ETV Bharat / sukhibhava

World COPD Day 2023: 'ব্রিথিং ইজ লাইফ' থিমে পালিত বিশ্ব সিওপিডি দিবস, সচেতনতার বার্তা চিকিৎসকদের

বায়ুদূষণের সঙ্গে সঙ্গে বিশ্বে ফুসফুসের রোগ সিওপিডিতে আক্রান্তের সংখ্যাও বাড়ছে ৷ ধূমপান, ধোঁয়া-ধুলো, অস্বাস্থ্যকর জীবন ও পরিবেশ- নানাবিধ কারণে এই রোগ হতে পারে ৷ এর ফলে সাধারণ কাজকর্ম করাও সমস্যার হয়ে ওঠে ৷ তাই সময়ের আগে সচেতন হতে হবে ৷

ETV Bharat
বিশ্ব সিওপিডি দিবস
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2023, 11:20 AM IST

Updated : Nov 15, 2023, 11:31 AM IST

কলকাতা, 15 নভেম্বর: আজ বিশ্ব সিওপিডি দিবস ৷ বিশ্বজুড়ে বায়ুদূষণের ফলে ফুসফুস সংক্রান্ত 'ক্রনিক অবস্টাকল পালমোনারি ডিজিজ' বা সিওপিডি রোগের সঙ্গে এখন কমবেশি সকলেই পরিচিত ৷ 2002 সাল থেকে নভেম্বর মাসের তৃতীয় বুধবার বিশ্বজুড়ে সিওপিডি দিবস পালিত হয় ৷ এরপর কেটে গিয়েছে 20 বছর। সারা বিশ্বে এই দিনটি পালিত হচ্ছে ৷

এই বছরের থিম 'ব্রিদিং ইজ লাইফ, অ্যাক্ট আরলিয়ার' অর্থাৎ 'শ্বাস নেওয়া মানেই জীবন, তাড়াতাড়ি সচেতন হন' ৷ এই বিষয়ে লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক-অধ্যাপক ডাঃ বেদ প্রকাশ বলেন, "এই বছরের থিমের লক্ষ্য দ্রুত ফুসফসের স্বাস্থ্য পরীক্ষা করানো ৷ তার সঙ্গে তাড়াতাড়ি রোগের শনাক্তকরণ এবং চিকিৎসা শুরু হওয়া ৷"

বিশ্বে বাড়তে থাকা দূষণের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে ফুসফুসের এই রোগ ৷ তাই বিশ্বের মানুষকে সিওপিডি সম্পর্কে সচেতন করাই এই দিনটির মূল উদ্দেশ্য ৷ আজ, 15 নভেম্বর গ্লোবাল ইনিশিয়েটিভ ফর ক্রনিক অবস্ট্রাকটিভ লাংগ ডিজিজ বা গোল্ড এই দিনটিতে সিওপিডি নিয়ে সচেতনতামূলক প্রচার করবে ৷ আর এই সংস্থার সঙ্গে যোগ দেবেন চিকিৎসক, সিওপিডি রোগী এবং আরও অনেকে ৷ 50টিরও বেশি দেশে বিভিন্ন সংস্থা নানা ধরনের কর্মসূচির মধ্যে দিয়ে সিওপিডি বিষয়ে মানুষকে সচেতন করবে, প্রচার করবে ৷ তবে সিওপিডিকে আটকানো যায়, এরও চিকিৎসা আছে ৷

সিওপিডি কী ? একবিংশ শতকের অত্যাধুনিক বিশ্বজুড়ে উন্নয়নের ডংকা বাজছে, অন্যদিকে বেড়ে চলেছে বিভিন্ন রকমের দূষণ ৷ এর মধ্যে অন্যতম বায়ুদূষণ ৷ এর মধ্যেই লুকিয়ে রয়েছে সিওপিডির কারণ ৷ এই রোগ প্রসঙ্গে ডাঃ প্রকাশ বলেন, "সিওপিডি রোগীদের ক্ষেত্রে বায়ুথলিগুলি ছোট হয়ে যায় ৷ এমনকী ফুসফুসের কিছু অংশে মিউকাস জমে সেই অংশটি নষ্ট হয়ে যাওয়ারও আশঙ্কা থাকে ৷ ক্ষতস্থানগুলি ফুলে ওঠে ৷"

