ETV Bharat / sukhibhava

Sukhibhava : টিকে থাকতে ভোল বদলাতে পারে করোনাভাইরাস, জানাচ্ছে গবেষণা - COVID-19 Virus

মানুষের শরীরে আক্রমণের পর কোভিড-19 এর সার্স-কোভ-2 ভাইরাস বারে বারে ধরন বদলাতে পারে, জানাচ্ছে গবেষণা ৷

কোভিড-19
কোভিড-19
author img

By

Published : Aug 29, 2021, 1:40 PM IST

হায়দরাবাদ, 29 অগস্ট : এখনও পুরো বিশ্ব একসঙ্গে লড়ে যাচ্ছে কোভিড-19 মোকাবিলায় ৷ দীর্ঘ দিন থাকতে থাকতে কোভিড-19 ভাইরাস তার আকার আর কাঠামো বদলে ফেলতে পারে ৷ দেখা যাক, জিনোম ইনস্টিটিউট অফ সিঙ্গাপুর (Genome Institute of Singapore, GIS) এবং বায়োইনফরমেটিকস ইনস্টিটিউট (Bioinformatics Institute, BII)-এর একটি গবেষণা কী বলছে ৷

কোভিড-19 (Covid-19) রোগের ভাইরাস সার্স-কোভ-2 (SARS-CoV-2) টিকে থাকতে তার জেনেটিক উপাদান, আকার আর কাঠামো বদলে ফেলতে পারে ৷

গবেষণাটি পরিচালনা করেন ডিউক-এনইউএস মেডিক্যাল স্কুল (Duke-NUS Medical School), জিনোম ইনস্টিটিউট অফ সিঙ্গাপুর (Genome Institute of Singapore, GIS), বায়োইনফরমেটিকস ইনস্টিটিউট-এর (Bioinformatics Institute, BII) গবেষকেরা ৷ স্ট্রেট টাইম-এর রিপোর্ট অনুযায়ী গবেষণায় দেখা গিয়েছে, কোনও কোষে আক্রমণের পর বেঁচে থাকতে ও সংখ্যা বৃদ্ধিতে রাইবোনিউক্লিক অ্যাসিড আরও জটিল এবং নানাবিধ আকার ধারণ করতে পারে ৷

আরও পড়ুন : Vitamin E : শরীর সুস্থ রাখতে আর সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভিটামিন-ই

এই দলটি আবিষ্কার করেছে যে ভাইরাসের আরএনএ (virus RNA) মানুষের বহু কোষের আরএনএ-এর সংস্পর্শে এলে টিকে থাকতে সেই সুযোগ কাজে লাগাতে পারে ৷

ল্যাবরেটরি অফ আরএনএ জিনোমিকস অ্যান্ড স্ট্রাকচারের (Laboratory of RNA Genomics and Structure) প্রধান ডাঃ ওয়ান ইউ (Dr. Wan Yue) বলেন, "মানুষের কোষে থাকার সময় ভাইরাসের আকার কেমন, এটা ছাড়াও সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, আরএনএ-কে রক্ষা করার ওষুধ তৈরিতেও এর আকার বোঝাটা গুরুত্বপূর্ণ ৷ সেই জন্য আমরা এই প্রজেক্টটা শুরু করেছিলাম ৷" গবেষণার রিপোর্ট প্রকাশিত হয়েছে বিজ্ঞান গবেষণাপত্র নেচার কমিউনিকেশনস-এ (Nature Communications) ৷

ভাইরাসের প্রোটিন ও তার জিনোমের সংস্পর্শে এলে অ্যান্টিবডি কী ফলাফল দেয়, সে নিয়ে বহু গবেষণা হয়েছে ৷ কিন্তু ভাইরাস যখন মানুষের আরএনএ-র সংস্পর্শে আসে, তখন কী হয়, সে বিষয়ে খুব কম তথ্য পাওয়া গিয়েছে ৷

একটা নতুন গবেষণা বলছে, ভাইরাসটি তার চরিত্র বদলের ক্ষমতা অর্জন করতে ছোট নিউক্লিওলার আরএনএ (small nucleolar RNA) বা এসএনওআরএনএ-র (snoRNA) সঙ্গে যুক্ত হয় ৷ এতে ভাইরাসটি আরও বেশি স্থিতিশীল হয় আর কোষগুলির ক্ষতিসাধনে সফল হয় ৷ এসএনওআরএনএ (snoRNA) শরীরে প্রোটিন উৎপাদনের জন্য গঠনের বদল আনে ৷ ভাইরাস আরএনএ নিয়ে গবেষণায় অন্য গবেষকদেরও এই সব তথ্য ওষুধ তৈরিতে সাহায্য করবে ৷

