ETV Bharat / sukhibhava

Facebook sees massive drop গত সাতবছরে উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে ফেসবুক ব্যবহার, বলছে সমীক্ষা

রিসার্চ সেন্টারে নতুন এক সমীক্ষায় দেখা গিয়েছে, আমেরিকান কিশোর কিশোরীদের ফেসবুক ব্যবহারের সংখ্যা 71 শতাংশ থেকে কমেছে । 2014 খেকে 2015 সাল পর্যন্ত এখনও 32 শতাংশ (Facebook sees massive drop) ৷

Facebook sees massive drop News
বিগত সাতবছরে কিশোর কিশোরীদের ফেসবুক ব্যবহারে হ্রাস দেখা গিয়েছে
author img

By

Published : Aug 14, 2022, 9:21 PM IST

নয়াদিল্লি, 14 অগস্ট: মার্কিন কিশোর-কিশোরীদের ফেসবুক ব্যবহারের প্রবণতা উল্লেখযোগ্য হারে কমেছে গত সাত বছরে ৷ সেদেশের পিউ রিসার্চ সেন্টারের নয়া এক সমীক্ষায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য ৷ 2014 খেকে 2015 সাল নাগাদ মার্ক জুকেরবার্গের তৈরি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেখানে দেশের 71 শতাংশ কিশোর-কিশোরীর অবাধ যাতায়াত ছিল, তা কমতে কমতে এখন নেমেছে 32 শতাংশে (Facebook sees massive drop) ৷

চিনের শর্ট-ফর্ম ভিডিও প্ল্যাটফর্ম টিকটক সেখানে জনপ্রিয়তার নিরিখে অনেকটা উপরের সারিতে জায়গা করে নিয়েছে ৷ সেদেশে কিশোর-কিশোরীদের মধ্যে জনপ্রিয় ইনস্টাগ্রাম, ফেসবুক এবং স্ন্যাপচ্যাটের মতো প্রথমসারির সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মধ্যে সম্প্রতি একটি সমীক্ষা চালায় পিউ রিসার্চ সেন্টার। প্রায় 67 শতাংশ ছেলেমেয়েরা জানায় তারা কখনও কখনও টিকটক ব্যবহার করে ৷ আর 16 শতাংশ ছেলেমেয়েরা বলে যে তারা এটি নিয়মিত ব্যবহার করে । সমীক্ষায় শীর্ষে জায়গা করে নিয়েছে গুগল অধিকৃত ইউ টিউব ৷

95 শতাংশ ছেলেমেয়ে জানিয়েছে তারা ইউ টিউবে অধিকাংশ সময় ব্যয় করেন ৷ এই সমীক্ষায় টিকটক-এর পরেই রয়েছে ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাট, যে দুটিই 10 জন কিশোর কিশোরীর মধ্যে প্রায় 6 জন ব্যবহার করে থাকেন । এর পরে চতুর্থস্থানে রয়েছে ফেসবুক ৷ সম্প্রতি, ব্যবহারকারীদের ফেসবুকে ফেরাতে 'মেটা'-র সিইও মার্ক জুকারবার্গ রিলসের ব্যবহারে গুরুত্ব দিয়েছেন ৷ সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে, ফেসবুক ইউজারদের মধ্যে রিলস ব্যবহারের প্রবণতাই বেশি ৷

আরও পড়ুন: চাঁদে জলের কণা ? চন্দ্রযান-2-এর জোগাড় করা তথ্যে মিলল ইঙ্গিত

আগের সমীক্ষায় যে দুটি প্লাটফর্মের প্রথম সারিতে জায়গা ছিল, সেই ভাইন এবং গুগল প্লাসের প্রথম সারিতে আর অস্তিত্ব নেই ৷ সমীক্ষাটি বলেছে, "কিশোর এবং কিশোরীদের মধ্যে সোশাল মিডিয়া পছন্দের কিছু উল্লেখযোগ্য ডেমোগ্রাফিক পার্থক্য রয়েছে ৷ উদাহরণস্বরূপ, ছেলেরা মেয়েদের তুলনায় বেশি ইউটিউব, টুইচ এবং রেডিট ব্যবহার করে ৷ সেখানে মেয়েরা টিকটক, ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটেই বেশি স্বাচ্ছন্দ্য ৷"

