ETV Bharat / sukhibhava

Travel With Friends: ফ্রেন্ডশিপ ডে'র আগে জেনে নিন বন্ধুদের নিয়ে ঘুরতে যাওয়ার 5 আদর্শ জায়গা

author img

By

Published : Aug 5, 2023, 9:06 AM IST

বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়ার মজাই আলাদা ৷ কিন্তু কোথায় যাবেন তা নিয়ে চিন্তিত ? আপনার জন্য রইল বন্ধুদের সঙ্গে দেশের মধ্যে বেড়ানোর 5টি আদর্শ জায়গা ৷

Etv Bharat
বন্ধুদের নিয়ে ঘুরতে যাওয়ার 5 আদর্শ জায়গা

হায়দরাবাদ: সামনেই ফ্রেন্ডশিপ ডে ৷ প্রতি বছর অগস্ট মাসের প্রথম রবিবার পালিত হয় সেই দিন ৷ এই দিনের উদযাপনে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার উপযুক্ত জায়গার কথা ভাবছেন ? তাহলে আপনার কাজে আসবে এই প্রতিবেদন ৷ দেশের মধ্যে অবস্থিত এমনই পাঁচটি জায়গার উদাহরণ দেওয়া হল যা বন্ধুদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত ৷

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ : এক সপ্তাহের ছুটি ম্যানেজ করতে পারলে বন্ধুদের সঙ্গে নিয়ে ঘুরে আসতে পারেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৷ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে আদিম সৌন্দর্য বোঝানোর জন্য এই দ্বীপটি ঘোরা উচিত ৷ এটি সবাইকে নিয়ে ঘোরার মতো জায়গা ৷ সমুদ্র সৈকতে দিন কাটাতে ও দুঃসাহসিক খেলায় আগ্রহ থাকলে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন আন্দামানকে ৷ পাশাপাশি এখানকার স্থানীয় খাবারের স্বাদও চেখে দেখতে পারবেন ৷ আর সঙ্গে তো স্কুবা ডাইভিং রয়েছেই ৷ চাইলে সামুদ্রিক প্রাণীদের সঙ্গে জলের তলায়ও থাকতে পারবেন কিছুক্ষণ ৷ স্বচ্ছ নীল জল, রঙিন জলজ প্রাণী ও জীবন্ত প্রবাল সবই চাক্ষুষ করতে পারবেন ৷

ঐতিহাসিক স্থানগুলির মধ্যে হ্যাভলক দ্বীপ, স্বরাজ দ্বীপ, সেলুলার জেল, মায়াবন্দর ও ব্যারেন আইল্যান্ডও ঘুরে আসতে পারেন ৷ সব মিলিয়ে সাতদিনের জমজমাট ছুটিতে বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়তে পারেন আন্দামানের উদ্দেশ্যে ৷

চেরাপুঞ্জি (মেঘালয়): পশ্চিমবঙ্গ থেকে কাছাকাছির মধ্যে ঘুরতে চাইলে মেঘালয়ের একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য চেরাপুঞ্জিতে যেতে পারেন ৷ অগস্টে এখানকার তাপমাত্রা থাকে 17 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ৷ কর্পোরেট চাকরিতে থাকলে সেই পরিবেশ থেকে বিরতি নিতে এটি একটি আদর্শ স্থান হবে ৷

আপনি এখানে মকডক ভ্যালি, থাংকারাং পার্ক, ইকো পার্ক, সেভেন সিস্টার ফলস, মৌসিনরাম রিজার্ভ ফরেস্ট ইত্যাদি দেখতে পারেন ৷ এছাড়াও এখানে গুহায় যেতে পারবেন, জিপলাইন করতে পারবেন ও রুট ব্রিজগুলি দেখতে পারবেন ৷

চিকমাগালুরু : কর্মসূত্রে বেঙ্গালুরুতে রয়েছেন ? তাহলে বন্ধুদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়তে পারেন চিকমাগালুরুর উদ্দেশ্যে ৷ কর্ণাটকের কফি ল্যান্ড হিসেবে পরিচিত এই জায়গা বেঙ্গালুরুতে বসবাসকারী লোকেদের জন্য সপ্তাহান্তে বা দীর্ঘ ছুটির সেরা বিকল্প ৷ কর্ণাটকের এই সবুজ হিল স্টেশনটি প্রকৃতি ও কফি প্রেমীদের জন্য দারুণ গন্তব্য ৷

