হায়দরাবাদ: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো (Durga Puja Fashion Trends)। শুরু হতে আর মাত্র কিছুদিন বাকি । উৎসবের আমেজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই । আর এবারের উৎসবের সাজ কেমন হবে তা নিতে অনেকেই চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন । তাই আপনাদের জন্য কিছু টিপস খুঁজলাম আমরা (Fashion Tips for Festive Season)। দুর্গাপুজোর সবচেয়ে বড় দিন অষ্টমী । অষ্টমী’র সকালে ঘুম থেকে উঠেই প্রস্তুতি নিতে হয় অঞ্জলির জন্য । তাই অঞ্জলির সকালের সাজে রাখুন এক অন্যরকম লুক ।
দেখে নিন অষ্টমীর সাজের ছোট্ট টিপস ৷
প্রথমে মুখ ক্লিন করে ভালো করে টোনিং করে নিন । এরপর আপনার ত্বকের ধরন অনুযায়ী ফাউন্ডেশন ব্যবহার করুন ৷ কম্প্যাক্টের সাহায্যে ফাউন্ডেশন সেট করে নিন । অতিরিক্ত আর কিছু ব্যবহার না করলেই ভালো । এতে আপনাকে আকর্ষণীয় দেখাবে ৷
আরও পড়ুন: সুন্দর ত্বক পেতে কী কী করবেন না ? জেনে নিন সবিস্তারে
চোখের মেকআপটাও হালকা উপরেই রাখুন। পোশাকের রঙের সঙ্গে মিলিয়ে চোখে হালকা শ্যাডো লাগাতে পারেন । তবে শুধু চোখের কাজল এবং চোখের উপরে টানা করে আইলাইনার দিয়ে সেরে নিতে পারেন চোখের সাজ । এতে আপনার লুক আরও সুন্দর হয়ে ওঠবে । যেহেতু চোখ হালকা সাজাবেন সেহেতু ঠোঁটে একটু গাঢ় লিপস্টিক ব্যবহার করতে পারেন । এতে সিম্পলের মধ্যে এক গর্জিয়াস লুক পেয়ে যাবেন আপনি ।