ETV Bharat / sukhibhava

মুখের দুর্গন্ধ দূর করার 10 টি দারুণ হোম রেমেডি - how to eliminate bad breath

মুখের দুর্গন্ধ দূর করার সহজ উপায় বাতলাচ্ছে সুখীভব

মুখের দুর্গন্ধ দূর করার 10 টি দারুণ হোম রেমেডি
মুখের দুর্গন্ধ দূর করার 10 টি দারুণ হোম রেমেডি
author img

By

Published : Mar 5, 2021, 2:29 PM IST

বলা হয়, দিনে দুবার দাঁত ব্রাশ করা এবং ফ্লসিং করলে মুখের স্বাস্থ্য ভাল থাকে । কিন্তু কখনও কখনও তা সত্ত্বেও কারও কারও মুখে দুর্গন্ধ হয় । সেক্ষেত্রে দায়ী করা হয় মুখের স্বাস্থ্যেরর যথাযথ খেয়াল না রাখাকেই, বেশিরভাগ ক্ষেত্রে যা ঠিক । কিন্তু আপনি জানেন কী? মুখের দুর্গন্ধ কখনও কখনও কোনও অসুস্থতারও হুঁশিয়ারি হতে পারে?

মুখের দুর্গন্ধের কারণ :

ডাক্তাররা বিশ্বাস করেন যে বেশিরভাগ ক্ষেত্রেই মুখের দুর্গন্ধের কারণ হল মুখের স্বাস্থে্যর ঠিকভাবে খেয়াল না রাখা । তবে কিছু কিছু ক্ষেত্রে এটা কোনও রোগেরও উপসর্গ হতে পারে । এর কারণের মধ্যে রয়েছে–

মুখে খাবারের কণা থেকে যাওয়া

যদি খাবার খাওয়ার পর আমরা মুখ ভাল করে না ধুই, তাহলে সেই খাবারের অংশবিশেষ দাঁতের ফাঁকে আটকে থাকতে পারে, যার জন্য মুখ থেকে দুর্গন্ধ বেরোতে পারে । তাছাড়াও কাঁচা পেঁয়াজ, রসুন খেলে বা এই সব রয়েছে এমন কোনও খাবার খেলেও মুখে দুর্গন্ধ হতে পারে ।

মুখের শুষ্কতা

আমাদের মুখের লালা আমাদের মুখের ভিতরের অংশকে আর্দ্র রাখতে সাহায্য করে এবং তাকে পরিষ্কার রাখে । কিন্তু কখনও কখনও মুখে লালারসের কম উৎপাদনের জন্য জিভের নিচের দিকে, মাড়িতে এবং ‘চিক’ অংশে মৃত কোষ জমতে শুরু করে, যার থেকে বাজে গন্ধ বের হয় । সাধারণত শোওয়ার সময় এই সমস্যা দেখা দেয় ।

দাঁতের সমস্যা

আমরা যদি দাঁতেরও ঠিক মতো যত্ন না করি, তাহলে এই সমস্যা দেখা দেবে । ঠিকমতো দাঁত ব্রাশ না করলে দাঁতের ফাঁকে খাবারের কণা আটকে থাকে, যার ফলে ব্যাকটিরিয়া এবং হাইড্রোজেন সালফাইড তৈরি হয় । দাঁতের উপর রঙহীন ও চটচটে ব্যাকটিরিয়ার স্তর জমা হয় । তাছাড়াও পাইরিয়ার মতো দাঁতের সমস্যাও মুখের দুর্গন্ধের কারণ হতে পারে ।

সংকটজনক রোগব্যধি

ফুসফুসের সংক্রমণের কারণে মুখের দুর্গন্ধ হয় । এই সমস্যা সৃষ্টিকারী অন্যান্য কারণের মধে্য রয়েছে পরিপাকজনিত সমস্যা, ক্যানসার এবং শরীরের অন্যান্য বিপাকজনিত সমস্যা । এছাড়াও মাত্রাতিরিক্ত ধূমপান, কড়া হারে ডায়েটিং, সকালে প্রাতঃরাশ না করা, মুখের আলসার, মাড়ি থেকে রক্ত পড়া, গলায় সংক্রমণ, টনসিলের সংক্রমণের জন্যও এই সমস্যা হতে পারে কারণ এ সবের ফলে শরীরে জিংকের ঘাটতি দেখা দেয় । যদি সমস্যা স্থায়ী হয়, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন ।

মুখের দুর্গন্ধ দূর করার ১০ টি হোম রেমেডি

আরও পড়ুন : এই লঙ্কা খেলে প্রাণও যেতে পারে !

