ETV Bharat / sukhibhava

Diwali Food Recipe: পকেট খসিয়ে নয়, দিওয়ালিতে বাড়িতেই বানান সুস্বাদু পদ; রইল রেসিপি - রোস্টেড চিকেন

Food Recipe: দিওয়ালিতে পেটপুজো । নামীদামি রেস্তোরাঁয় পকেট খসিয়ে নয়, বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু পদ । আলোর রোশনাইয়ে পাতে থাকুক রোস্টেড চিকেন । ইটিভি ভারতের প্রতিনিধি অনামিকা ভট্টাচার্য্যকে রেসিপির সন্ধান দিলেন অর্পিতা দাস ।

Diwali Food Recipe News
দীপাবলির অতিথি আপ্যায়নে জমে উঠুক
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 9, 2023, 4:15 PM IST

Updated : Nov 9, 2023, 4:22 PM IST

হায়দরাবাদ: দুর্গাপুজো, লক্ষ্মীপুজোর পর এবার কালীপুজোর পালা । খাওয়া দাওয়া, হই-হুল্লোর, বাজি ফাটানোর সঙ্গে বন্ধু-বান্ধব বা আত্মীয়স্বজনদের সঙ্গে সময় কাটানো ৷ সব মিলিয়ে আরামে কেটে যায় দু-তিনদিন । এইসময় বাড়িতে অতিথি এলে কী খাওয়াবেন সেই চিন্তাতে থাকেন অনেকে ৷ নামীদামি রেস্তোরাঁয় পকেট খসিয়ে নয়, বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু পদ । জিভে জল আনা রেসিপির সন্ধান দিলেন কন্টেন্ট ক্রিয়েটর অর্পিতা দাস ৷ রোস্টেড চিকেনের সঙ্গে থাকুক ভেজিজ ও ইয়োগার্ড সস । রইল রেসিপি ৷

রোস্টেড চিকেন ও সঙ্গে ভেজিজ এবং ইয়োগার্ট সসের পদ্ধতি:

রোস্টেড চিকেনের উপকরণ:

  • বোনলেস চিকেন : 250 গ্রাম
  • নুন: হাফ চা চামচ
  • লেবুর রস: 1 চামচ
  • গোলমরিচ গুঁড়ো: হাফ চামচ
  • চিকেন তন্দুরি মশলা: হাফ চামচ
  • অলিভ অয়েল: 1 চামচ
  • বাটার: 1 চামচ
    Diwali Food
    আলোর রোশনাইয়ে পাতে থাকুক রোস্টেড চিকেন

রোস্টেড ভেজিসের উপকরণ:

  • মিষ্টি আলু / রাঙালু: হাফ কাপ
  • আলু: হাফ কাপ
  • কুমড়ো: হাফ কাপ
  • ক্যাপসিকাম: হাফ কাপ
  • রসুনের কোয়া: 5-6টি
  • ছোটো পেঁয়াজ: 6-7টি
  • নুন: স্বাদমতো
  • গোলমরিচ গুঁড়ো: 1 চামচ
  • অলিভ অয়েল: 2 চামচ

ইয়োগার্ট সসের জন্য লাগবে:

  • জল ঝরানো টক দই: 1 কাপ
  • নুন: স্বাদমতো
  • বিটনুন: স্বাদমতো
  • রসুন বাটা: 1 চামচ
  • লেবুর রস: 1 চামচ
  • ধনেপাতা কুচি: 2 চামচ
  • লঙ্কা কুচি: হাফ চা চামচ
  • ভাজা জিরেগুঁড়ো: হাফ চামচ

পদ্ধতি:

  • চিকেনে নুন, গোলমরিচ গুঁড়ো, তন্দুরি মশলা, লেবুর রস, অলিভ অয়েল, বাটার দিয়ে মাখিয়ে ফ্রিজে দু'ঘণ্টা রেখে দিতে হবে ৷
  • সব সবজি কেটে তাতে নুন, অলিভ অয়েল, লেবুররস, গোলমরিচ গুঁড়ো মাখিয়ে ওভেনে (200C) চিকেন আর সব সবজি 30 মিনিট রোস্ট করে নিতে হবে ।
  • ওভেন না-থাকলে ফ্রাইং প্যানে মিডিয়াম টু হাই ফ্লেমে 30 মিনিট রান্না করতে হবে ।
  • এর মাঝে বানিয়ে নিন ইয়োগার্ড সস, জল ঝরানো টক দইতে দু'চামচ রসুন মিশিয়ে বাকি উপকরণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলেই সস তৈরি ৷
  • রোস্টেড চিকেন আর সবজির উপর থেকে লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে অল্প ধনেপাতা বা পার্সলে কুচি দিয়ে গরম গরম পরিবেশন করুন ।

