হায়দরাবাদ: এক কাপ চা বা কফি নিয়ে বাড়িতে বসে বৃষ্টি দেখার মজাটাই আলাদা ৷ কিন্তু বাইরে বেরোলেই সেই বৃষ্টিই বারোটা বাজিয়ে দেয় মুডের ৷ তবে কাজে তো যেতেই হবে ৷ তাই মনকে উৎফুল্ল রাখতে নিজের পোশাকের রঙে আনতে পারেন বিশেষ পরিবর্তন ৷ এই মরশুমে পোশাক নির্বাচনের ক্ষেত্রে উজ্জ্বল রং আপনাকে চিয়ার আপ করবেই ৷ পাঁচটি বিশেষ রং রয়েছে, যা আপনি এই বর্ষায় পোশাক নির্বাচনের ক্ষেত্রে বেছে নিতে পারেন ৷
রেড-ব্রাউন বা মার্শালা: যদি এমন রং পছন্দ করেন যেটা না হবে খুব ফ্যাকাশে আবার না হবে খুব উজ্জ্বল ৷ সেক্ষেত্রে আপনি বেছে নিতে পারেন রেড-ব্রাউন বা মার্শালা রং ৷ ইতালিয়ান ওয়াইনের অনুপ্রেরণায় এই রং এসেছে সামনে ৷ দিন হোক বা রাত, এই রঙের পোশাক আপনার উপস্থিতি আলাদা করে নজর কাড়বে ৷
সি-গ্রিন: বর্ষাকালে প্রকৃতি অন্যরূপে সেজে ওঠে ৷ বর্ষা যেন প্রকৃতিকে সিগ্ধ করে তোলে ৷ সেই সিগ্ধতা আপনি আনতে পারেন পোশাকের রঙেও ৷ বেছে নিন সি-গ্রিন রঙের যে কোনও পোশাক ৷ স্টাইল স্টেটমেন্টের সঙ্গে আপনার মুডও থাকবে হাসিখুশি ৷
ইলেকট্রিক ব্লু: শুধু অফিসের কথা মাথায় রাখলেই হবে ! পার্টি লুক নিয়েও তো ভাবতে হবে ৷ কুছ পরোয়া নেহি ৷ ট্রেন্ডি ও ফ্যাশনেবল থাকতে বেছে নিন, ইলেকট্রিক ব্লু রং ৷ আয়নায় নিজেকে দেখে নিজেই বলবেন "ম্যায় আপনি ফেভারিট হু ৷"
লাল: লাল, এমন একটা রং যা যে কোনও সিজনে অনায়াসে নির্বাচন করা যায় ৷ যে কোনও অনুষ্ঠানে এই রং আলাদা করে নজর কাড়ে ৷ স্টাইলিশ বোহো লুক রাখতে চাইলে পোশাকে আনুন নানা শেডের লাল রং ৷
গোলাপি: গোলাপি রঙের কুর্তি এই মরশুমে আপনার এনে দিতে পারে অ্যাথনিক লুক ৷ গোলাপি রঙের শার্টের থেকে চুড়িদার বা কুর্তি অনেক বেশি স্টাইলিশ ও ট্রেন্ডি ৷
(পরামর্শগুলি সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ বিশদে জানতে পরামর্শ নিন ফ্যাশন বিশেষজ্ঞের)