এখানে বেড়াতে গেলে স্থানীয় রান্না কর খাবারের স্বাদ নিন ৷ সঙ্গে মনোরম আবহাওয়া ও পাহাড়ি জায়গার সৌন্দর্যে বন্ধুদের সঙ্গে জমে উঠুক নির্ভেজাল আড্ডা ৷ এখানে দেখার জায়গাগুলির মধ্যে রয়েছে মাণিক্যধারা জলপ্রপাত, বাবা বুদান গিরি, কাল্লাথিগিরি জলপ্রপাত, ভদ্রা বন্যপ্রাণ অভয়ারণ্য, মুল্লায়ানাগিরি শৃঙ্গ, কফি এস্টেট ও হিরেকোলালে লেক ৷ বেঙ্গালুরু থেকে কাছে হলেও যে কোনও জায়গা থেকেই এখানে বেড়াতে যেতে পারেন ৷

গোয়া : বন্ধুদের সঙ্গে বেড়াতে যাবার জন্য যে জায়গার নামটা সবচেয়ে বেশি আলোচিত হয় তা হল গোয়া ৷ অগস্ট হল গোয়া যাওয়ার অফ সিজন ৷ তাই এই সময় গেলে আপনি অন্যান্য সময়ের চেয়ে একটু কম খরচে ঘুরতে পারবেন ৷

আশেপাশের জায়গাগুলি ঘোরা ছাড়াও এখানকার বাগা বিচে জল খেলার অভিজ্ঞতা নিতে পারেন, রয়েছে স্কুবা ডাইভিংয়ের সুযোগ ৷ মন উড়তে চাইলে প্যারাগ্লাইডিংও করতে পারেন ৷ এছাড়াও চোরাও দ্বাপে সাইকেল চালাতে পারেন ৷

লেহ লাদাখ : উত্তর ভারতের একটি জনপ্রিয় স্থান যেখানে বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন তা হল লেহ লাদাখ ৷ বাইক নিয়ে অ্যাডভেঞ্চারের ইচ্ছে থাকলে এটাই হবে সেরা জায়গা ৷ অনেক বাইকার প্রায়ই এই গন্তব্যগুলির একটিতে যান ৷ এখানে দেখার জায়গাগুলির মধ্যে রয়েছে প্যাংগং সো, হেমিস ন্যাশনাল পার্ক, লেহ প্যালেস, খারদুং লা পাস ইত্যাদি ৷ আপনার বন্ধুরা যদি অ্যাডভেঞ্চারে উৎসাহী হন তবে এখানে ট্রেকিং, আর্চারি, উট সাফারি, পাহাড়ে চড়া,প্যারাগ্লাইডিং ও মাউন্টেন বাইকিং তথা পাহাড়ি পথে বাইক চালাতে পারেন ৷

আরও পড়ুন : বিদেশযাত্রাকে সুন্দর এবং উপভোগ্য করতে চাই ভ্রমণ বীমা

হায়দরাবাদ: সামনেই ফ্রেন্ডশিপ ডে ৷ প্রতি বছর অগস্ট মাসের প্রথম রবিবার পালিত হয় সেই দিন ৷ এই দিনের উদযাপনে বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়ার উপযুক্ত জায়গার কথা ভাবছেন ? তাহলে আপনার কাজে আসবে এই প্রতিবেদন ৷ দেশের মধ্যে অবস্থিত এমনই পাঁচটি জায়গার উদাহরণ দেওয়া হল যা বন্ধুদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য উপযুক্ত ৷

আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ : এক সপ্তাহের ছুটি ম্যানেজ করতে পারলে বন্ধুদের সঙ্গে নিয়ে ঘুরে আসতে পারেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ৷ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে আদিম সৌন্দর্য বোঝানোর জন্য এই দ্বীপটি ঘোরা উচিত ৷ এটি সবাইকে নিয়ে ঘোরার মতো জায়গা ৷ সমুদ্র সৈকতে দিন কাটাতে ও দুঃসাহসিক খেলায় আগ্রহ থাকলে আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন আন্দামানকে ৷ পাশাপাশি এখানকার স্থানীয় খাবারের স্বাদও চেখে দেখতে পারবেন ৷ আর সঙ্গে তো স্কুবা ডাইভিং রয়েছেই ৷ চাইলে সামুদ্রিক প্রাণীদের সঙ্গে জলের তলায়ও থাকতে পারবেন কিছুক্ষণ ৷ স্বচ্ছ নীল জল, রঙিন জলজ প্রাণী ও জীবন্ত প্রবাল সবই চাক্ষুষ করতে পারবেন ৷

ঐতিহাসিক স্থানগুলির মধ্যে হ্যাভলক দ্বীপ, স্বরাজ দ্বীপ, সেলুলার জেল, মায়াবন্দর ও ব্যারেন আইল্যান্ডও ঘুরে আসতে পারেন ৷ সব মিলিয়ে সাতদিনের জমজমাট ছুটিতে বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়তে পারেন আন্দামানের উদ্দেশ্যে ৷