নয়াদিল্লি, 14 অগস্ট: মার্কিন কিশোর-কিশোরীদের ফেসবুক ব্যবহারের প্রবণতা উল্লেখযোগ্য হারে কমেছে গত সাত বছরে ৷ সেদেশের পিউ রিসার্চ সেন্টারের নয়া এক সমীক্ষায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য ৷ 2014 খেকে 2015 সাল নাগাদ মার্ক জুকেরবার্গের তৈরি এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেখানে দেশের 71 শতাংশ কিশোর-কিশোরীর অবাধ যাতায়াত ছিল, তা কমতে কমতে এখন নেমেছে 32 শতাংশে (Facebook sees massive drop) ৷

চিনের শর্ট-ফর্ম ভিডিও প্ল্যাটফর্ম টিকটক সেখানে জনপ্রিয়তার নিরিখে অনেকটা উপরের সারিতে জায়গা করে নিয়েছে ৷ সেদেশে কিশোর-কিশোরীদের মধ্যে জনপ্রিয় ইনস্টাগ্রাম, ফেসবুক এবং স্ন্যাপচ্যাটের মতো প্রথমসারির সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মধ্যে সম্প্রতি একটি সমীক্ষা চালায় পিউ রিসার্চ সেন্টার। প্রায় 67 শতাংশ ছেলেমেয়েরা জানায় তারা কখনও কখনও টিকটক ব্যবহার করে ৷ আর 16 শতাংশ ছেলেমেয়েরা বলে যে তারা এটি নিয়মিত ব্যবহার করে । সমীক্ষায় শীর্ষে জায়গা করে নিয়েছে গুগল অধিকৃত ইউ টিউব ৷

95 শতাংশ ছেলেমেয়ে জানিয়েছে তারা ইউ টিউবে অধিকাংশ সময় ব্যয় করেন ৷ এই সমীক্ষায় টিকটক-এর পরেই রয়েছে ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাট, যে দুটিই 10 জন কিশোর কিশোরীর মধ্যে প্রায় 6 জন ব্যবহার করে থাকেন । এর পরে চতুর্থস্থানে রয়েছে ফেসবুক ৷ সম্প্রতি, ব্যবহারকারীদের ফেসবুকে ফেরাতে 'মেটা'-র সিইও মার্ক জুকারবার্গ রিলসের ব্যবহারে গুরুত্ব দিয়েছেন ৷ সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে, ফেসবুক ইউজারদের মধ্যে রিলস ব্যবহারের প্রবণতাই বেশি ৷

আরও পড়ুন: চাঁদে জলের কণা ? চন্দ্রযান-2-এর জোগাড় করা তথ্যে মিলল ইঙ্গিত

আগের সমীক্ষায় যে দুটি প্লাটফর্মের প্রথম সারিতে জায়গা ছিল, সেই ভাইন এবং গুগল প্লাসের প্রথম সারিতে আর অস্তিত্ব নেই ৷ সমীক্ষাটি বলেছে, "কিশোর এবং কিশোরীদের মধ্যে সোশাল মিডিয়া পছন্দের কিছু উল্লেখযোগ্য ডেমোগ্রাফিক পার্থক্য রয়েছে ৷ উদাহরণস্বরূপ, ছেলেরা মেয়েদের তুলনায় বেশি ইউটিউব, টুইচ এবং রেডিট ব্যবহার করে ৷ সেখানে মেয়েরা টিকটক, ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটেই বেশি স্বাচ্ছন্দ্য ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.