ETV Bharat / sukhibhava

Future Of Xenotransplantation: পশুর অঙ্গ মানবদেহে প্রতিস্থাপনের উপায় নিয়ে কী মত বিশেষজ্ঞদের? - Experts Opinion on Animal to Human Transplantation

পশুর অঙ্গ মানুষের দেহে প্রতিস্থাপনের সাফল্য়ের সম্ভবনা ঠিক কতখানি ? অদূর ভবিষ্যতে মিলবে কি কোনও উপায় ? কী বলছেন বিশেষজ্ঞরা (Experts Opinion on Animal to Human Transplantation)?

Future Of Xenotransplantation
পশুর অঙ্গ মানবদেহে প্রতিস্থাপনের উপায় নিয়ে কী মত বিশেষজ্ঞদের?
author img

By

Published : Mar 11, 2022, 3:57 PM IST

হায়দরাবাদ: পশুর অঙ্গ মানুষের দেহে প্রতিস্থাপনে সাফল্য় অদূর ভবিষ্য়তে অসম্ভব হলেও অনেক বিশেষজ্ঞের মতে, আগামী 30-40 বছরে তা সম্ভব হয়ে উঠবে ৷ আবার অনেকেই এই মত মানতে পারেন না (Experts Opinion on Animal to Human Transplantation) ৷ জেনোট্রান্সপ্লান্টেশন নামে পরিচিত এই প্রক্রিয়াটি শুরু হয়েছিল 17 শতাব্দিতে ৷ তখন ট্রান্সফিউশনের জন্য ব্যবহার করা হয়েছিল পশুর রক্ত ৷ কিন্তু মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের অভাবের কারণে পরে বিশেষজ্ঞরা বেবুন, শিম্পাঞ্জি, বানর প্রভৃতি অ-মানব প্রাইমেটদের কথা ভাবতে শুরু করেন ৷ শূকরের উপর পরীক্ষা নিরীক্ষার বেশ কিছু ইতিবাচক ফলাফল মিলেছে ৷ কারণ শূকরের অঙ্গগুলি অনেকক্ষেত্রেই মানুষের সঙ্গে তুলনীয় ৷

তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও দীর্ঘস্থায়ী অগ্রগতি করা সম্ভব হয়নি ৷ কোচির অমৃতা হাসপাতালের গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সার্জারি বিভাগের অধ্যাপক ডাঃ সুধীন্দ্রন বলেন, "আগামী 30-40 বছরে এই বিষয়ে কোনও বড় অগ্রগ্রতি দেখতে পাওয়া প্রায় অসম্ভব ৷ কারণ পুরো প্রক্রিয়াটি এমন একটি পরিস্থিতির সঙ্গে যুক্ত, যেখানে একটি প্রাণীর অঙ্গ মানবদেহে গ্রহণযোগ্য হয়ে ওঠে ৷ প্রত্যাখ্যানের এই বিষয়টি কাটিয়ে উঠতে এমন কয়েকটি পদক্ষেপ নেওয়া প্রয়োজন ,যা অত্যন্ত জটিল ৷ তাই দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য এটি মোটেই সহজ হবে না ৷ "

ফোর্টিস হাসপাতালের সিটিভিএস বিভাগের ডিরেক্টর এবং হেড ডাঃ উদগাথ ধীরের মত কিন্তু সম্পূর্ণ আলাদা ৷ তিনি জানান, আগামি দিনে পশুর অঙ্গগুলিকে মানুষের শরীরের সঙ্গে আরও সামঞ্জস্য়পূর্ণ করে তুলতে পারলে জেনোট্রান্সপ্লান্টেশন অবশ্য়ই সম্ভব ৷ তিনি বলেন, "আমরা খুবই আত্মবিশ্বাসী যে, অদূর ভবিষ্যতে আমরা জেনোট্রান্সপ্লান্টেশনে সক্ষম হব ৷ আমরা ইমিউন সিস্টেমে এমন পরিবর্তন করার চেষ্টা করছি, যাতে শরীর এই অঙ্গগুলিকে একটি অংশ হিসাবে গ্রহণ করে ৷ প্রত্যাখ্য়ান না করে ৷"

তিনি আরও বলেন, "এই ক্ষেত্রে অনেক বৈচিত্র এসেছে ৷ আমরা জেনেটিক স্তরে পৌঁছে সেই কোষগুলিকে মাস্ক পরাচ্ছি যে কোষগুলি সঙ্গে সঙ্গে বা পরে এধরণের অঙ্গগুলিকে প্রত্যাখ্যান করতে পারে বা তার কারণ হয়ে দাঁড়াতে পারে ৷ নতুন সেলুলার প্রযুক্তির বিকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ডিএনএর এমন রূপান্তর ঘটাতে সক্ষম হব যাতে এই অঙ্গগুলি শরীরেরই অংশ হয়ে ওঠে ৷ তাই অদূর ভবিষ্যতে হয়ত আমরা আরও ভাল ফল পাব ৷ "