চেরাপুঞ্জি (মেঘালয়): পশ্চিমবঙ্গ থেকে কাছাকাছির মধ্যে ঘুরতে চাইলে মেঘালয়ের একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য চেরাপুঞ্জিতে যেতে পারেন ৷ অগস্টে এখানকার তাপমাত্রা থাকে 17 থেকে 24 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ৷ কর্পোরেট চাকরিতে থাকলে সেই পরিবেশ থেকে বিরতি নিতে এটি একটি আদর্শ স্থান হবে ৷

আপনি এখানে মকডক ভ্যালি, থাংকারাং পার্ক, ইকো পার্ক, সেভেন সিস্টার ফলস, মৌসিনরাম রিজার্ভ ফরেস্ট ইত্যাদি দেখতে পারেন ৷ এছাড়াও এখানে গুহায় যেতে পারবেন, জিপলাইন করতে পারবেন ও রুট ব্রিজগুলি দেখতে পারবেন ৷

চিকমাগালুরু : কর্মসূত্রে বেঙ্গালুরুতে রয়েছেন ? তাহলে বন্ধুদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়তে পারেন চিকমাগালুরুর উদ্দেশ্যে ৷ কর্ণাটকের কফি ল্যান্ড হিসেবে পরিচিত এই জায়গা বেঙ্গালুরুতে বসবাসকারী লোকেদের জন্য সপ্তাহান্তে বা দীর্ঘ ছুটির সেরা বিকল্প ৷ কর্ণাটকের এই সবুজ হিল স্টেশনটি প্রকৃতি ও কফি প্রেমীদের জন্য দারুণ গন্তব্য ৷

এখানে বেড়াতে গেলে স্থানীয় রান্না কর খাবারের স্বাদ নিন ৷ সঙ্গে মনোরম আবহাওয়া ও পাহাড়ি জায়গার সৌন্দর্যে বন্ধুদের সঙ্গে জমে উঠুক নির্ভেজাল আড্ডা ৷ এখানে দেখার জায়গাগুলির মধ্যে রয়েছে মাণিক্যধারা জলপ্রপাত, বাবা বুদান গিরি, কাল্লাথিগিরি জলপ্রপাত, ভদ্রা বন্যপ্রাণ অভয়ারণ্য, মুল্লায়ানাগিরি শৃঙ্গ, কফি এস্টেট ও হিরেকোলালে লেক ৷ বেঙ্গালুরু থেকে কাছে হলেও যে কোনও জায়গা থেকেই এখানে বেড়াতে যেতে পারেন ৷

গোয়া : বন্ধুদের সঙ্গে বেড়াতে যাবার জন্য যে জায়গার নামটা সবচেয়ে বেশি আলোচিত হয় তা হল গোয়া ৷ অগস্ট হল গোয়া যাওয়ার অফ সিজন ৷ তাই এই সময় গেলে আপনি অন্যান্য সময়ের চেয়ে একটু কম খরচে ঘুরতে পারবেন ৷

আশেপাশের জায়গাগুলি ঘোরা ছাড়াও এখানকার বাগা বিচে জল খেলার অভিজ্ঞতা নিতে পারেন, রয়েছে স্কুবা ডাইভিংয়ের সুযোগ ৷ মন উড়তে চাইলে প্যারাগ্লাইডিংও করতে পারেন ৷ এছাড়াও চোরাও দ্বাপে সাইকেল চালাতে পারেন ৷

লেহ লাদাখ : উত্তর ভারতের একটি জনপ্রিয় স্থান যেখানে বন্ধুদের সঙ্গে ঘুরতে যেতে পারেন তা হল লেহ লাদাখ ৷ বাইক নিয়ে অ্যাডভেঞ্চারের ইচ্ছে থাকলে এটাই হবে সেরা জায়গা ৷ অনেক বাইকার প্রায়ই এই গন্তব্যগুলির একটিতে যান ৷ এখানে দেখার জায়গাগুলির মধ্যে রয়েছে প্যাংগং সো, হেমিস ন্যাশনাল পার্ক, লেহ প্যালেস, খারদুং লা পাস ইত্যাদি ৷ আপনার বন্ধুরা যদি অ্যাডভেঞ্চারে উৎসাহী হন তবে এখানে ট্রেকিং, আর্চারি, উট সাফারি, পাহাড়ে চড়া,প্যারাগ্লাইডিং ও মাউন্টেন বাইকিং তথা পাহাড়ি পথে বাইক চালাতে পারেন ৷

আরও পড়ুন : বিদেশযাত্রাকে সুন্দর এবং উপভোগ্য করতে চাই ভ্রমণ বীমা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.