ওই দল আসল সার্স-কোভ-2-এর কাঠামোর সঙ্গে একটি ভ্যারিয়্যান্টের তুলনা করে দেখেছে পরবর্তী ধরনটির আরএনএ বিলুপ্ত হয়ে গিয়েছে ৷ আসল সার্স-কোভ-2 আর তার ভ্যারিয়্যান্টের আকারও ভিন্ন, জানিয়েছেন গবেষকেরা ৷

হায়দরাবাদ, 29 অগস্ট : এখনও পুরো বিশ্ব একসঙ্গে লড়ে যাচ্ছে কোভিড-19 মোকাবিলায় ৷ দীর্ঘ দিন থাকতে থাকতে কোভিড-19 ভাইরাস তার আকার আর কাঠামো বদলে ফেলতে পারে ৷ দেখা যাক, জিনোম ইনস্টিটিউট অফ সিঙ্গাপুর (Genome Institute of Singapore, GIS) এবং বায়োইনফরমেটিকস ইনস্টিটিউট (Bioinformatics Institute, BII)-এর একটি গবেষণা কী বলছে ৷

কোভিড-19 (Covid-19) রোগের ভাইরাস সার্স-কোভ-2 (SARS-CoV-2) টিকে থাকতে তার জেনেটিক উপাদান, আকার আর কাঠামো বদলে ফেলতে পারে ৷

গবেষণাটি পরিচালনা করেন ডিউক-এনইউএস মেডিক্যাল স্কুল (Duke-NUS Medical School), জিনোম ইনস্টিটিউট অফ সিঙ্গাপুর (Genome Institute of Singapore, GIS), বায়োইনফরমেটিকস ইনস্টিটিউট-এর (Bioinformatics Institute, BII) গবেষকেরা ৷ স্ট্রেট টাইম-এর রিপোর্ট অনুযায়ী গবেষণায় দেখা গিয়েছে, কোনও কোষে আক্রমণের পর বেঁচে থাকতে ও সংখ্যা বৃদ্ধিতে রাইবোনিউক্লিক অ্যাসিড আরও জটিল এবং নানাবিধ আকার ধারণ করতে পারে ৷

আরও পড়ুন : Vitamin E : শরীর সুস্থ রাখতে আর সৌন্দর্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভিটামিন-ই

এই দলটি আবিষ্কার করেছে যে ভাইরাসের আরএনএ (virus RNA) মানুষের বহু কোষের আরএনএ-এর সংস্পর্শে এলে টিকে থাকতে সেই সুযোগ কাজে লাগাতে পারে ৷

ল্যাবরেটরি অফ আরএনএ জিনোমিকস অ্যান্ড স্ট্রাকচারের (Laboratory of RNA Genomics and Structure) প্রধান ডাঃ ওয়ান ইউ (Dr. Wan Yue) বলেন, "মানুষের কোষে থাকার সময় ভাইরাসের আকার কেমন, এটা ছাড়াও সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, আরএনএ-কে রক্ষা করার ওষুধ তৈরিতেও এর আকার বোঝাটা গুরুত্বপূর্ণ ৷ সেই জন্য আমরা এই প্রজেক্টটা শুরু করেছিলাম ৷" গবেষণার রিপোর্ট প্রকাশিত হয়েছে বিজ্ঞান গবেষণাপত্র নেচার কমিউনিকেশনস-এ (Nature Communications) ৷

ভাইরাসের প্রোটিন ও তার জিনোমের সংস্পর্শে এলে অ্যান্টিবডি কী ফলাফল দেয়, সে নিয়ে বহু গবেষণা হয়েছে ৷ কিন্তু ভাইরাস যখন মানুষের আরএনএ-র সংস্পর্শে আসে, তখন কী হয়, সে বিষয়ে খুব কম তথ্য পাওয়া গিয়েছে ৷

একটা নতুন গবেষণা বলছে, ভাইরাসটি তার চরিত্র বদলের ক্ষমতা অর্জন করতে ছোট নিউক্লিওলার আরএনএ (small nucleolar RNA) বা এসএনওআরএনএ-র (snoRNA) সঙ্গে যুক্ত হয় ৷ এতে ভাইরাসটি আরও বেশি স্থিতিশীল হয় আর কোষগুলির ক্ষতিসাধনে সফল হয় ৷ এসএনওআরএনএ (snoRNA) শরীরে প্রোটিন উৎপাদনের জন্য গঠনের বদল আনে ৷ ভাইরাস আরএনএ নিয়ে গবেষণায় অন্য গবেষকদেরও এই সব তথ্য ওষুধ তৈরিতে সাহায্য করবে ৷

ওই দল আসল সার্স-কোভ-2-এর কাঠামোর সঙ্গে একটি ভ্যারিয়্যান্টের তুলনা করে দেখেছে পরবর্তী ধরনটির আরএনএ বিলুপ্ত হয়ে গিয়েছে ৷ আসল সার্স-কোভ-2 আর তার ভ্যারিয়্যান্টের আকারও ভিন্ন, জানিয়েছেন গবেষকেরা ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.