এই বছরেই জানুয়ারি মাসে চিকিৎসকরা টার্মিনাল হৃদরোগে আক্রান্ত 57 বছর বয়সি ডেভিড বেনেটের হৃৎপিণ্ডের বদলে শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করেছিলেন ৷ অস্ত্রোপচারের পর কয়েক সপ্তাহ প্রতিস্থাপিত হৃৎপিণ্ডটি খুব ভাল কাজ করছিল ৷ পরিবারের সঙ্গেও বেশ কিছু সময়ও কাটিয়েছিলেন ডেভিড ৷ কিন্তু দু'মাস পরেই তিনি মারা যান ৷

যদিও এখনও স্পষ্ট নয় যে বেনেটের মৃত্যুর জন্য় শুধু অঙ্গ প্রত্যাখ্যানই দায়ী কি না ৷ জেনোট্রান্সপ্লান্টেশনের পদ্ধতিতে কোনও ভুল ছিল কি না তাও দেখা হচ্ছে ৷ গবেষকরা বলছেন, শুধু ক্ষণিকের সাফল্য স্থায়ী সফলতার ইঙ্গিত হতে পারে না ৷ এই প্রক্রিয়ায় প্রধান বাধা হল মানুষের ইমিউন সিস্টেম যা শূকরের অঙ্গ প্রত্যাখ্য়ান করে ৷ তবে শুধু এই একটিই উদাহরণ নেই, যেখানে শূকরের অঙ্গ ব্যবহার করা হয়েছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মিংহামে আলাবামা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সফলভাবে ব্রেন ডেথ হয়ে যাওয়া এক ব্যক্তির শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করেছেন ৷ দেখা গিয়েছে সেটি প্রস্রাব তৈরিতে সক্ষম ৷

আরও পড়ুন: দেখে নিন ত্বকের সমস্যার সাতটি প্রধান কারণ

অঙ্গ প্রতিস্থাপনে শূকরকে বাছার কারণ:

মণিপাল হাসপাতালের অঙ্গদান এবং প্রতিস্থাপন বিভাগের প্রধান অবনীশ শেঠ বলেন, "শূকরের মডেলটি গত দুদশক ধরে গবেষণার কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছে ৷ তার কারণ মানুষের সঙ্গে শূকরের শারীরবৃত্তীয় মিল ৷ 10 বা তার বেশি লিটারের আকার এবং চার মাসের কম গর্ভাবস্থার কারণে এক্ষেত্রে অন্য়ান্য প্রাইমেটদের থেকে তুলনায় রোগ সংক্রমণের ঝুঁকি কম ৷"

হায়দরাবাদ: পশুর অঙ্গ মানুষের দেহে প্রতিস্থাপনে সাফল্য় অদূর ভবিষ্য়তে অসম্ভব হলেও অনেক বিশেষজ্ঞের মতে, আগামী 30-40 বছরে তা সম্ভব হয়ে উঠবে ৷ আবার অনেকেই এই মত মানতে পারেন না (Experts Opinion on Animal to Human Transplantation) ৷ জেনোট্রান্সপ্লান্টেশন নামে পরিচিত এই প্রক্রিয়াটি শুরু হয়েছিল 17 শতাব্দিতে ৷ তখন ট্রান্সফিউশনের জন্য ব্যবহার করা হয়েছিল পশুর রক্ত ৷ কিন্তু মানুষের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের অভাবের কারণে পরে বিশেষজ্ঞরা বেবুন, শিম্পাঞ্জি, বানর প্রভৃতি অ-মানব প্রাইমেটদের কথা ভাবতে শুরু করেন ৷ শূকরের উপর পরীক্ষা নিরীক্ষার বেশ কিছু ইতিবাচক ফলাফল মিলেছে ৷ কারণ শূকরের অঙ্গগুলি অনেকক্ষেত্রেই মানুষের সঙ্গে তুলনীয় ৷

তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও দীর্ঘস্থায়ী অগ্রগতি করা সম্ভব হয়নি ৷ কোচির অমৃতা হাসপাতালের গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সার্জারি বিভাগের অধ্যাপক ডাঃ সুধীন্দ্রন বলেন, "আগামী 30-40 বছরে এই বিষয়ে কোনও বড় অগ্রগ্রতি দেখতে পাওয়া প্রায় অসম্ভব ৷ কারণ পুরো প্রক্রিয়াটি এমন একটি পরিস্থিতির সঙ্গে যুক্ত, যেখানে একটি প্রাণীর অঙ্গ মানবদেহে গ্রহণযোগ্য হয়ে ওঠে ৷ প্রত্যাখ্যানের এই বিষয়টি কাটিয়ে উঠতে এমন কয়েকটি পদক্ষেপ নেওয়া প্রয়োজন ,যা অত্যন্ত জটিল ৷ তাই দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য এটি মোটেই সহজ হবে না ৷ "

