ETV Bharat / sukhibhava

Oral Sex And Cancer: শুধু ধূমপান বা মদ্যপান নয়, গলার ক্যানসারের কারণ হতে পারে ওরাল সেক্স - who risk of throat cancer

হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) সংক্রমণ তথা গলার ক্যানসারের কারণ হয়ে দাঁড়াতে পারে ওরাল সেক্স ৷ একাধিক সঙ্গীর সঙ্গে ওরাল সেক্স করলে এই সমস্যা দেখা দিতে পারে জানাচ্ছেন গবেষকরা (Causes of Throat Cancer)৷

Oral Sex And Cancer
শুধু ধূমপান বা মদ্যপান নয় গলার ক্যানসারের কারণ হয়ে দাঁড়াতে পারে ওরাল সেক্সও
author img

By

Published : Jul 5, 2022, 9:36 PM IST

হায়দরাবাদ: নতুন অনুসন্ধানে জোর দেওয়া হয়েছে যে ধূমপান এবং অ্যালকোহল ছাড়াও, হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) সংক্রমণ তথা গলার ক্যানসারের কারণ হয়ে দাঁড়াতে পারে ওরাল সেক্স (Causes of Throat Cancer)৷ একাধিক সঙ্গীর সঙ্গে ওরাল সেক্স করলে এই সমস্যা দেখা দিতে পারে জানাচ্ছেন গবেষকরা ৷ গলার ক্যানসার সংক্রান্ত একটি পরিসংখ্য়ান দিতে গিয়ে ব্রাসেলস ক্যানসার রেজিস্ট্রি ফাউন্ডেশন জানিয়েছে 2019 সালে 2,766টি নতুন রোগীর সন্ধান মিলেছে ৷ যা গড় করলে দাঁড়ায় তা এক লক্ষ জনসংখ্য়ায় 24.2 জন মত ৷ প্রসঙ্গত গবেষকরা দেখেছেন এর মধ্যে পুরুষদের (2058 জন পুরুষ, 708 জন মহিলা) সংখ্যাই বেশি ৷

ইউজেড লিউভেনের অধ্যাপক ডঃ পিয়েরে ডেলারে বলেন, "সাম্প্রতিক বছরগুলিতে HPV ভাইরাসের কারণে গলার ক্যানসারের সংখ্যা বেড়েছে ৷" গবেষকরা জানিয়েছেন এই ধরণের এইচ পিভি সংক্রমণ মুখগহ্বর থেকেই একে অপরের মধ্যে ছড়িয়ে পড়ে ৷ তাই কোনও সঙ্গীর মধ্যে যদি এই সংক্রমণ থাকে এবং তিনি যদি ওরাল সেক্স করেন তাহলে মুখ গহ্বরের এই সংক্রমণ গলার ক্যানসার তৈরি করতেই পারে ৷ অবশ্য় বেশির ভাগ ক্ষেত্রে আমাদের ইমিউন সিস্টেম ভাইরাসকে ধ্বংস করতে সক্ষম হয় বলেও জানিয়েছেন ডেলারে ৷

পুরুষরা বেশি ধূমপান এবং মদ্যপান করেন সেই কারণে গলার ক্যানসারের প্রবণতা পুরুষদের মধ্যেই বেশি বলেও জানিয়েছেন ডেলারে ৷ তাঁর মতে এক্ষত্রে অনুপাতটি হল 70:30 ৷ গলার ক্যানসার গলার আশেপাশে এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায়, যেমন মৌখিক গহ্বরে, অনুনাসিক গহ্বরের পিছনের, টনসিলে বা জিহ্বার গোড়াতেও হতে পারে । লক্ষণগুলি প্রায়শই প্রথম প্রথম অস্পষ্ট থাকে ৷ যার রোগটি যখন ধরা পড়ে তখন অনেকখানি দেরী হয়ে যায় ৷ অবশ্য় কিছু স্পষ্ট লক্ষণ আছে প্রফেসর ডেলারে বলেন, "ক্রমাগত গলা ব্যথা হল এর মধ্যে একটি । উপরন্তু, গলায় একটি ঘা যা ভাব যা দূর হবে বলে মনে হয় না এটিও একটি উপসর্গ হতে পারে । কাশিতে রক্ত ​​পড়া, গিলতে গিয়ে অস্বস্তি । রোগ যখন খুব খারাপ পর্যায়ে পৌঁছয় তখন গলার গ্রন্থি ফুলে টিউমারে পরিণত হতে পারে ৷ "

আরও পড়ুন: আঁটোসাটো পোশাক ও তাপমাত্রা বৃদ্ধির কারণে বাড়ছে পুরুষদের বন্ধ্যাত্ব

ডেলারে জানিয়েছেন, একটি বড় বিষয় হল গলার ক্যানসার বা এ ধরণের ক্যানসারের এখন অনেকগুলি চিকিৎসা উপলব্ধ রয়েছে ৷ HPV ভাইরাসের কারণে হওয়া ক্যানসারের ক্ষেত্রে রেডিয়েশন থেরাপিই যথেষ্ট ৷ কখনও কখনও এর সঙ্গে কেমোথেরাপিও দেওয়া হয় ৷ তাঁর মতে প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে ক্যানসার নিরাময়ের সম্ভাবনা 90 শতাংশ। দেরিতে শনাক্ত হলে নিরাময়ের সম্ভাবনা প্রায় 60 শতাংশ ।

