ETV Bharat / sukhibhava

Study on COVID Infection: হাড়ের প্রায় 20 থেকে 50 শতাংশ ক্ষয় করতে পারে কোভিড: গবেষণা - হাড়ের প্রায় 20 থেকে 50 শতাংশ ক্ষয় করতে পারে কোভিড

হ্যামস্টারদের ওপর গবেষণা চালিয়ে চাঞ্চল্যকর তথ্য পেলেন গবেষকরা ৷ কোভিড যে শুধু ফুসফুস বা হৃৎপিণ্ডের ক্ষতি করে তাই নয়, ক্ষতি করে হাড়েরও (COVID and Severe Bone Loss )৷

Study on COVID Infection
হাড়ের প্রায় 20 থেকে 50 শতাংশ ক্ষয় করতে পারে কোভিড
author img

By

Published : May 27, 2022, 8:46 PM IST

হায়দরাবাদ : করোনা যে নানান ক্ষতি করে তা বারবারই নানান গবেষণায় তুলে এনেছেন গবেষকরা ৷ যেমন মস্তিকের এবং হৃৎপিণ্ডের ওপরেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে করোনা ৷ এবার সামনে এল আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য ৷ পিয়ার জার্নালে সম্প্রতি প্রকাশ পেয়েছে একটি গবেষণা, যার বিষয় ছিল কোভিড হাড়ের কোন ক্ষতি করে কি না, তা নির্ণয় করা (COVID and Severe Bone Loss )৷

হাড়ের মেটাবলিজিমের ওপর দীর্ঘ কোভিডের ঠিক কী প্রভাব থাকতে পারে তা এখনও সম্পূর্ণ বোঝা যায়নি ৷ তবে দীর্ঘ কোভিড ফুসফুস তো বটেই অন্য অঙ্গ প্রত্যঙ্গের ওপরেও প্রভাব বিস্তার করে ৷ একথা মাথায় রেখেই হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা হাড়ের ওপর সার্স কোভ-2 কী প্রভাব ফেলে সে বিষয়ে অধ্য়য়ন শুরু করেন ৷ তাঁরা পরীক্ষা চালিয়েছেন ভাইরাসে আক্রান্ত সিরিয়ান হ্যামস্টারদের ওপর ৷ এই ছোট প্রাণীটির দেহ থেকে হাড়ের টিস্যু সংগ্রহ করে তার থ্রি-ডায়মেনশনাল মাইক্রো কম্পিউটারাইজড টমোগ্রাফি করেছিলেন গবেষকরা ৷

সমীক্ষার ফল বলছে, হাড়ের ওপরেও সার্স-কোভ-2 সংক্রমণের মারাত্মক প্রভাব রয়েছে ৷ গবেষকরা দেখেছেন হাড়ের প্রায় 20 থেকে 50 শতাংশ ক্ষয় করতে পারে কোভিড ৷ বিশেষ করে কিছু লম্বা হাড় এবং কশেরুকার ট্র্যাবেকুলার হাড়ের এটি মারাত্মক ক্ষতি করতে পারে ৷ গবেষকরা জানান, সংক্রমণ তীব্র হলে হাড়ের ক্ষয় শুরু হয় এটি দীর্ঘমেয়াদীও হতে পারে ৷

কোভিড আক্রান্তদের ক্ষেত্রে প্যাথলজিকাল অস্টিওপেনিয়া হওয়ার ঝুঁকিও দেখা গিয়েছে ৷ প্যাথলজিকাল অস্টিওপেনিয়া রোগের ক্ষেত্রে হাড়ের ক্যালসিয়াম এবং ফসফেটের মতো খনিজগুলি ক্ষয়ে যায় ৷ এছাড়া অস্টিওক্লাস্টের প্রদাহও শুরু হতে পারে ৷ যা হাড়ের টিস্যু ভেঙে যাওয়ার জন্য দায়ী । শুধু তাই নয় কোভিডের সংক্রমণের ফলে সাইটোকাইন ডিসরেগুলেশন শুরু হয় যার ফলে কঙ্কালের টিস্যুর ভাঙনের সম্ভবনা বেড়ে যায় ।

আরও পড়ুন : গ্রিন নাকি ব্ল্যাক টি, কোন চা স্বাস্থ্যের পক্ষে আর্দশ ?