চিকিৎসক-অধ্যাপক আরও জানান, এই রোগে শ্বাসকষ্ট ক্রমশ বাড়তে থাকে ৷ তাই রোগীর পক্ষে প্রতিদিনের সাধারণ জীবন যাপনও সমস্যার হয়ে ওঠে ৷ আর চিকিৎসার খরচও ব্যয়সাপেক্ষ হওয়ায় তা পরিবারের উপর বোঝা হয়ে যায় ৷ ক্রনিক অবস্টাকল পালমোনারি ডিজিজ বা সিওপিডিতে কখনও কখনও রোগীর যন্ত্রণা এতটাই তীব্র হয় যে প্রয়োজনীয় চিকিৎসা পেতে তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয় ৷ তবে রোগীর শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে ৷

সিওপিডির লক্ষণ: সিওপিডি হলে রোগীর কাশি হতে থাকে, শ্বাসকষ্টের সমস্যায় ভুগতে হয়, দমবন্ধ লাগে, রোগী সহজেই ক্লান্ত হয়ে পড়েন, খুব ঘন ঘন ফুসফুসে সংক্রমণ হয় ৷ এর সঙ্গে রোগীর ওজন কমতে থাকে এবং রোজের কাজকর্ম করা প্রায় অসম্ভব হয়ে পড়ে ৷ তবে ওষুধে কিছুটা স্বস্তি পান রোগী ৷

কেন হয় সিওপিডি ?

1. ধূমপান: চিকিৎসকরা অনেক ক্ষেত্রে মনে করেন, ধূমপান থেকে রোগী এই রোগে আক্রান্ত হতে পারেন ৷

2. পরোক্ষ ধূমপান: যাঁরা ধূমপান করেন না, তাঁরা প্রশ্বাসের সঙ্গে অন্যদের ধূমপানের ধোঁয়া ভিতরে নেন ৷ এতে সিওপিডি হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায় ৷ দীর্ঘদিন ধরে তামাক জাতীয় পদার্থের ধোঁয়া শরীরে ঢুকলে ফুসফুসের ক্ষতি হতে পারে ৷

3. কর্মক্ষেত্রে ধোঁয়া, ধুলো, রাসায়নিক পদার্থের সঙ্গে থাকতে থাকতে অনেক সময় সিওপিডি হওয়ার ঝুঁকি বেড়ে যায় ৷

4. বাড়ির আবহাওয়াতে থেকেও ফুসফুস এই রোগে আক্রান্ত হতে পারে ৷ গ্রামাঞ্চলে সাধারণত ঘুঁটে, কাঠকয়লা জ্বালিয়ে রান্না হয় ৷ খুব ছোট্ট জায়গায় রান্না করার ফলে ধোঁয়া ঠিকমতো বেরতে পারে না ৷ এতে ঘরের চার দেওয়ালের মধ্যেই বায়ুদূষণ হয় ৷ দীর্ঘদিন এমন পরিবেশে থাকলেও সিওপিডি হওয়ার একটা আশঙ্কা থেকে যায় ৷

5. এই রোগের ক্ষেত্রে জেনেটিক ফ্যাক্টরও গুরুত্বপূর্ণ ৷ আলফা-1 অ্যান্টিট্রাইপসিন ডেফিসিয়েন্সি একটা বিরল জিনগত অবস্থা, যা থেকে অল্প বয়সেই সিওপিডি রোগ হতে পারে ৷

6. ফুসফুস বিষয়ে শৈশব থেকেই সতর্ক হওয়া প্রয়োজন ৷ ফুসফুসে বারবার সংক্রমণ হলে পরবর্তীকালে সিওপিডি হওয়ার ঝুঁকি থাকে ৷

7. সিওপিডির সঙ্গে জড়িয়ে রয়েছে সমাজ-অর্থনীতিও ৷ দুঃস্থ, প্রান্তিক মানুষ বেশির ভাগ সময় পুষ্টিকর খাবারদাবার থেকে বঞ্চিত হয় ৷ প্রয়োজনীয় চিকিৎসাও পায় না ৷ এই অবস্থায় ফুসফুসের রোগ হতে পারে ৷

8. অ্যাস্থমা হয়ে থাকলে রোগীকে বিশেষ সতর্ক থাকতে হবে ৷ কারণ, ফুসফুসের এই রোগ থেকে পরে সিওপিডি হতে পারে বলে জানাচ্ছেন ফুসফুস রোগ বিশেষজ্ঞরা ৷

আরও পড়ুন:

1. আতসবাজির ধোঁয়া থেকে শিশুর শ্বাসকষ্ট-অ্যালার্জি ! মেনে চলুন বিশেষজ্ঞদের পরামর্শ

