ETV Bharat / sukhibhava

Monsoon Clothes Care: বর্ষায় কাপড়কে জীবাণুমুক্ত রাখতে এই টিপসগুলি অনুসরণ করুন - Monsoon Clothes

বর্ষায় সব কিছুরই বাড়তি যত্ন প্রয়োজন ৷ তা হোক ত্বক, চুলের স্বাস্থ্য বা পোশাক । বৃষ্টিতে ভেজার পর জামাকাপড় এভাবে ভিজে থাকলে তাতে দুর্গন্ধ ও জীবাণুর সম্ভাবনা থাকে ৷ তাই এই মরশুমে কাপড়ের যত্ন নিতে এই ব্যবস্থাগুলি মেনে চলুন ।

Monsoon Clothes Care News
বর্ষায় কাপড়ের আর্দ্রতা ও জীবাণু মুক্ত রাখতে এই টিপসগুলি অনুসরণ করুন
author img

By

Published : Jul 3, 2023, 8:07 PM IST

হায়দরাবাদ: বৃষ্টি একদিকে যেমন প্রচণ্ড গরম থেকে রেহাই দেয়, অন্যদিকে এই মরশুমে আর্দ্রতার কারণে জীবাণু ও ব্যাকটেরিয়ার ঝুঁকিও থাকে । এই মরশুমে আপনিও যদি ভেজা কাপড় এভাবে ফেলে রাখেন বা ধোয়ার পর ভালোভাবে না শুকিয়ে আলমারিতে রাখেন, তাহলে জীবাণু ও ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পেতে পারে । আসলে বৃষ্টিতে কাপড়ে বেশি ময়লা এবং জীবাণু জমে এবং এই কাপড়গুলি পরা আপনাকে অসুস্থ করে তুলতে পারে । তাহলে চলুন জেনে নিন, এই মরশুমে কীভাবে পোশাকের যত্ন নেবেন ।

ভেজা কাপড় এভাবে ফেলে দেওয়া উচিত না: বৃষ্টিতে ভিজলে সঙ্গে সঙ্গে যেমন স্নান করা দরকার, তেমনি কাপড় ধোয়াও জরুরি । ভেজা কাপড় ঝুলিয়ে রাখা, লন্ড্রি ব্যাগ বা বালতিতে ফেলে রাখা ঠিক নয় ৷ কারণ এতে কাপড়ে দুর্গন্ধ লেগেই থাকে ৷ এছাড়াও জীবাণু জন্মানোর সম্ভাবনা থাকে ৷ তাই এসব সমস্যা এড়াতে ভেজা কাপড় শুকিয়ে আলমারিতে তুলে রাখুন ৷

আরও পড়ুন: চুল পড়া নিয়ে সমস্যায় থাকলে আম পাতা দিয়ে তৈরি এই হেয়ার মাস্কটি লাগান

কাপড় ভালোভাবে শুকিয়ে নিন: যদি একই সময়ে কাপড় ধোয়া সম্ভব না হয় তাহলে ভালো করে শুকিয়ে নিন এবং যদি ওয়াশিং মেশিনে ধুয়ে থাকেন, তাহলে অবশ্যই ড্রায়ার ব্যবহার করুন । কাপড়গুলি ভালো করে শুকানোর পরই আলমারিতে রাখুন ।

সুগন্ধযুক্ত ডিটারজেন্ট ব্যবহার করুন: বর্ষায় কাপড়ের দুর্গন্ধ দূর করতে সুগন্ধযুক্ত ডিটারজেন্ট ব্যবহার করুন ।

ওয়াশিং মেশিনের ভিতরে পরিষ্কার করুন: সময় সময় ওয়াশিং মেশিন পরিষ্কার করাও প্রয়োজন ৷ যা কাপড়কে পরিষ্কার ও সুগন্ধযুক্ত করে ৷ বিশেষ করে বর্ষায় । এর জন্য ড্রামে কিছু বেকিং পাউডার বা ওয়াশিং মেশিন ক্লিনার রাখুন । এই মেশিনটিকে সাধারণ ওয়াশে সেট করার পরে এটি ওয়াশিং মেশিনটি সঠিকভাবে পরিষ্কার করবে । সেই সঙ্গে দূর্গন্ধও চলে যাবে।

