ETV Bharat / sukhibhava

Effects Of Vaccination : হৃদপিণ্ডের জন্য় অন্যান্য ভ্যাকসিনের থেকে কম ঝুঁকিপূর্ণ কোভিড ভ্য়াকসিন - Effects Of Vaccination

কোভিড 19 টিকা হৃদপিণ্ডের প্রদাহ সৃষ্টি করে কি না? তার ফলে কতটা বাড়ে মায়োপারিকার্ডাইটিসের ঝুঁকি ? জানালেন গবেষকরা (Risk of Heart inflammation following COVID vaccination) ৷

Effects Of Vaccination
হৃদপিণ্ডের জন্য় অন্যান্য ভ্যাকসিনের থেকে কম ঝুঁকিপূর্ণ কোভিড ভ্য়াকসিন
author img

By

Published : Apr 12, 2022, 5:44 PM IST

হায়দরাবাদ: কোভিড 19 টিকা হৃদপিণ্ডের প্রদাহ সৃষ্টি করে কি না? সম্প্রতি এই সংক্রান্ত একটি গবেষণায় যে তথ্য উঠে এল, তা অত্যন্ত আশাব্যাঞ্জক ৷ এই গবেষণা এটাই প্রমাণ করে যে, যাঁরা ভ্যাকসিন নিয়েছেন তাঁদের তুলনায় যাঁরা ভ্যাকসিন নেননি তাঁদের মায়োপারিকার্ডাইটিসের ঝুঁকি বেশি ৷ ইনফ্লুয়েঞ্জা এবং গুটিবসন্তের মতো অন্যান্য রোগের টিকা দেওয়ার পর মায়োপারিকার্ডাইটিসের ঝুঁকি কতখানি থাকে এবং কোভিড টিকা নেওয়ার পর ঝুঁকি কতখানি থাকে, তাও বিশ্লেষণ করে দেখেছেন গবেষকরা (Risk of Heart inflammation following COVID vaccination)৷

বিশেষজ্ঞরা প্রায় 400 মিলিয়নেরও বেশি টিকার ডোজের ডেটাবেস দেখেছেন ৷ পরিসংখ্যানে মায়োপারিকার্ডাইটিসে আক্রান্ত হওয়ার সংখ্যায় কোনও বড় পরিবর্তন দেখা যায়নি ৷ কোভিড টিকার ক্ষেত্রে প্রতি মিলিয়ন ডোজে 18টি কেস পাওয়া গেছে ৷ আর অন্য় টিকার ক্ষেত্রে মিলিয়ন ডোজে এই সংখ্য়াটি থাকে 56 ৷ সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালের অন্যতম গবেষক কোলেনগোড রামানাথন বলেছেন, "আমাদের গবেষণায় দেখা গিয়েছে মায়োপারিকার্ডাইটিসের সামগ্রিক ঝুঁকি কোভিডের বিরুদ্ধে নতুন অনুমোদিত টিকাগুলির জন্য যতটুকু, অন্যান্য রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিনগুলির তুলনায় তা তেমন আলাদা কিছু নয় ।" তিনি এও জানান যে, মানুষের মধ্য়ে এই নিয়ে সচেতনতা বৃদ্ধি একান্ত প্রয়োজন ৷

কিছু কিছু ক্ষেত্রে মায়োপেরিকার্ডাইটিস গুরুতর স্থায়ী হার্টের ক্ষতির কারণ হতে পারে ৷ এটি প্রায়শই ভাইরাস দ্বারা সৃষ্ট হয় । তবে কোনও কোনও ক্ষেত্রে টিকা দেওয়ার পরেও ঘটতে পারে । এমআরএনএ-ভিত্তিক কোভিড টিকা দেওয়ার পরে মায়োপেরিকার্ডাইটিসের রিপোর্ট পাওয়া গিয়েছে ৷ বিশেষ করে কিশোর এবং তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে ৷ এর জন্য প্রায় কুড়িটি গবেষণাপত্র ঘেঁটেছেন গবেষকরা । যাতে বিশ্লেষণ করে দেখানো হয়েছে, কোনও ভ্যাকসিনের ক্ষেত্রে মায়োপেরিকার্ডাইটিসের ঝুঁকি কতখানি ৷ 1947 সাল থেকে 2021 সাল অবধি বিভিন্ন ভ্যাকসিন নিয়ে এখানে আলোচনা করেছেন তাঁরা ৷

