ETV Bharat / sukhibhava

Zinc for Hair Growth: দিন দিন কমছে চুলের ঘনত্ব? ডায়েটে রাখুন এই খাবারগুলো - hair growth with Zinc

Benefits of Zinc for Hair: চুল পড়ার সমস্যায় চিন্তিত? ক্রমশ চুল পাতলা হচ্ছে যাচ্ছে ? তাহলে নজর দিন নিজের ডায়েটের দিকে ৷ খাদ্যাভ্যাসে বেশ কিছু পরিবর্তন আনলেই ফিরবে চুলের স্বাস্থ্য ৷ নিয়ম করে খান জিঙ্ক জাতীয় খাবার ৷ ফল পাবেন হাতেনাতে ৷

Etv Bharat
চুল ভালো রাখতে ডায়েটে রাখুন জিঙ্ক জাতীয় খাবার
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 3:33 PM IST

হায়দরাবাদ: চুল পড়ার সমস্যা কম-বেশি সকলের ৷ আবহাওয়ার পরিবর্তন, দূষণ, অতিরিক্ত কেমিক্যালের ব্যবহার ইত্যাদি কারণে প্রতিনিয়ত চুল উঠে মাথা হতে চলেছে ফাঁকা ৷ এই অবস্থায় ডায়েটে বেশ কিছু পরিবর্তন আনলে সমস্যার সমাধান হতে পারে অনেকটাই ৷ খাদ্যতালিকায় রাখুন এই খাবার গুলি ৷ ভালো হবে চুলের স্বাস্থ্য ৷

Zinc for Hair Growth
চুল ভালো রাখতে ডায়েটে রাখা উচিত জিঙ্ক

চুল ভালো রাখতে ডায়েটে রাখা উচিত জিঙ্ক জাতীয় খাবার ৷ পুষ্টিবিদদের মতে জিঙ্ক আছে এমন খাবার প্রতিদিন খেলে চুল পড়ার সমস্যা কমে ৷ পাশাপাশি চুলের গ্রোথও হয় ভালো মতে ৷ তবে অবশ্যই তা মেপে খাওয়া উচিত ৷ কারণ অতিরিক্ত জিঙ্কযুক্ত খাবারও চুল পড়ার সমস্যা বাড়িয়ে দেয় ৷ আমেরিকায় প্রকাশিত ন্যাশনাল ইন্সিটিউট অফ হেলথ-এর গবেষণায় উঠে এসেছে এই তথ্য ৷ বিশেষ করে তা পুরুষদের চুল পড়ার ক্ষেত্রে প্রভাবিত করে ৷ তাই যেটাই খাবেন, তা থাকবে পরিমিত ৷ কী কী রাখবেন ডায়েটে, দেখে নিন এক নজরে ৷

Zinc for Hair Growth
খাদ্যতালিকায় রাখুন এই খাবার গুলি
  • পালং শাক- পালং শাকে যেমন জিঙ্ক রয়েছে, তেমনি রয়েছে আয়রন, ভিটামিন এ, সি, ফোলেট ৷ ফলে চুলের যে প্রোটিন দরকার পড়ে, তা পালং শাক থেকে পাওয়া যায় ৷ তাই চুলের স্বাস্থ্য ভালো রাখতে পাতে রাখুন পালং শাক ৷
  • কুমড়োর দানা- অনেকেই না জেনে ফেলে দেন কুমড়োর বীজ বা দানা ৷ কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক ৷ পাশাপাশি কুমড়োর দানায় থাকা ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমাটরি গুণ চুলের গোড়া ফাটা বন্ধ করে ও চুলের বৃদ্ধি ঘটায় ৷
  • মুসুর ডাল- এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড ৷ এছাড়া জিঙ্ক ও প্রোটিন তো আছেই ৷ এছাড়াও বায়োটিন, আয়রন, ভিটামিন সি, ম্যাগনেশিয়াম থাকায় চুলের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী মুসুর ডাল ৷ কোলাজেন বৃদ্ধি করা থেকে চুলের ত্বক ভালো রাখতে মুসুর ডাল অপরিহার্য ৷
  • দই- টক দইতে শুধুমাত্র প্রো-বায়োটিক আছে তা নয়, রয়েছে হাই জিঙ্ক-ও ৷ যা চুলের স্বাস্থ্যের জন্য ভালো ৷ চুলের টিস্যু ভালো রাখতে দই উপকারী ৷ পাশাপাশি চুল পড়া রোধ করতেও সাহায্য করে দই ৷
    Zinc for Hair Growth
    চুলের স্বাস্থ্য ফেরাতে নজর দিন ডায়েটের দিকে
  • বাদাম ও ডিম- আমন্ড ও কাজু বাদাম রাখুন ডায়েটে ৷ চুলের কোষ বৃদ্ধি করতে এবং চুল ভাইব্রেন্ট করতে বাদাম অবশ্যই খাওয়া উচিত ৷ বাদামের পাশাপাশি, ডিমও একই কাজ করে ৷ ডিমে রয়েছে জিঙ্ক, বায়োটিন, ভিটামিন যা চুলের স্বাস্থ্য রাখতে বিশেষ গুরুত্ব পালন করে ৷
  • ডার্ক চকোলেট- শুনলে হয়তো অবাক হবেন, চুল ভালো রাখতে খাওয়া ভালো ডার্ক চকোলেট ৷ রক্তের ফ্লো বাড়াতে ডার্ক চকোলেট বড় ভূমিকা পালন করে ৷
  • মাশরুম- প্রতিদিন পাতে মাশরুম থাকলে 7 শতাংশ জিঙ্ক প্রবেশ করবে আপনার শরীরে ৷ চুল পড়া বন্ধ করতে মাশরুম খাওয়া ভালো ৷