হায়দরাবাদ: নতুন অনুসন্ধানে জোর দেওয়া হয়েছে যে ধূমপান এবং অ্যালকোহল ছাড়াও, হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) সংক্রমণ তথা গলার ক্যানসারের কারণ হয়ে দাঁড়াতে পারে ওরাল সেক্স (Causes of Throat Cancer)৷ একাধিক সঙ্গীর সঙ্গে ওরাল সেক্স করলে এই সমস্যা দেখা দিতে পারে জানাচ্ছেন গবেষকরা ৷ গলার ক্যানসার সংক্রান্ত একটি পরিসংখ্য়ান দিতে গিয়ে ব্রাসেলস ক্যানসার রেজিস্ট্রি ফাউন্ডেশন জানিয়েছে 2019 সালে 2,766টি নতুন রোগীর সন্ধান মিলেছে ৷ যা গড় করলে দাঁড়ায় তা এক লক্ষ জনসংখ্য়ায় 24.2 জন মত ৷ প্রসঙ্গত গবেষকরা দেখেছেন এর মধ্যে পুরুষদের (2058 জন পুরুষ, 708 জন মহিলা) সংখ্যাই বেশি ৷

ইউজেড লিউভেনের অধ্যাপক ডঃ পিয়েরে ডেলারে বলেন, "সাম্প্রতিক বছরগুলিতে HPV ভাইরাসের কারণে গলার ক্যানসারের সংখ্যা বেড়েছে ৷" গবেষকরা জানিয়েছেন এই ধরণের এইচ পিভি সংক্রমণ মুখগহ্বর থেকেই একে অপরের মধ্যে ছড়িয়ে পড়ে ৷ তাই কোনও সঙ্গীর মধ্যে যদি এই সংক্রমণ থাকে এবং তিনি যদি ওরাল সেক্স করেন তাহলে মুখ গহ্বরের এই সংক্রমণ গলার ক্যানসার তৈরি করতেই পারে ৷ অবশ্য় বেশির ভাগ ক্ষেত্রে আমাদের ইমিউন সিস্টেম ভাইরাসকে ধ্বংস করতে সক্ষম হয় বলেও জানিয়েছেন ডেলারে ৷

পুরুষরা বেশি ধূমপান এবং মদ্যপান করেন সেই কারণে গলার ক্যানসারের প্রবণতা পুরুষদের মধ্যেই বেশি বলেও জানিয়েছেন ডেলারে ৷ তাঁর মতে এক্ষত্রে অনুপাতটি হল 70:30 ৷ গলার ক্যানসার গলার আশেপাশে এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায়, যেমন মৌখিক গহ্বরে, অনুনাসিক গহ্বরের পিছনের, টনসিলে বা জিহ্বার গোড়াতেও হতে পারে । লক্ষণগুলি প্রায়শই প্রথম প্রথম অস্পষ্ট থাকে ৷ যার রোগটি যখন ধরা পড়ে তখন অনেকখানি দেরী হয়ে যায় ৷ অবশ্য় কিছু স্পষ্ট লক্ষণ আছে প্রফেসর ডেলারে বলেন, "ক্রমাগত গলা ব্যথা হল এর মধ্যে একটি । উপরন্তু, গলায় একটি ঘা যা ভাব যা দূর হবে বলে মনে হয় না এটিও একটি উপসর্গ হতে পারে । কাশিতে রক্ত ​​পড়া, গিলতে গিয়ে অস্বস্তি । রোগ যখন খুব খারাপ পর্যায়ে পৌঁছয় তখন গলার গ্রন্থি ফুলে টিউমারে পরিণত হতে পারে ৷ "

আরও পড়ুন: আঁটোসাটো পোশাক ও তাপমাত্রা বৃদ্ধির কারণে বাড়ছে পুরুষদের বন্ধ্যাত্ব

ডেলারে জানিয়েছেন, একটি বড় বিষয় হল গলার ক্যানসার বা এ ধরণের ক্যানসারের এখন অনেকগুলি চিকিৎসা উপলব্ধ রয়েছে ৷ HPV ভাইরাসের কারণে হওয়া ক্যানসারের ক্ষেত্রে রেডিয়েশন থেরাপিই যথেষ্ট ৷ কখনও কখনও এর সঙ্গে কেমোথেরাপিও দেওয়া হয় ৷ তাঁর মতে প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে ক্যানসার নিরাময়ের সম্ভাবনা 90 শতাংশ। দেরিতে শনাক্ত হলে নিরাময়ের সম্ভাবনা প্রায় 60 শতাংশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.