Milk
কাঁচা দুধে লুকিয়ে সৌন্দর্যের চাবিকাঠি

কাঁচা দুধ ও জাফরান : কাঁচাদুধে জাফরান মিশিয়ে সারা রাত রেখে দিন । সকালে জাফরান দুধ থেকে আলাদা করে নিন । এরপর দুধ অ্যাপ্লাই করুন মুখমণ্ডলের চারপাশে । 10-15 মিনিট রেখে দিন । তারপর ধুয়ে ফেলুন । ফল পাবেন হাতে নাতে ।

(প্রতিবেদনটি সাধারণ তথ্যের উপর নির্ভর করে তৈরি । বিশদে জানতে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন ।)

হায়দরাবাদ: উজ্জ্বল ত্বক সকলেই চান । সৌন্দর্য ধরে রাখতে নানা উপায় গ্রহণ করা হয় । বাজারজাত একাধিক দ্রব্য ত্বকের যত্নের জন্য পাওয়া যায় তবে হাতের কাছে যদি কাঁচা দুধ থাকে তাহলে আর কিছু দরকার পড়ে না । কারণ এই একটা জিনিসই ত্বকের অনেক সমস্যার সমাধান করে দিতে পারে । এক নজরে দেখে নেওয়া যাক, কাঁচা দুধ কোন কোন উপায়ে ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন ।

কাঁচা দুধ ক্লিনজার হিসাবে: উজ্জ্বল ত্বক পেতে কাঁচা দুধের জুড়ি মেলা ভার । ক্লিনজার হিসাবে ব্যবহার করুন কাঁচা দুধ । প্রথমে উষ্ণ জলে মুখ ধুয়ে নিন । এরপর কাঁচা দুধ সার্কুলার মোশনে মুখে ম্যাসাজ করুন । মৃত কোষ তুলে ত্বক পরিষ্কার করে দুধ । এরপর ঠান্ডা জলে মুখ ধুয়ে ট্যাপ করে মুখ মুছে নিন । ফল পাবেন হাতেনাতে ।

Glowing Skin with Raw Milk
ত্বকের যত্নে কাঁচা দুধ

কাঁচা দুধের ফেসপ্যাক: যে কোনও রকমের ফেসপ্যাকে কাঁচা দুধ ব্যবহার করতে পারেন । এছাড়াও মধু ও গোলাপজলের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে তা মুখে, গলায় ও ঘাড়ে মেখে নিন । চোখের চারপাশে ব্যবহার করবেন না । রেখে দিন 15 থেকে 20 মিনিট । ঠান্ডা জলে ধুয়ে ফেলুন । তৎক্ষণাৎই উজ্জ্বল হয়ে উঠবে মুখ ।

কাঁচা দুধ ও হলুদ: হলুদে অ্যান্টি-ইনফ্লেমাটরি ও অ্যান্টি অক্সিডেন্ট থাকায় ত্বক উজ্জ্বল করতে সহায়তা করে । এক চিমটে গুঁড়ো হলুদের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। এরপর মুখের চারপাশে মাখিয়ে রেখে দিন 15-20 মিনিট। মুখ ধুয়ে ফেলুন উষ্ণ জলে।

Glowing Skin with Raw Milk
কাঁচা দুধ ও হলুদ

টোনার হিসাবে কাঁচা দুধ: ত্বক টানটান রাখতেও কাঁচা দুধ উপকারী । একটি তুলোয় ঠান্ডা কাঁচা দুধ ড্যাব করুন মুখে ও গলায় । এর ফলে ত্বক হাইড্রেটেড হবে ও টোনিংয়ের কাজও করবে ।

কাঁচা দুধ ও ওটমিল স্ক্রাব: ওটমিলের সঙ্গে কাঁচা দুধ মিশিয়ে স্ক্রাব বানি.য়ে ব্যবহার করুন। সার্কুলার মোশনে ম্যাসাজ করে কিছুক্ষণ রেখে তারপর ধুয়ে ফেলুন । চটজলদি উপকার পাবেন ।

Glowing Skin with Raw Milk
কাঁচা দুধে লুকিয়ে সৌন্দর্যের চাবিকাঠি

কাঁচা দুধ ও জাফরান : কাঁচাদুধে জাফরান মিশিয়ে সারা রাত রেখে দিন । সকালে জাফরান দুধ থেকে আলাদা করে নিন । এরপর দুধ অ্যাপ্লাই করুন মুখমণ্ডলের চারপাশে । 10-15 মিনিট রেখে দিন । তারপর ধুয়ে ফেলুন । ফল পাবেন হাতে নাতে ।

(প্রতিবেদনটি সাধারণ তথ্যের উপর নির্ভর করে তৈরি । বিশদে জানতে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন ।)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.