ফোর্টিস হাসপাতালের সিটিভিএস বিভাগের ডিরেক্টর এবং হেড ডাঃ উদগাথ ধীরের মত কিন্তু সম্পূর্ণ আলাদা ৷ তিনি জানান, আগামি দিনে পশুর অঙ্গগুলিকে মানুষের শরীরের সঙ্গে আরও সামঞ্জস্য়পূর্ণ করে তুলতে পারলে জেনোট্রান্সপ্লান্টেশন অবশ্য়ই সম্ভব ৷ তিনি বলেন, "আমরা খুবই আত্মবিশ্বাসী যে, অদূর ভবিষ্যতে আমরা জেনোট্রান্সপ্লান্টেশনে সক্ষম হব ৷ আমরা ইমিউন সিস্টেমে এমন পরিবর্তন করার চেষ্টা করছি, যাতে শরীর এই অঙ্গগুলিকে একটি অংশ হিসাবে গ্রহণ করে ৷ প্রত্যাখ্য়ান না করে ৷"

তিনি আরও বলেন, "এই ক্ষেত্রে অনেক বৈচিত্র এসেছে ৷ আমরা জেনেটিক স্তরে পৌঁছে সেই কোষগুলিকে মাস্ক পরাচ্ছি যে কোষগুলি সঙ্গে সঙ্গে বা পরে এধরণের অঙ্গগুলিকে প্রত্যাখ্যান করতে পারে বা তার কারণ হয়ে দাঁড়াতে পারে ৷ নতুন সেলুলার প্রযুক্তির বিকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা ডিএনএর এমন রূপান্তর ঘটাতে সক্ষম হব যাতে এই অঙ্গগুলি শরীরেরই অংশ হয়ে ওঠে ৷ তাই অদূর ভবিষ্যতে হয়ত আমরা আরও ভাল ফল পাব ৷ "

এই বছরেই জানুয়ারি মাসে চিকিৎসকরা টার্মিনাল হৃদরোগে আক্রান্ত 57 বছর বয়সি ডেভিড বেনেটের হৃৎপিণ্ডের বদলে শূকরের হৃৎপিণ্ড প্রতিস্থাপন করেছিলেন ৷ অস্ত্রোপচারের পর কয়েক সপ্তাহ প্রতিস্থাপিত হৃৎপিণ্ডটি খুব ভাল কাজ করছিল ৷ পরিবারের সঙ্গেও বেশ কিছু সময়ও কাটিয়েছিলেন ডেভিড ৷ কিন্তু দু'মাস পরেই তিনি মারা যান ৷

যদিও এখনও স্পষ্ট নয় যে বেনেটের মৃত্যুর জন্য় শুধু অঙ্গ প্রত্যাখ্যানই দায়ী কি না ৷ জেনোট্রান্সপ্লান্টেশনের পদ্ধতিতে কোনও ভুল ছিল কি না তাও দেখা হচ্ছে ৷ গবেষকরা বলছেন, শুধু ক্ষণিকের সাফল্য স্থায়ী সফলতার ইঙ্গিত হতে পারে না ৷ এই প্রক্রিয়ায় প্রধান বাধা হল মানুষের ইমিউন সিস্টেম যা শূকরের অঙ্গ প্রত্যাখ্য়ান করে ৷ তবে শুধু এই একটিই উদাহরণ নেই, যেখানে শূকরের অঙ্গ ব্যবহার করা হয়েছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মিংহামে আলাবামা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সফলভাবে ব্রেন ডেথ হয়ে যাওয়া এক ব্যক্তির শরীরে শূকরের কিডনি প্রতিস্থাপন করেছেন ৷ দেখা গিয়েছে সেটি প্রস্রাব তৈরিতে সক্ষম ৷

আরও পড়ুন: দেখে নিন ত্বকের সমস্যার সাতটি প্রধান কারণ

অঙ্গ প্রতিস্থাপনে শূকরকে বাছার কারণ:

মণিপাল হাসপাতালের অঙ্গদান এবং প্রতিস্থাপন বিভাগের প্রধান অবনীশ শেঠ বলেন, "শূকরের মডেলটি গত দুদশক ধরে গবেষণার কেন্দ্রবিন্দু হয়ে গিয়েছে ৷ তার কারণ মানুষের সঙ্গে শূকরের শারীরবৃত্তীয় মিল ৷ 10 বা তার বেশি লিটারের আকার এবং চার মাসের কম গর্ভাবস্থার কারণে এক্ষেত্রে অন্য়ান্য প্রাইমেটদের থেকে তুলনায় রোগ সংক্রমণের ঝুঁকি কম ৷"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.