গবেষকদের মতে যে তাঁদের এই দলই বিশ্বে প্রথম হাড়ের মেটাবলিজিমের উপর করোনার প্রভাব সম্পর্কে আলোচনা করেছে ৷ এই সিরিয়ান হ্যামস্টার মডেলের সঙ্গে মানুষের করোনা সংক্রমণের ঘনিষ্ঠ মিল রয়েছে । ফলাফলগুলি ইঙ্গিত দেয় যে করোনার ফলে হাড়ের ক্ষয় একটি গুরুত্বপূর্ণ জটিলতা হতে পারে যা একেবারেই অবহেলিত ৷

হায়দরাবাদ : করোনা যে নানান ক্ষতি করে তা বারবারই নানান গবেষণায় তুলে এনেছেন গবেষকরা ৷ যেমন মস্তিকের এবং হৃৎপিণ্ডের ওপরেও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে করোনা ৷ এবার সামনে এল আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য ৷ পিয়ার জার্নালে সম্প্রতি প্রকাশ পেয়েছে একটি গবেষণা, যার বিষয় ছিল কোভিড হাড়ের কোন ক্ষতি করে কি না, তা নির্ণয় করা (COVID and Severe Bone Loss )৷

হাড়ের মেটাবলিজিমের ওপর দীর্ঘ কোভিডের ঠিক কী প্রভাব থাকতে পারে তা এখনও সম্পূর্ণ বোঝা যায়নি ৷ তবে দীর্ঘ কোভিড ফুসফুস তো বটেই অন্য অঙ্গ প্রত্যঙ্গের ওপরেও প্রভাব বিস্তার করে ৷ একথা মাথায় রেখেই হংকং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা হাড়ের ওপর সার্স কোভ-2 কী প্রভাব ফেলে সে বিষয়ে অধ্য়য়ন শুরু করেন ৷ তাঁরা পরীক্ষা চালিয়েছেন ভাইরাসে আক্রান্ত সিরিয়ান হ্যামস্টারদের ওপর ৷ এই ছোট প্রাণীটির দেহ থেকে হাড়ের টিস্যু সংগ্রহ করে তার থ্রি-ডায়মেনশনাল মাইক্রো কম্পিউটারাইজড টমোগ্রাফি করেছিলেন গবেষকরা ৷

সমীক্ষার ফল বলছে, হাড়ের ওপরেও সার্স-কোভ-2 সংক্রমণের মারাত্মক প্রভাব রয়েছে ৷ গবেষকরা দেখেছেন হাড়ের প্রায় 20 থেকে 50 শতাংশ ক্ষয় করতে পারে কোভিড ৷ বিশেষ করে কিছু লম্বা হাড় এবং কশেরুকার ট্র্যাবেকুলার হাড়ের এটি মারাত্মক ক্ষতি করতে পারে ৷ গবেষকরা জানান, সংক্রমণ তীব্র হলে হাড়ের ক্ষয় শুরু হয় এটি দীর্ঘমেয়াদীও হতে পারে ৷

কোভিড আক্রান্তদের ক্ষেত্রে প্যাথলজিকাল অস্টিওপেনিয়া হওয়ার ঝুঁকিও দেখা গিয়েছে ৷ প্যাথলজিকাল অস্টিওপেনিয়া রোগের ক্ষেত্রে হাড়ের ক্যালসিয়াম এবং ফসফেটের মতো খনিজগুলি ক্ষয়ে যায় ৷ এছাড়া অস্টিওক্লাস্টের প্রদাহও শুরু হতে পারে ৷ যা হাড়ের টিস্যু ভেঙে যাওয়ার জন্য দায়ী । শুধু তাই নয় কোভিডের সংক্রমণের ফলে সাইটোকাইন ডিসরেগুলেশন শুরু হয় যার ফলে কঙ্কালের টিস্যুর ভাঙনের সম্ভবনা বেড়ে যায় ।

আরও পড়ুন : গ্রিন নাকি ব্ল্যাক টি, কোন চা স্বাস্থ্যের পক্ষে আর্দশ ?

গবেষকদের মতে যে তাঁদের এই দলই বিশ্বে প্রথম হাড়ের মেটাবলিজিমের উপর করোনার প্রভাব সম্পর্কে আলোচনা করেছে ৷ এই সিরিয়ান হ্যামস্টার মডেলের সঙ্গে মানুষের করোনা সংক্রমণের ঘনিষ্ঠ মিল রয়েছে । ফলাফলগুলি ইঙ্গিত দেয় যে করোনার ফলে হাড়ের ক্ষয় একটি গুরুত্বপূর্ণ জটিলতা হতে পারে যা একেবারেই অবহেলিত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.