১. গ্রিন টি : গ্রিন টিতে থাকা অ্যান্টি-ব্যাকটিরিয়াল গুণাগুণ মুখের দুর্গন্ধ দূর করে ।

২. মুলেথি (লিকোরিস) : রোজ মুলেথি চিবোলে মুখের স্বাস্থ্য ভাল থাকে । পাশাপাশি মুখের দুর্গন্ধের সমস্যাও দূর হয় ।

৩. লবঙ্গ : লবঙ্গকে মুখের স্বাস্থে্যর জন্য অত্যন্ত ভাল বলে মানা হয় । ধীরে ধীরে এটি চিবোতে থাকলে কিংবা মুখে রেখে আস্তে আস্তে চুষলে, মুখের গন্ধের সমস্যা দূর হয় ।

৪. পিপারমিন্ট : পুদিনা পাতার রস মিশানো জল দিয়ে মুখ ধুলে বা কয়েকটি পাতা চিবোলে দুর্গন্ধ দূর হয় ।

৫. মৌরি : এটি খুবই জনপ্রিয় মাউথ ফ্রেশনার । শুধু বদহজমই মেটায় না, মুখের দুর্গন্ধও দূর করে ।

৬. শুকনো ধনে : এটাও অনেকটা মৌরির মতো । শুকনো ধনেকেও সেরা মাউথ ফ্রেশনার হিসাবে গণ্য করা হয় । এটা চিবোলে উপকার মেলে ।

৭. বেসিল (তুলসী): রোজ তুলসী পাতা চিবোলে মুখের বাজে দুর্গন্ধের সমস্যার নিরসন হয় ।

৮. নুন জল : ঈষদুষ্ণ নুন জল দিয়ে মুখ ধুয়ে কুলকুচি করলে জলে থাকা নুন দুর্গন্ধ দূর করে দেয় । তাছাড়া এই জল গারগেল করলে গলার সংক্রমণও দূর হয় ।

৯. পেয়ারা পাতা : পেয়ারা পাতার অনেক ঔষধি গুণাগুণ আছে । এর একটি হল, এই পাতা চিবোনো । এতে মুখের দুর্গন্ধ দূর হয় এবং মুখের আলসারেরও নিরাময় হয় ।

১০. বেদানার খোসা : বেদানার খোসা সিদ্ধ করতে হবে । অর্থাৎ, বেদানার খোস জলে টুকরো টুকরো করে ফেলে, সেই জল ফুটোতে হবে এবং তা দিয়ে মুখ খুতে হবে ।

বলা হয়, দিনে দুবার দাঁত ব্রাশ করা এবং ফ্লসিং করলে মুখের স্বাস্থ্য ভাল থাকে । কিন্তু কখনও কখনও তা সত্ত্বেও কারও কারও মুখে দুর্গন্ধ হয় । সেক্ষেত্রে দায়ী করা হয় মুখের স্বাস্থ্যেরর যথাযথ খেয়াল না রাখাকেই, বেশিরভাগ ক্ষেত্রে যা ঠিক । কিন্তু আপনি জানেন কী? মুখের দুর্গন্ধ কখনও কখনও কোনও অসুস্থতারও হুঁশিয়ারি হতে পারে?

মুখের দুর্গন্ধের কারণ :

ডাক্তাররা বিশ্বাস করেন যে বেশিরভাগ ক্ষেত্রেই মুখের দুর্গন্ধের কারণ হল মুখের স্বাস্থে্যর ঠিকভাবে খেয়াল না রাখা । তবে কিছু কিছু ক্ষেত্রে এটা কোনও রোগেরও উপসর্গ হতে পারে । এর কারণের মধ্যে রয়েছে–

মুখে খাবারের কণা থেকে যাওয়া

যদি খাবার খাওয়ার পর আমরা মুখ ভাল করে না ধুই, তাহলে সেই খাবারের অংশবিশেষ দাঁতের ফাঁকে আটকে থাকতে পারে, যার জন্য মুখ থেকে দুর্গন্ধ বেরোতে পারে । তাছাড়াও কাঁচা পেঁয়াজ, রসুন খেলে বা এই সব রয়েছে এমন কোনও খাবার খেলেও মুখে দুর্গন্ধ হতে পারে ।

মুখের শুষ্কতা

আমাদের মুখের লালা আমাদের মুখের ভিতরের অংশকে আর্দ্র রাখতে সাহায্য করে এবং তাকে পরিষ্কার রাখে । কিন্তু কখনও কখনও মুখে লালারসের কম উৎপাদনের জন্য জিভের নিচের দিকে, মাড়িতে এবং ‘চিক’ অংশে মৃত কোষ জমতে শুরু করে, যার থেকে বাজে গন্ধ বের হয় । সাধারণত শোওয়ার সময় এই সমস্যা দেখা দেয় ।