আরও পড়ুন: অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অপরিহার্য আতা

হায়দরাবাদ: দুর্গাপুজো, লক্ষ্মীপুজোর পর এবার কালীপুজোর পালা । খাওয়া দাওয়া, হই-হুল্লোর, বাজি ফাটানোর সঙ্গে বন্ধু-বান্ধব বা আত্মীয়স্বজনদের সঙ্গে সময় কাটানো ৷ সব মিলিয়ে আরামে কেটে যায় দু-তিনদিন । এইসময় বাড়িতে অতিথি এলে কী খাওয়াবেন সেই চিন্তাতে থাকেন অনেকে ৷ নামীদামি রেস্তোরাঁয় পকেট খসিয়ে নয়, বাড়িতেই বানিয়ে নিন সুস্বাদু পদ । জিভে জল আনা রেসিপির সন্ধান দিলেন কন্টেন্ট ক্রিয়েটর অর্পিতা দাস ৷ রোস্টেড চিকেনের সঙ্গে থাকুক ভেজিজ ও ইয়োগার্ড সস । রইল রেসিপি ৷

রোস্টেড চিকেন ও সঙ্গে ভেজিজ এবং ইয়োগার্ট সসের পদ্ধতি:

রোস্টেড চিকেনের উপকরণ:

  • বোনলেস চিকেন : 250 গ্রাম
  • নুন: হাফ চা চামচ
  • লেবুর রস: 1 চামচ
  • গোলমরিচ গুঁড়ো: হাফ চামচ
  • চিকেন তন্দুরি মশলা: হাফ চামচ
  • অলিভ অয়েল: 1 চামচ
  • বাটার: 1 চামচ
    Diwali Food
    আলোর রোশনাইয়ে পাতে থাকুক রোস্টেড চিকেন

রোস্টেড ভেজিসের উপকরণ:

  • মিষ্টি আলু / রাঙালু: হাফ কাপ
  • আলু: হাফ কাপ
  • কুমড়ো: হাফ কাপ
  • ক্যাপসিকাম: হাফ কাপ
  • রসুনের কোয়া: 5-6টি
  • ছোটো পেঁয়াজ: 6-7টি
  • নুন: স্বাদমতো
  • গোলমরিচ গুঁড়ো: 1 চামচ
  • অলিভ অয়েল: 2 চামচ

ইয়োগার্ট সসের জন্য লাগবে:

  • জল ঝরানো টক দই: 1 কাপ
  • নুন: স্বাদমতো
  • বিটনুন: স্বাদমতো
  • রসুন বাটা: 1 চামচ
  • লেবুর রস: 1 চামচ
  • ধনেপাতা কুচি: 2 চামচ
  • লঙ্কা কুচি: হাফ চা চামচ
  • ভাজা জিরেগুঁড়ো: হাফ চামচ

পদ্ধতি:

  • চিকেনে নুন, গোলমরিচ গুঁড়ো, তন্দুরি মশলা, লেবুর রস, অলিভ অয়েল, বাটার দিয়ে মাখিয়ে ফ্রিজে দু'ঘণ্টা রেখে দিতে হবে ৷
  • সব সবজি কেটে তাতে নুন, অলিভ অয়েল, লেবুররস, গোলমরিচ গুঁড়ো মাখিয়ে ওভেনে (200C) চিকেন আর সব সবজি 30 মিনিট রোস্ট করে নিতে হবে ।
  • ওভেন না-থাকলে ফ্রাইং প্যানে মিডিয়াম টু হাই ফ্লেমে 30 মিনিট রান্না করতে হবে ।
  • এর মাঝে বানিয়ে নিন ইয়োগার্ড সস, জল ঝরানো টক দইতে দু'চামচ রসুন মিশিয়ে বাকি উপকরণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিলেই সস তৈরি ৷
  • রোস্টেড চিকেন আর সবজির উপর থেকে লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে অল্প ধনেপাতা বা পার্সলে কুচি দিয়ে গরম গরম পরিবেশন করুন ।

আরও পড়ুন: অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অপরিহার্য আতা

Last Updated : Nov 9, 2023, 4:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.