ETV Bharat / sukhibhava

common health problems of women : মেয়েদের এইসব শারীরিক সমস্যায় অবহেলা নয়, বলছেন স্ত্রীরোগ-বিশেষজ্ঞ - ঋতুস্রাবের সমস্যা

অফিসের কাজ ৷ আবার বাড়ি ফিরে সবার খেয়াল রাখা ৷ নানা ব্যস্ততার মাঝে মেয়েরা নিজেদের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার সময় পান না ৷ আর যার ফল নানা শারীরিক সমস্যা (Common health problems faced by women) ৷ কিন্তু, এইসব শারীরিক সমস্যা অবহেলা করা উচিত নয় ৷ চিকিৎসকরা বলছেন, মাঝবয়সে এসে নয় ৷ বয়ঃসন্ধিকাল থেকেই নিজেদের স্বাস্থ্যের প্রতি নজর রাখা দরকার মেয়েদের ৷ যেসব শারীরিক সমস্যার সাধারণত সম্মুখীন হন মেয়েরা, সেগুলির যথাসময়ে চিকিৎসা করানো দরকার ৷

common health problems of women
মেয়েদের এইসব শারীরিক সমস্যায় অবহেলা নয়, বলছেন স্ত্রীরোগ-বিশেষজ্ঞ
author img

By

Published : Dec 12, 2021, 8:51 PM IST

Updated : Dec 13, 2021, 2:49 PM IST

হায়দরাবাদ : বয়সের সঙ্গে সঙ্গে নানা শারীরিক পরিবর্তন হয় মেয়েদের ৷ কিছু পরিবর্তন বোঝায় তাঁদের বেড়ে ওঠা ৷ আবার কিছু পরিবর্তন অশনি সংকেত দেয় ৷ মেয়েরা অনেক ক্ষেত্রে সেগুলো অবহেলা করেন ৷ অফিস, বাড়ি সামলে নিজের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার সময় হয়ে ওঠে না অনেকের ৷ কিন্তু, চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্য নিয়ে একদম অবহেলা করা উচিত নয় ৷

উত্তরাখণ্ডের স্ত্রীরোগ-বিশেষজ্ঞ বিজয়ালক্ষ্মী বলছেন, বয়সের সঙ্গে সঙ্গে নানা সমস্যায় ভোগেন মহিলারা ৷ বিশেষ করে ঋতুস্রাব (Menstruation) এবং প্রজননজনিত সমস্যায় ৷ যোনিতে ব্যথা, চুলকানি, মূত্রনালীতে সংক্রমণ, অনিয়মিত ঋতুস্রাব, অস্বাভাবিক ঋতুস্রাবের মতো নানা সমস্যায় ভোগেন মহিলারা ৷ যদি এইসব সমস্যা উপেক্ষা করা হয়, তবে তা আরও খারাপ হতে পারে ৷

মহিলারা সাধারণত যেসব সমস্যার সম্মুখীন হন :

  • অনিয়মিত ঋতুস্রাব (Irregular Menstrual Cycle)

অনিয়মিত ঋতুস্রাব কোনও কিশোরী বা মহিলার জন্য স্বাভাবিক নয় ৷ অনিয়মিত পিরিয়ড, দুটো পিরিয়ডের মধ্যে দীর্ঘ ব্যবধান, অতিরিক্ত রক্তপাত, দীর্ঘসময় রক্তপাতের মতো সমস্যাগুলি মেয়েরা অনেক সময় অবহেলা করেন ৷ এই ধরনের সমস্যাগুলিকে বলে পলিসিস্টিক ওভারি সিনড্রোম (polycystic ovary syndrome বা PCOS) ৷ পিসিওএস একটি হরমোনজনিত রোগ ৷ এই সমস্যা বড় আকার ধারণ করলে টনক নড়ে ৷ কিন্তু, সমস্যা বড় আকার ধারণ করার আগেই পদক্ষেপ করা দরকার ৷ না হলে স্থূলতা, গর্ভধারণে ব্যর্থতার মতো সমস্যা দেখা দিতে পারে ৷