দাঁতের সমস্যা

আমরা যদি দাঁতেরও ঠিক মতো যত্ন না করি, তাহলে এই সমস্যা দেখা দেবে । ঠিকমতো দাঁত ব্রাশ না করলে দাঁতের ফাঁকে খাবারের কণা আটকে থাকে, যার ফলে ব্যাকটিরিয়া এবং হাইড্রোজেন সালফাইড তৈরি হয় । দাঁতের উপর রঙহীন ও চটচটে ব্যাকটিরিয়ার স্তর জমা হয় । তাছাড়াও পাইরিয়ার মতো দাঁতের সমস্যাও মুখের দুর্গন্ধের কারণ হতে পারে ।

সংকটজনক রোগব্যধি

ফুসফুসের সংক্রমণের কারণে মুখের দুর্গন্ধ হয় । এই সমস্যা সৃষ্টিকারী অন্যান্য কারণের মধে্য রয়েছে পরিপাকজনিত সমস্যা, ক্যানসার এবং শরীরের অন্যান্য বিপাকজনিত সমস্যা । এছাড়াও মাত্রাতিরিক্ত ধূমপান, কড়া হারে ডায়েটিং, সকালে প্রাতঃরাশ না করা, মুখের আলসার, মাড়ি থেকে রক্ত পড়া, গলায় সংক্রমণ, টনসিলের সংক্রমণের জন্যও এই সমস্যা হতে পারে কারণ এ সবের ফলে শরীরে জিংকের ঘাটতি দেখা দেয় । যদি সমস্যা স্থায়ী হয়, দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন ।

মুখের দুর্গন্ধ দূর করার ১০ টি হোম রেমেডি

আরও পড়ুন : এই লঙ্কা খেলে প্রাণও যেতে পারে !

১. গ্রিন টি : গ্রিন টিতে থাকা অ্যান্টি-ব্যাকটিরিয়াল গুণাগুণ মুখের দুর্গন্ধ দূর করে ।

২. মুলেথি (লিকোরিস) : রোজ মুলেথি চিবোলে মুখের স্বাস্থ্য ভাল থাকে । পাশাপাশি মুখের দুর্গন্ধের সমস্যাও দূর হয় ।

৩. লবঙ্গ : লবঙ্গকে মুখের স্বাস্থে্যর জন্য অত্যন্ত ভাল বলে মানা হয় । ধীরে ধীরে এটি চিবোতে থাকলে কিংবা মুখে রেখে আস্তে আস্তে চুষলে, মুখের গন্ধের সমস্যা দূর হয় ।

৪. পিপারমিন্ট : পুদিনা পাতার রস মিশানো জল দিয়ে মুখ ধুলে বা কয়েকটি পাতা চিবোলে দুর্গন্ধ দূর হয় ।

৫. মৌরি : এটি খুবই জনপ্রিয় মাউথ ফ্রেশনার । শুধু বদহজমই মেটায় না, মুখের দুর্গন্ধও দূর করে ।

৬. শুকনো ধনে : এটাও অনেকটা মৌরির মতো । শুকনো ধনেকেও সেরা মাউথ ফ্রেশনার হিসাবে গণ্য করা হয় । এটা চিবোলে উপকার মেলে ।

৭. বেসিল (তুলসী): রোজ তুলসী পাতা চিবোলে মুখের বাজে দুর্গন্ধের সমস্যার নিরসন হয় ।

৮. নুন জল : ঈষদুষ্ণ নুন জল দিয়ে মুখ ধুয়ে কুলকুচি করলে জলে থাকা নুন দুর্গন্ধ দূর করে দেয় । তাছাড়া এই জল গারগেল করলে গলার সংক্রমণও দূর হয় ।

৯. পেয়ারা পাতা : পেয়ারা পাতার অনেক ঔষধি গুণাগুণ আছে । এর একটি হল, এই পাতা চিবোনো । এতে মুখের দুর্গন্ধ দূর হয় এবং মুখের আলসারেরও নিরাময় হয় ।

১০. বেদানার খোসা : বেদানার খোসা সিদ্ধ করতে হবে । অর্থাৎ, বেদানার খোস জলে টুকরো টুকরো করে ফেলে, সেই জল ফুটোতে হবে এবং তা দিয়ে মুখ খুতে হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.