ETV Bharat / sukhibhava

Care of Home Plants: বাড়িতে গাছ থাকলে বর্ষায় অতিরিক্ত যত্ন নিন - বর্ষায় বাড়ির গাছের যত্ন নেবেন কীভাবে

বাড়িতে বাগান থাকলে বা বারান্দায় গাছ থাকলে বর্ষাকালে তার পরিচর্যা আলাদা হওয়া উচিত ৷ অতিরিক্ত জল গাছের গোড়ায় জমলে বা ভাইরাস-ব্যাকটেরিয়া গাছে আক্রমণ করলে কী করতে হবে জেনে নিন ৷

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By

Published : Aug 6, 2023, 1:11 PM IST

হায়দরাবাদ: বর্ষাকাল হল এমন একটা সময় যখন গাছপালা অনেক জন্মায় ৷ বর্ষাকালে সবুজ চারায় ভরে যায় আশপাশ ৷ সমস্ত গাছপালায় বর্ষায় ভালোভাবে বেড়ে ওঠে ৷ কারণ এই সময় গাছ তার সর্বাধিক পুষ্টি ও আর্দ্রতা পায় ৷ সবুজে ভরে ওঠে চারিদিক ৷ ফল ও ফুল উৎপন্ন হয় কারণ এই সময় গাছ মাটি থেকে বেশি পরিমাণে জল ও খনিজ পদার্থ শোষণ করে ৷ তবে অনেক সময় বর্ষাকালে ভারী বৃষ্টিতে গাছের গোড়ায় জল জমে গোড়া পচে যায় ৷ তাই এই সময় গাছে প্রয়োজনের তুলনায় বেশি জল দেওয়া উচিত নয় ৷ এছাড়াও বর্ষাকালে গাছের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ তাতে গাছের বৃদ্ধি, স্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিত করে ৷ দেখে নিন কীভাবে বর্ষায় গাছের বাড়তি যত্ন নেওয়া উচিত ৷

টবের উপর-নীচের মাটি মিশিয়ে নিন

গাছের গোড়ায় দেওয়া জল দ্রুত টেনে না নিলে টবে শ্যাওলা জন্মাতে শুরু করে ৷ তাই মাটির জল শোষণ উন্নত করতে টবের মাটি খুঁড়ে তা ঝড়ঝড়ে করে নিতে হবে ৷ উপর আর নীচের মাটি একসঙ্গে মিশিয়ে মাটিটা আলগা করে নিতে হবে ৷

গাছে সার দিন

কখনও কখনও ভারী বৃষ্টিপাতের ফলে গাছপালা পুষ্টি হারাতে পারে ৷ তাই এই সময় অল্প পরিমাণে জৈব সার দিন গাছের গোড়ায় ৷ এই সার থেকে গাছরা প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে ৷

গাছের গোড়া জলমগ্ন হতে দেবেন না

গাছের বৃদ্ধির জন্য শিকড়ের বাতাসের প্রয়োজন ৷ গাছের গোড়ায় বেশি জল জমলে শিকড়ে বাতাস চলাচল করতে পারে না ৷ এর ফলে গাছ নষ্ট হয়ে যেতে পারে ৷ গাছের গোড়ায় জলা জমা বন্ধ করতে দেখুন মাটি থেকে জল ভালোভাবে নিষ্কাশিত হয়েছে কি না ৷ বাগান থেকে অতিরিক্ত জল সরিয়ে ফেলুন ৷ উপরের মাটি শুকিয়ে গেলে বা পাতা ঝড়ে গেলে তবে গাছে জল দিন ৷

দুর্বল বা নুইয়ে পড়া গাছগুলি রক্ষা করুন

অনেক গাছের বৃদ্ধির জন্য বাড়তি যত্ন প্রয়োজন হয় ৷ বর্ষাকালে এই কথাটি বিশেষভাবে সত্য ৷ ভারী বৃষ্টি, জোরালো বাতাস ও বজ্রবিদ্যুৎ গাছের ক্ষতি করতে পারে ৷ সূক্ষ্ম গাছগুলিকে বাঁচাতে তা শক্ত কিছুতে বেঁধে, জাল দিয়ে ঢেকে বা বাড়ির ভিতরে নিয়ে আসুন ৷

গাছের স্বাস্থ্যের দিকে নজর রাখুন

বর্ষাকালে ছত্রাক, ব্যাকটেরিয়া ও ভাইরাসের মতো রোগজীবাণু গাছে আক্রমণ করতে পারে ৷ যার ফলে পাতা ও কাণ্ড পচে বা ক্ষয়ে যেতে পারে ৷ গাছপালা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন ৷ সংক্রমিত অংশগুলি ছেঁটে ফেলুন ৷ রোগ ছড়িয়ে পড়া আটকাতে ক্ষতিগ্রস্ত জায়গাগুলি ছেঁটে ফেলে দিন ৷