  • ঋতুস্রাব না-হওয়া সত্ত্বেও রক্তক্ষরণ

পিরিয়ডের দিনগুলি ছাড়া অন্য সময় রক্তক্ষরণকে স্বাভাবিক ভাবে নেওয়া ঠিক নয় ৷ গাইনোকলজিস্ট বিজয়ালক্ষ্মী বলেন, যোনিতে সংক্রমণ হলে রক্তক্ষরণ হতে পারে ৷ কিংবা জরায়ুতে কোনও সমস্যায় জেরে হতে পারে রক্তক্ষরণ ৷ এমন ক্ষেত্রে তৎক্ষণাৎ চিকিৎসককে দেখানো দরকার ৷ না-হলে জরায়ুর ক্যানসারের মতো ব্যাধি শরীরে বাসা বাঁধতে পারে ৷

  • তলপেটে যন্ত্রণা (Lower Abdominal Pain)

মহিলাদের মধ্যে এই সমস্যা খুব সাধারণ ৷ স্ত্রীরোগ-বিশেষজ্ঞ বিজয়ালক্ষ্মী বলেন, পেটের নিচের অংশে নানা অঙ্গ থাকে ৷ যেমন-অন্ত্র, মূত্রাশয়, জরায়ু, ডিম্বাশয় ৷ এইসব অঙ্গে যদি কোনও সংক্রমণ বা সমস্যা হয়, তাহলে তলপেটে মৃদু ব্যথা অনুভব হবে ৷ ঋতুস্রাবের সময়ও মেয়েরা তলপেটে ব্যথা অনুভব করেন ৷ তবে তা কিছুটা স্বাভাবিক ৷ কিন্তু, অন্যসময় তলপেটে ব্যথা হলে বুঝতে হবে ডিম্বাশয় বা জরায়ুর সমস্যার ইঙ্গিত বহন করছে ৷ একটানা যন্ত্রণা এন্ডোমেট্রিওসিসেরও (endometriosis) উপসর্গ হতে পারে ৷ ফলে পিরিয়ডের সময় ছাড়া যদি তলপেটে ব্যথা অনুভব করেন, তবে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন ৷

  • যোনিস্রাব (Vaginal Discharge)

স্ত্রীরোগ-বিশেষজ্ঞ বিজয়ালক্ষ্মী বলেন, যোনিস্রাব মেয়েদের একটি স্বাভাবিক প্রক্রিয়া ৷ এর মাধ্যমে যোনি পরিষ্কার থাকে ৷ কিন্তু, যোনিস্রাব অতিরিক্ত হলে, দুর্গন্ধময় কিংবা অস্বাভাবিক রঙের হলে অবহেলা করবেন না ৷ এটা ব্যাকটেরিয়া বা ছত্রাক সংক্রমণের লক্ষণ হতে পারে ৷ ফলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার ৷

হায়দরাবাদ : বয়সের সঙ্গে সঙ্গে নানা শারীরিক পরিবর্তন হয় মেয়েদের ৷ কিছু পরিবর্তন বোঝায় তাঁদের বেড়ে ওঠা ৷ আবার কিছু পরিবর্তন অশনি সংকেত দেয় ৷ মেয়েরা অনেক ক্ষেত্রে সেগুলো অবহেলা করেন ৷ অফিস, বাড়ি সামলে নিজের স্বাস্থ্যের প্রতি নজর দেওয়ার সময় হয়ে ওঠে না অনেকের ৷ কিন্তু, চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্য নিয়ে একদম অবহেলা করা উচিত নয় ৷

উত্তরাখণ্ডের স্ত্রীরোগ-বিশেষজ্ঞ বিজয়ালক্ষ্মী বলছেন, বয়সের সঙ্গে সঙ্গে নানা সমস্যায় ভোগেন মহিলারা ৷ বিশেষ করে ঋতুস্রাব (Menstruation) এবং প্রজননজনিত সমস্যায় ৷ যোনিতে ব্যথা, চুলকানি, মূত্রনালীতে সংক্রমণ, অনিয়মিত ঋতুস্রাব, অস্বাভাবিক ঋতুস্রাবের মতো নানা সমস্যায় ভোগেন মহিলারা ৷ যদি এইসব সমস্যা উপেক্ষা করা হয়, তবে তা আরও খারাপ হতে পারে ৷