2. হার্টের অবস্থা ভালো বলেই ফুসফুস এতটা খারাপ হলেও লড়ে যাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য: চিকিৎসক

3. বায়ু দূষণ থেকে ফুসফুস-হার্টকে নিরাপদ রাখতে ডায়েটে রাখুন এই খাবারগুলি

কলকাতা, 15 নভেম্বর: আজ বিশ্ব সিওপিডি দিবস ৷ বিশ্বজুড়ে বায়ুদূষণের ফলে ফুসফুস সংক্রান্ত 'ক্রনিক অবস্টাকল পালমোনারি ডিজিজ' বা সিওপিডি রোগের সঙ্গে এখন কমবেশি সকলেই পরিচিত ৷ 2002 সাল থেকে নভেম্বর মাসের তৃতীয় বুধবার বিশ্বজুড়ে সিওপিডি দিবস পালিত হয় ৷ এরপর কেটে গিয়েছে 20 বছর। সারা বিশ্বে এই দিনটি পালিত হচ্ছে ৷

এই বছরের থিম 'ব্রিদিং ইজ লাইফ, অ্যাক্ট আরলিয়ার' অর্থাৎ 'শ্বাস নেওয়া মানেই জীবন, তাড়াতাড়ি সচেতন হন' ৷ এই বিষয়ে লখনউয়ের কিং জর্জ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক-অধ্যাপক ডাঃ বেদ প্রকাশ বলেন, "এই বছরের থিমের লক্ষ্য দ্রুত ফুসফসের স্বাস্থ্য পরীক্ষা করানো ৷ তার সঙ্গে তাড়াতাড়ি রোগের শনাক্তকরণ এবং চিকিৎসা শুরু হওয়া ৷"

বিশ্বে বাড়তে থাকা দূষণের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে ফুসফুসের এই রোগ ৷ তাই বিশ্বের মানুষকে সিওপিডি সম্পর্কে সচেতন করাই এই দিনটির মূল উদ্দেশ্য ৷ আজ, 15 নভেম্বর গ্লোবাল ইনিশিয়েটিভ ফর ক্রনিক অবস্ট্রাকটিভ লাংগ ডিজিজ বা গোল্ড এই দিনটিতে সিওপিডি নিয়ে সচেতনতামূলক প্রচার করবে ৷ আর এই সংস্থার সঙ্গে যোগ দেবেন চিকিৎসক, সিওপিডি রোগী এবং আরও অনেকে ৷ 50টিরও বেশি দেশে বিভিন্ন সংস্থা নানা ধরনের কর্মসূচির মধ্যে দিয়ে সিওপিডি বিষয়ে মানুষকে সচেতন করবে, প্রচার করবে ৷ তবে সিওপিডিকে আটকানো যায়, এরও চিকিৎসা আছে ৷

সিওপিডি কী ? একবিংশ শতকের অত্যাধুনিক বিশ্বজুড়ে উন্নয়নের ডংকা বাজছে, অন্যদিকে বেড়ে চলেছে বিভিন্ন রকমের দূষণ ৷ এর মধ্যে অন্যতম বায়ুদূষণ ৷ এর মধ্যেই লুকিয়ে রয়েছে সিওপিডির কারণ ৷ এই রোগ প্রসঙ্গে ডাঃ প্রকাশ বলেন, "সিওপিডি রোগীদের ক্ষেত্রে বায়ুথলিগুলি ছোট হয়ে যায় ৷ এমনকী ফুসফুসের কিছু অংশে মিউকাস জমে সেই অংশটি নষ্ট হয়ে যাওয়ারও আশঙ্কা থাকে ৷ ক্ষতস্থানগুলি ফুলে ওঠে ৷"

চিকিৎসক-অধ্যাপক আরও জানান, এই রোগে শ্বাসকষ্ট ক্রমশ বাড়তে থাকে ৷ তাই রোগীর পক্ষে প্রতিদিনের সাধারণ জীবন যাপনও সমস্যার হয়ে ওঠে ৷ আর চিকিৎসার খরচও ব্যয়সাপেক্ষ হওয়ায় তা পরিবারের উপর বোঝা হয়ে যায় ৷ ক্রনিক অবস্টাকল পালমোনারি ডিজিজ বা সিওপিডিতে কখনও কখনও রোগীর যন্ত্রণা এতটাই তীব্র হয় যে প্রয়োজনীয় চিকিৎসা পেতে তাঁদের হাসপাতালে ভর্তি করতে হয় ৷ তবে রোগীর শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে ৷