আরও পড়ুন : বাঁশ গাছ ঘরে সৌভাগ্য নিয়ে আসে ! জেনে নিন এর উপকারিতা

হায়দরাবাদ: বর্ষাকাল হল এমন একটা সময় যখন গাছপালা অনেক জন্মায় ৷ বর্ষাকালে সবুজ চারায় ভরে যায় আশপাশ ৷ সমস্ত গাছপালায় বর্ষায় ভালোভাবে বেড়ে ওঠে ৷ কারণ এই সময় গাছ তার সর্বাধিক পুষ্টি ও আর্দ্রতা পায় ৷ সবুজে ভরে ওঠে চারিদিক ৷ ফল ও ফুল উৎপন্ন হয় কারণ এই সময় গাছ মাটি থেকে বেশি পরিমাণে জল ও খনিজ পদার্থ শোষণ করে ৷ তবে অনেক সময় বর্ষাকালে ভারী বৃষ্টিতে গাছের গোড়ায় জল জমে গোড়া পচে যায় ৷ তাই এই সময় গাছে প্রয়োজনের তুলনায় বেশি জল দেওয়া উচিত নয় ৷ এছাড়াও বর্ষাকালে গাছের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ তাতে গাছের বৃদ্ধি, স্বাস্থ্য ও সুস্থতা নিশ্চিত করে ৷ দেখে নিন কীভাবে বর্ষায় গাছের বাড়তি যত্ন নেওয়া উচিত ৷

টবের উপর-নীচের মাটি মিশিয়ে নিন

গাছের গোড়ায় দেওয়া জল দ্রুত টেনে না নিলে টবে শ্যাওলা জন্মাতে শুরু করে ৷ তাই মাটির জল শোষণ উন্নত করতে টবের মাটি খুঁড়ে তা ঝড়ঝড়ে করে নিতে হবে ৷ উপর আর নীচের মাটি একসঙ্গে মিশিয়ে মাটিটা আলগা করে নিতে হবে ৷

গাছে সার দিন

কখনও কখনও ভারী বৃষ্টিপাতের ফলে গাছপালা পুষ্টি হারাতে পারে ৷ তাই এই সময় অল্প পরিমাণে জৈব সার দিন গাছের গোড়ায় ৷ এই সার থেকে গাছরা প্রয়োজনীয় পুষ্টি সংগ্রহ করে ৷

গাছের গোড়া জলমগ্ন হতে দেবেন না

গাছের বৃদ্ধির জন্য শিকড়ের বাতাসের প্রয়োজন ৷ গাছের গোড়ায় বেশি জল জমলে শিকড়ে বাতাস চলাচল করতে পারে না ৷ এর ফলে গাছ নষ্ট হয়ে যেতে পারে ৷ গাছের গোড়ায় জলা জমা বন্ধ করতে দেখুন মাটি থেকে জল ভালোভাবে নিষ্কাশিত হয়েছে কি না ৷ বাগান থেকে অতিরিক্ত জল সরিয়ে ফেলুন ৷ উপরের মাটি শুকিয়ে গেলে বা পাতা ঝড়ে গেলে তবে গাছে জল দিন ৷

দুর্বল বা নুইয়ে পড়া গাছগুলি রক্ষা করুন

অনেক গাছের বৃদ্ধির জন্য বাড়তি যত্ন প্রয়োজন হয় ৷ বর্ষাকালে এই কথাটি বিশেষভাবে সত্য ৷ ভারী বৃষ্টি, জোরালো বাতাস ও বজ্রবিদ্যুৎ গাছের ক্ষতি করতে পারে ৷ সূক্ষ্ম গাছগুলিকে বাঁচাতে তা শক্ত কিছুতে বেঁধে, জাল দিয়ে ঢেকে বা বাড়ির ভিতরে নিয়ে আসুন ৷

গাছের স্বাস্থ্যের দিকে নজর রাখুন

বর্ষাকালে ছত্রাক, ব্যাকটেরিয়া ও ভাইরাসের মতো রোগজীবাণু গাছে আক্রমণ করতে পারে ৷ যার ফলে পাতা ও কাণ্ড পচে বা ক্ষয়ে যেতে পারে ৷ গাছপালা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন ৷ সংক্রমিত অংশগুলি ছেঁটে ফেলুন ৷ রোগ ছড়িয়ে পড়া আটকাতে ক্ষতিগ্রস্ত জায়গাগুলি ছেঁটে ফেলে দিন ৷

আরও পড়ুন : বাঁশ গাছ ঘরে সৌভাগ্য নিয়ে আসে ! জেনে নিন এর উপকারিতা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.