কাপড়ে কর্পূরের ট্যাবলেট রাখুন: বর্ষায় ভেজা কাপড় থেকে আসা গন্ধ দূর করতে আলমারিতে কাপড়ের মাঝে কিছু কর্পূরের ট্যাবলেট রাখুন । যাইহোক আপনি এটি জুতার ব়্যাকেও রাখতে পারেন ।

আরও পড়ুন: ত্বকের অনেক সমস্যায় চা-পাতা উপকারী, ব্যবহারের উপায় জেনে নিন

হায়দরাবাদ: বৃষ্টি একদিকে যেমন প্রচণ্ড গরম থেকে রেহাই দেয়, অন্যদিকে এই মরশুমে আর্দ্রতার কারণে জীবাণু ও ব্যাকটেরিয়ার ঝুঁকিও থাকে । এই মরশুমে আপনিও যদি ভেজা কাপড় এভাবে ফেলে রাখেন বা ধোয়ার পর ভালোভাবে না শুকিয়ে আলমারিতে রাখেন, তাহলে জীবাণু ও ব্যাকটেরিয়া দ্রুত বৃদ্ধি পেতে পারে । আসলে বৃষ্টিতে কাপড়ে বেশি ময়লা এবং জীবাণু জমে এবং এই কাপড়গুলি পরা আপনাকে অসুস্থ করে তুলতে পারে । তাহলে চলুন জেনে নিন, এই মরশুমে কীভাবে পোশাকের যত্ন নেবেন ।

ভেজা কাপড় এভাবে ফেলে দেওয়া উচিত না: বৃষ্টিতে ভিজলে সঙ্গে সঙ্গে যেমন স্নান করা দরকার, তেমনি কাপড় ধোয়াও জরুরি । ভেজা কাপড় ঝুলিয়ে রাখা, লন্ড্রি ব্যাগ বা বালতিতে ফেলে রাখা ঠিক নয় ৷ কারণ এতে কাপড়ে দুর্গন্ধ লেগেই থাকে ৷ এছাড়াও জীবাণু জন্মানোর সম্ভাবনা থাকে ৷ তাই এসব সমস্যা এড়াতে ভেজা কাপড় শুকিয়ে আলমারিতে তুলে রাখুন ৷

আরও পড়ুন: চুল পড়া নিয়ে সমস্যায় থাকলে আম পাতা দিয়ে তৈরি এই হেয়ার মাস্কটি লাগান

কাপড় ভালোভাবে শুকিয়ে নিন: যদি একই সময়ে কাপড় ধোয়া সম্ভব না হয় তাহলে ভালো করে শুকিয়ে নিন এবং যদি ওয়াশিং মেশিনে ধুয়ে থাকেন, তাহলে অবশ্যই ড্রায়ার ব্যবহার করুন । কাপড়গুলি ভালো করে শুকানোর পরই আলমারিতে রাখুন ।

সুগন্ধযুক্ত ডিটারজেন্ট ব্যবহার করুন: বর্ষায় কাপড়ের দুর্গন্ধ দূর করতে সুগন্ধযুক্ত ডিটারজেন্ট ব্যবহার করুন ।

ওয়াশিং মেশিনের ভিতরে পরিষ্কার করুন: সময় সময় ওয়াশিং মেশিন পরিষ্কার করাও প্রয়োজন ৷ যা কাপড়কে পরিষ্কার ও সুগন্ধযুক্ত করে ৷ বিশেষ করে বর্ষায় । এর জন্য ড্রামে কিছু বেকিং পাউডার বা ওয়াশিং মেশিন ক্লিনার রাখুন । এই মেশিনটিকে সাধারণ ওয়াশে সেট করার পরে এটি ওয়াশিং মেশিনটি সঠিকভাবে পরিষ্কার করবে । সেই সঙ্গে দূর্গন্ধও চলে যাবে।

কাপড়ে কর্পূরের ট্যাবলেট রাখুন: বর্ষায় ভেজা কাপড় থেকে আসা গন্ধ দূর করতে আলমারিতে কাপড়ের মাঝে কিছু কর্পূরের ট্যাবলেট রাখুন । যাইহোক আপনি এটি জুতার ব়্যাকেও রাখতে পারেন ।

আরও পড়ুন: ত্বকের অনেক সমস্যায় চা-পাতা উপকারী, ব্যবহারের উপায় জেনে নিন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.