গবেষকরা বলেছেন, কোভিড টিকাগুলির মধ্যে, যারা এমআরএনএ ভ্যাকসিন নিয়েছেন (প্রতি মিলিয়ন ডোজ প্রতি 22.6টি কেস) তাঁদের ঝুঁকি নন-এমআরএনএ ভ্যাকসিন গ্রাহকদের (প্রতি মিলিয়ন ডোজ প্রতি 7.9টি কেস) তুলনায় অনেকটা বেশি । এই ধরনের রোগের ঘটনা 30 বছরের কমবয়সি ব্যক্তিদের মধ্যেই সবচেয়ে বেশি ছিল (প্রতি মিলিয়ন ডোজ প্রতি 40.9 টি কেস) ৷ বিশেষত পুরুষদের ক্ষেত্রে এই হার ছিল আরও বেশি (প্রতি মিলিয়ন ডোজে 23টি কেস) ৷ একইসঙ্গে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের ক্ষেত্রেও এর ব্যাতিক্রম দেখা যায়নি (প্রতি মিলিয়ন ডোজে 31.1টি কেস)।

আরও পড়ুন : পারকিনসন্স থেকে বাঁচতে সাহায্য় করতে পারে স্বাস্থ্যকর খাবার, ব্যায়াম

গবেষণার অন্যতম লেখক জ্যোতি সোমানি জানান, যে কোনও টিকার ফলে তার পার্শ্ব প্রতিক্রিয়ায় হৃদপিণ্ডের প্রদাহ সৃষ্টি হতে পারে এবং পরে তা মায়োপারিকার্ডাইটিসের কারণ হতে পারে । এক্ষেত্রে কোভিড টিকা কিছুই আলাদা নয় ৷ তিনি এও জানান, টিকার কারণে যে ক্ষতি হতে পারে, তার থেকে এর গুণ অনেক বেশি ৷

হায়দরাবাদ: কোভিড 19 টিকা হৃদপিণ্ডের প্রদাহ সৃষ্টি করে কি না? সম্প্রতি এই সংক্রান্ত একটি গবেষণায় যে তথ্য উঠে এল, তা অত্যন্ত আশাব্যাঞ্জক ৷ এই গবেষণা এটাই প্রমাণ করে যে, যাঁরা ভ্যাকসিন নিয়েছেন তাঁদের তুলনায় যাঁরা ভ্যাকসিন নেননি তাঁদের মায়োপারিকার্ডাইটিসের ঝুঁকি বেশি ৷ ইনফ্লুয়েঞ্জা এবং গুটিবসন্তের মতো অন্যান্য রোগের টিকা দেওয়ার পর মায়োপারিকার্ডাইটিসের ঝুঁকি কতখানি থাকে এবং কোভিড টিকা নেওয়ার পর ঝুঁকি কতখানি থাকে, তাও বিশ্লেষণ করে দেখেছেন গবেষকরা (Risk of Heart inflammation following COVID vaccination)৷