আরও পড়ুন: চুল হবে ঘন, বাড়বে দ্রুত, প্রতিদিন ব্যবহার করুন ভেষজ এই উদ্ভিদ

(প্রতিবেদনটি সাধারণ তথ্যের উপর নির্ভর করে লেখা ৷ বিশদে জানতে পুষ্টিবিদের পরামর্শ নিন ৷)

হায়দরাবাদ: চুল পড়ার সমস্যা কম-বেশি সকলের ৷ আবহাওয়ার পরিবর্তন, দূষণ, অতিরিক্ত কেমিক্যালের ব্যবহার ইত্যাদি কারণে প্রতিনিয়ত চুল উঠে মাথা হতে চলেছে ফাঁকা ৷ এই অবস্থায় ডায়েটে বেশ কিছু পরিবর্তন আনলে সমস্যার সমাধান হতে পারে অনেকটাই ৷ খাদ্যতালিকায় রাখুন এই খাবার গুলি ৷ ভালো হবে চুলের স্বাস্থ্য ৷

Zinc for Hair Growth
চুল ভালো রাখতে ডায়েটে রাখা উচিত জিঙ্ক

চুল ভালো রাখতে ডায়েটে রাখা উচিত জিঙ্ক জাতীয় খাবার ৷ পুষ্টিবিদদের মতে জিঙ্ক আছে এমন খাবার প্রতিদিন খেলে চুল পড়ার সমস্যা কমে ৷ পাশাপাশি চুলের গ্রোথও হয় ভালো মতে ৷ তবে অবশ্যই তা মেপে খাওয়া উচিত ৷ কারণ অতিরিক্ত জিঙ্কযুক্ত খাবারও চুল পড়ার সমস্যা বাড়িয়ে দেয় ৷ আমেরিকায় প্রকাশিত ন্যাশনাল ইন্সিটিউট অফ হেলথ-এর গবেষণায় উঠে এসেছে এই তথ্য ৷ বিশেষ করে তা পুরুষদের চুল পড়ার ক্ষেত্রে প্রভাবিত করে ৷ তাই যেটাই খাবেন, তা থাকবে পরিমিত ৷ কী কী রাখবেন ডায়েটে, দেখে নিন এক নজরে ৷

Zinc for Hair Growth
খাদ্যতালিকায় রাখুন এই খাবার গুলি
  • পালং শাক- পালং শাকে যেমন জিঙ্ক রয়েছে, তেমনি রয়েছে আয়রন, ভিটামিন এ, সি, ফোলেট ৷ ফলে চুলের যে প্রোটিন দরকার পড়ে, তা পালং শাক থেকে পাওয়া যায় ৷ তাই চুলের স্বাস্থ্য ভালো রাখতে পাতে রাখুন পালং শাক ৷
  • কুমড়োর দানা- অনেকেই না জেনে ফেলে দেন কুমড়োর বীজ বা দানা ৷ কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক ৷ পাশাপাশি কুমড়োর দানায় থাকা ভিটামিন ই, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লেমাটরি গুণ চুলের গোড়া ফাটা বন্ধ করে ও চুলের বৃদ্ধি ঘটায় ৷
  • মুসুর ডাল- এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড ৷ এছাড়া জিঙ্ক ও প্রোটিন তো আছেই ৷ এছাড়াও বায়োটিন, আয়রন, ভিটামিন সি, ম্যাগনেশিয়াম থাকায় চুলের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী মুসুর ডাল ৷ কোলাজেন বৃদ্ধি করা থেকে চুলের ত্বক ভালো রাখতে মুসুর ডাল অপরিহার্য ৷
  • দই- টক দইতে শুধুমাত্র প্রো-বায়োটিক আছে তা নয়, রয়েছে হাই জিঙ্ক-ও ৷ যা চুলের স্বাস্থ্যের জন্য ভালো ৷ চুলের টিস্যু ভালো রাখতে দই উপকারী ৷ পাশাপাশি চুল পড়া রোধ করতেও সাহায্য করে দই ৷
    Zinc for Hair Growth
    চুলের স্বাস্থ্য ফেরাতে নজর দিন ডায়েটের দিকে
  • বাদাম ও ডিম- আমন্ড ও কাজু বাদাম রাখুন ডায়েটে ৷ চুলের কোষ বৃদ্ধি করতে এবং চুল ভাইব্রেন্ট করতে বাদাম অবশ্যই খাওয়া উচিত ৷ বাদামের পাশাপাশি, ডিমও একই কাজ করে ৷ ডিমে রয়েছে জিঙ্ক, বায়োটিন, ভিটামিন যা চুলের স্বাস্থ্য রাখতে বিশেষ গুরুত্ব পালন করে ৷
  • ডার্ক চকোলেট- শুনলে হয়তো অবাক হবেন, চুল ভালো রাখতে খাওয়া ভালো ডার্ক চকোলেট ৷ রক্তের ফ্লো বাড়াতে ডার্ক চকোলেট বড় ভূমিকা পালন করে ৷
  • মাশরুম- প্রতিদিন পাতে মাশরুম থাকলে 7 শতাংশ জিঙ্ক প্রবেশ করবে আপনার শরীরে ৷ চুল পড়া বন্ধ করতে মাশরুম খাওয়া ভালো ৷

আরও পড়ুন: চুল হবে ঘন, বাড়বে দ্রুত, প্রতিদিন ব্যবহার করুন ভেষজ এই উদ্ভিদ

(প্রতিবেদনটি সাধারণ তথ্যের উপর নির্ভর করে লেখা ৷ বিশদে জানতে পুষ্টিবিদের পরামর্শ নিন ৷)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.