মহিলারা সাধারণত যেসব সমস্যার সম্মুখীন হন :

  • অনিয়মিত ঋতুস্রাব (Irregular Menstrual Cycle)

অনিয়মিত ঋতুস্রাব কোনও কিশোরী বা মহিলার জন্য স্বাভাবিক নয় ৷ অনিয়মিত পিরিয়ড, দুটো পিরিয়ডের মধ্যে দীর্ঘ ব্যবধান, অতিরিক্ত রক্তপাত, দীর্ঘসময় রক্তপাতের মতো সমস্যাগুলি মেয়েরা অনেক সময় অবহেলা করেন ৷ এই ধরনের সমস্যাগুলিকে বলে পলিসিস্টিক ওভারি সিনড্রোম (polycystic ovary syndrome বা PCOS) ৷ পিসিওএস একটি হরমোনজনিত রোগ ৷ এই সমস্যা বড় আকার ধারণ করলে টনক নড়ে ৷ কিন্তু, সমস্যা বড় আকার ধারণ করার আগেই পদক্ষেপ করা দরকার ৷ না হলে স্থূলতা, গর্ভধারণে ব্যর্থতার মতো সমস্যা দেখা দিতে পারে ৷

  • ঋতুস্রাব না-হওয়া সত্ত্বেও রক্তক্ষরণ

পিরিয়ডের দিনগুলি ছাড়া অন্য সময় রক্তক্ষরণকে স্বাভাবিক ভাবে নেওয়া ঠিক নয় ৷ গাইনোকলজিস্ট বিজয়ালক্ষ্মী বলেন, যোনিতে সংক্রমণ হলে রক্তক্ষরণ হতে পারে ৷ কিংবা জরায়ুতে কোনও সমস্যায় জেরে হতে পারে রক্তক্ষরণ ৷ এমন ক্ষেত্রে তৎক্ষণাৎ চিকিৎসককে দেখানো দরকার ৷ না-হলে জরায়ুর ক্যানসারের মতো ব্যাধি শরীরে বাসা বাঁধতে পারে ৷

  • তলপেটে যন্ত্রণা (Lower Abdominal Pain)

মহিলাদের মধ্যে এই সমস্যা খুব সাধারণ ৷ স্ত্রীরোগ-বিশেষজ্ঞ বিজয়ালক্ষ্মী বলেন, পেটের নিচের অংশে নানা অঙ্গ থাকে ৷ যেমন-অন্ত্র, মূত্রাশয়, জরায়ু, ডিম্বাশয় ৷ এইসব অঙ্গে যদি কোনও সংক্রমণ বা সমস্যা হয়, তাহলে তলপেটে মৃদু ব্যথা অনুভব হবে ৷ ঋতুস্রাবের সময়ও মেয়েরা তলপেটে ব্যথা অনুভব করেন ৷ তবে তা কিছুটা স্বাভাবিক ৷ কিন্তু, অন্যসময় তলপেটে ব্যথা হলে বুঝতে হবে ডিম্বাশয় বা জরায়ুর সমস্যার ইঙ্গিত বহন করছে ৷ একটানা যন্ত্রণা এন্ডোমেট্রিওসিসেরও (endometriosis) উপসর্গ হতে পারে ৷ ফলে পিরিয়ডের সময় ছাড়া যদি তলপেটে ব্যথা অনুভব করেন, তবে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন ৷

  • যোনিস্রাব (Vaginal Discharge)

স্ত্রীরোগ-বিশেষজ্ঞ বিজয়ালক্ষ্মী বলেন, যোনিস্রাব মেয়েদের একটি স্বাভাবিক প্রক্রিয়া ৷ এর মাধ্যমে যোনি পরিষ্কার থাকে ৷ কিন্তু, যোনিস্রাব অতিরিক্ত হলে, দুর্গন্ধময় কিংবা অস্বাভাবিক রঙের হলে অবহেলা করবেন না ৷ এটা ব্যাকটেরিয়া বা ছত্রাক সংক্রমণের লক্ষণ হতে পারে ৷ ফলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার ৷

Last Updated : Dec 13, 2021, 2:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.