বিশেষজ্ঞরা প্রায় 400 মিলিয়নেরও বেশি টিকার ডোজের ডেটাবেস দেখেছেন ৷ পরিসংখ্যানে মায়োপারিকার্ডাইটিসে আক্রান্ত হওয়ার সংখ্যায় কোনও বড় পরিবর্তন দেখা যায়নি ৷ কোভিড টিকার ক্ষেত্রে প্রতি মিলিয়ন ডোজে 18টি কেস পাওয়া গেছে ৷ আর অন্য় টিকার ক্ষেত্রে মিলিয়ন ডোজে এই সংখ্য়াটি থাকে 56 ৷ সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালের অন্যতম গবেষক কোলেনগোড রামানাথন বলেছেন, "আমাদের গবেষণায় দেখা গিয়েছে মায়োপারিকার্ডাইটিসের সামগ্রিক ঝুঁকি কোভিডের বিরুদ্ধে নতুন অনুমোদিত টিকাগুলির জন্য যতটুকু, অন্যান্য রোগের বিরুদ্ধে ব্যবহৃত ভ্যাকসিনগুলির তুলনায় তা তেমন আলাদা কিছু নয় ।" তিনি এও জানান যে, মানুষের মধ্য়ে এই নিয়ে সচেতনতা বৃদ্ধি একান্ত প্রয়োজন ৷

কিছু কিছু ক্ষেত্রে মায়োপেরিকার্ডাইটিস গুরুতর স্থায়ী হার্টের ক্ষতির কারণ হতে পারে ৷ এটি প্রায়শই ভাইরাস দ্বারা সৃষ্ট হয় । তবে কোনও কোনও ক্ষেত্রে টিকা দেওয়ার পরেও ঘটতে পারে । এমআরএনএ-ভিত্তিক কোভিড টিকা দেওয়ার পরে মায়োপেরিকার্ডাইটিসের রিপোর্ট পাওয়া গিয়েছে ৷ বিশেষ করে কিশোর এবং তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে ৷ এর জন্য প্রায় কুড়িটি গবেষণাপত্র ঘেঁটেছেন গবেষকরা । যাতে বিশ্লেষণ করে দেখানো হয়েছে, কোনও ভ্যাকসিনের ক্ষেত্রে মায়োপেরিকার্ডাইটিসের ঝুঁকি কতখানি ৷ 1947 সাল থেকে 2021 সাল অবধি বিভিন্ন ভ্যাকসিন নিয়ে এখানে আলোচনা করেছেন তাঁরা ৷

গবেষকরা বলেছেন, কোভিড টিকাগুলির মধ্যে, যারা এমআরএনএ ভ্যাকসিন নিয়েছেন (প্রতি মিলিয়ন ডোজ প্রতি 22.6টি কেস) তাঁদের ঝুঁকি নন-এমআরএনএ ভ্যাকসিন গ্রাহকদের (প্রতি মিলিয়ন ডোজ প্রতি 7.9টি কেস) তুলনায় অনেকটা বেশি । এই ধরনের রোগের ঘটনা 30 বছরের কমবয়সি ব্যক্তিদের মধ্যেই সবচেয়ে বেশি ছিল (প্রতি মিলিয়ন ডোজ প্রতি 40.9 টি কেস) ৷ বিশেষত পুরুষদের ক্ষেত্রে এই হার ছিল আরও বেশি (প্রতি মিলিয়ন ডোজে 23টি কেস) ৷ একইসঙ্গে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের ক্ষেত্রেও এর ব্যাতিক্রম দেখা যায়নি (প্রতি মিলিয়ন ডোজে 31.1টি কেস)।

আরও পড়ুন : পারকিনসন্স থেকে বাঁচতে সাহায্য় করতে পারে স্বাস্থ্যকর খাবার, ব্যায়াম

গবেষণার অন্যতম লেখক জ্যোতি সোমানি জানান, যে কোনও টিকার ফলে তার পার্শ্ব প্রতিক্রিয়ায় হৃদপিণ্ডের প্রদাহ সৃষ্টি হতে পারে এবং পরে তা মায়োপারিকার্ডাইটিসের কারণ হতে পারে । এক্ষেত্রে কোভিড টিকা কিছুই আলাদা নয় ৷ তিনি এও জানান, টিকার কারণে যে ক্ষতি হতে পারে, তার থেকে এর গুণ অনেক বেশি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.