হায়দরাবাদ: শুনতে সমস্যা হলেই বেশিরভাগ মানুষ পরিষ্কার করার কথা ভাবেন। তেমন অবস্থা তৈরি না হলে কান পরিচ্ছন্ন রাখার উদ্যোগ খুব বেশি কেউ নেন না। একান্ত দরকার হলে আমরা কান পরিষ্কার করতে ইয়ার বাড বা অন্য কোনও ধারালো বস্তু ব্যবহার করি। এটি করলে কানের নানাভাবে ক্ষতি হতে পারে । এমনকী সামান্য অসাবধানতাও শ্রবণশক্তি হারাতে পারে কারণ কান আমাদের শরীরের একটি অত্যন্ত সংবেদনশীল অঙ্গ। আপনি যদি মনে করেন যে তুলোর কারণে এটি প্রত্যেকের জন্য একটি নিরাপদ বিকল্প, তবে বিশেষজ্ঞরাও অনেক সময় এটিকে খুব বেশি ব্যবহার না করার পরামর্শ দেন ।
ধুলোবালি, মাটি ও অন্যান্য ময়লার কারণে কানে নোংরা জমে ৷ তাই এই স্পর্শকাতর অঙ্গ পরিষ্কার করার জন্য অন্য কিছু নিরাপদ ব্যবস্থা গ্রহণ করুন ।
সর্ষে তেল ব্যবহার: সর্ষে তেল দীর্ঘদিন ধরে কান পরিষ্কারের জন্য ব্যবহৃত হয়ে আসছে । এর জন্য এই তেলের কয়েক ফোঁটা কানে দিন । ময়লা ফুলে উঠে উপরের দিকে আসে । যা দিয়ে আপনি যেকোনও সুতির কাপড় স্বাভাবিকভাবে পরিষ্কার করতে পারবেন ।
বেবি অয়েল ব্যবহার করুন: কানে জমে থাকা ময়লা পরিষ্কার করতে ইয়ার বাডের পরিবর্তে বেবি অয়েল ব্যবহার করা খুবই নিরাপদ বিকল্প । কানে লাগালে কানের ময়লা নিজে থেকেই উঠে আসে । তারপরে আপনি সুতির কাপড়ের সাহায্যে সহজেই মুছে ফেলতে পারেন এবং পরিষ্কার করতে পারেন । বেশি না শুধু কানে 2-3 ফোঁটা বেবি অয়েল দিন । রাতে রেখে সকালে পরিস্কার করে নিন ৷
চিকিৎসকের পরামর্শ: আপনি একজন ইএনটি ডাক্তারের কাছে গিয়ে কান নিরাপদে পরিষ্কার করতে পারেন । এতে দুটি সুবিধা হবে, প্রথমত কান পরিষ্কার হবে এবং দ্বিতীয়ত কানের স্বাস্থ্য সম্পর্কেও জানতে পারবেন ।
আরও পড়ুন: কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন ? তালিকায় রাখতে পারেন এই চা
(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)