সিওপিডির লক্ষণ: সিওপিডি হলে রোগীর কাশি হতে থাকে, শ্বাসকষ্টের সমস্যায় ভুগতে হয়, দমবন্ধ লাগে, রোগী সহজেই ক্লান্ত হয়ে পড়েন, খুব ঘন ঘন ফুসফুসে সংক্রমণ হয় ৷ এর সঙ্গে রোগীর ওজন কমতে থাকে এবং রোজের কাজকর্ম করা প্রায় অসম্ভব হয়ে পড়ে ৷ তবে ওষুধে কিছুটা স্বস্তি পান রোগী ৷

কেন হয় সিওপিডি ?

1. ধূমপান: চিকিৎসকরা অনেক ক্ষেত্রে মনে করেন, ধূমপান থেকে রোগী এই রোগে আক্রান্ত হতে পারেন ৷

2. পরোক্ষ ধূমপান: যাঁরা ধূমপান করেন না, তাঁরা প্রশ্বাসের সঙ্গে অন্যদের ধূমপানের ধোঁয়া ভিতরে নেন ৷ এতে সিওপিডি হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায় ৷ দীর্ঘদিন ধরে তামাক জাতীয় পদার্থের ধোঁয়া শরীরে ঢুকলে ফুসফুসের ক্ষতি হতে পারে ৷

3. কর্মক্ষেত্রে ধোঁয়া, ধুলো, রাসায়নিক পদার্থের সঙ্গে থাকতে থাকতে অনেক সময় সিওপিডি হওয়ার ঝুঁকি বেড়ে যায় ৷

4. বাড়ির আবহাওয়াতে থেকেও ফুসফুস এই রোগে আক্রান্ত হতে পারে ৷ গ্রামাঞ্চলে সাধারণত ঘুঁটে, কাঠকয়লা জ্বালিয়ে রান্না হয় ৷ খুব ছোট্ট জায়গায় রান্না করার ফলে ধোঁয়া ঠিকমতো বেরতে পারে না ৷ এতে ঘরের চার দেওয়ালের মধ্যেই বায়ুদূষণ হয় ৷ দীর্ঘদিন এমন পরিবেশে থাকলেও সিওপিডি হওয়ার একটা আশঙ্কা থেকে যায় ৷

5. এই রোগের ক্ষেত্রে জেনেটিক ফ্যাক্টরও গুরুত্বপূর্ণ ৷ আলফা-1 অ্যান্টিট্রাইপসিন ডেফিসিয়েন্সি একটা বিরল জিনগত অবস্থা, যা থেকে অল্প বয়সেই সিওপিডি রোগ হতে পারে ৷

6. ফুসফুস বিষয়ে শৈশব থেকেই সতর্ক হওয়া প্রয়োজন ৷ ফুসফুসে বারবার সংক্রমণ হলে পরবর্তীকালে সিওপিডি হওয়ার ঝুঁকি থাকে ৷

7. সিওপিডির সঙ্গে জড়িয়ে রয়েছে সমাজ-অর্থনীতিও ৷ দুঃস্থ, প্রান্তিক মানুষ বেশির ভাগ সময় পুষ্টিকর খাবারদাবার থেকে বঞ্চিত হয় ৷ প্রয়োজনীয় চিকিৎসাও পায় না ৷ এই অবস্থায় ফুসফুসের রোগ হতে পারে ৷

8. অ্যাস্থমা হয়ে থাকলে রোগীকে বিশেষ সতর্ক থাকতে হবে ৷ কারণ, ফুসফুসের এই রোগ থেকে পরে সিওপিডি হতে পারে বলে জানাচ্ছেন ফুসফুস রোগ বিশেষজ্ঞরা ৷

আরও পড়ুন:

1. আতসবাজির ধোঁয়া থেকে শিশুর শ্বাসকষ্ট-অ্যালার্জি ! মেনে চলুন বিশেষজ্ঞদের পরামর্শ

2. হার্টের অবস্থা ভালো বলেই ফুসফুস এতটা খারাপ হলেও লড়ে যাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য: চিকিৎসক

3. বায়ু দূষণ থেকে ফুসফুস-হার্টকে নিরাপদ রাখতে ডায়েটে রাখুন এই খাবারগুলি

Last Updated : Nov 15, 2023, 11:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.