ETV Bharat / sukhibhava

Post Holi Skincare Tips : দোলের পর ত্বকের যত্ন নিতে জেনে রাখুন কিছু ঘরোয়া টিপস - Some Tips for Post Holi Skincare

হোলির পর রং তোলা যেমন একটি কঠিন কাজ, তেমনই গুরুত্বপূর্ণ একটি কাজ হল সারাদিনে নানা ধরনের রং যে ক্ষতিকর প্রভাব ফেলেছে আপনার ত্বকের ওপর তা নিরময়ের জন্য ব্যবস্থা করা ৷ দেখে নিন এমনই কিছু ঘরোয়া টিপস যা আপনার ত্বকের জন্য ভীষণ কার্যকরী (Some Tips for Post Holi Skincare) ৷

skincare tips
দোলের পর ত্বকের যত্ন নিতে জেনে রাখুন কিছু ঘরোয়া টিপস
author img

By

Published : Mar 19, 2022, 10:21 AM IST

হায়দরাবাদ : দোল খেলতে গিয়ে নানা ধরনের রং তো নিশ্চয় মেখেছেন, আনন্দের এই মুহূর্তে খেয়াল রাখা সম্ভব নয় ত্বকের কতখানি ক্ষতি হতে পারে এই কেমিক্যাল রঙের জেরে ৷ একইসঙ্গে প্রচুর জাঙ্কফুডও নিশ্চয় খেয়েছেন গতকাল ৷ আর তাই ত্বকের যত্ন নেওয়া এবার একান্ত জরুরি ৷ আসুন দেখে নেওয়া যাক কয়েকটি ঘরোয়া টিপস যা আপনার ত্বকের জন্য ভীষণ কার্যকরী ৷

  1. দই : দই শুধু যে অন্ত্রের জন্য ভীষণ ভাল তা নয় একইসঙ্গে এটি ত্বকের জন্যও খুবই উপকারী ৷ দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের মৃত কোষগুলিকে পরিষ্কার করতে এবং নতুন কোষের পথ তৈরি করতে সাহায্য করে ৷ শুধু তাই নয় ব্রণ এবং মুখের দাগ কমাতেও সাহায্য করে দই ৷ তাই দই দেখলে শুধু খাওয়ার কথা মনে পরলেও কিছুটা দই নিয়ে তা আপনার মুখে এবং ঘাড়ে লাগান ৷ এরপর বৃত্তাকারে ম্যাসাজ করুন ৷ 10-15 মিনিট রাখার পর গরম জলে মুখ ধুয়ে ফেলুন ৷
    Post Holi Skincare Tips
    দই
  2. অ্যালোভেরা বা ঘৃতকুমারী : অ্য়ালোভেরা ত্বকের জন্য ভীষণ উপকারী ৷ ব্রণ এবং মুখের দাগ তো বটেই একইসঙ্গে এটি আপনার ত্বকের শুস্কতার সমস্য়াও কমায় এবং ত্বককে হাইড্রেটেড রাখতেও সাহায্য করে ৷ রং খেলার পর পর মুখে ফুসকুড়ি কিংবা শুষ্কতার সমস্যা অতি সাধারণ ৷ এক্ষেত্রে অ্যালোভেরা জেল নিরাময়ে বিশেষ সাহায্য করবে ৷ শুধু তাই নয় এটি ত্বককে বিভিন্ন রাসায়নিক থেকেও রক্ষা করে আর সঙ্গে সঙ্গে ময়েশ্চারাইজার হিসাবেও কাজ করে ৷
    Post Holi Skincare Tips
    অ্যালোভেরা বা ঘৃতকুমারী
  3. টমেটো : রান্নাঘরের এমন একটি ফল যা ত্বককে সতেজ রাখতে ভীষণ সাহায্য করে তা হল টমেটো (Kitchen Ingredients for Skincare)৷ ভিটামিন এ, সি, কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেন সমৃদ্ধ এই ফল আপনার ত্বককে টোনড করতে, রোদে পোড়া দাগ এবং ব্রণ কমাতে,ত্বকের উজ্জ্বলতা এবং তারুণ্য বজায় রাখতে সাহায্য করে ৷ টমেটো থাকা বিভিন্ন ভিটামিন আপনার ত্বকের মৃত কোষগুলিকে রেস্টোরেশনের কাজেও দক্ষ ৷
    Post Holi Skincare Tips
    টমেটো
  4. আলু : দোলের দিনে বিরিয়ানি আলু ছাড়া কি জমে ? কিন্তু আলু শুধু খাবারের প্লেটেই অপরিহার্য তা কিন্তু নয় এর বেশকিছু উপকারী গুণ রয়েছে ত্বকের জন্যও ৷ আলু ভিটামিন বি১, বি৩, বি৬, সি এবং পটাসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের মত নানা স্বাস্থ্যকর উপাদানে সমৃদ্ধ ৷ তাই ত্বকের সমস্যার ক্ষেত্রে একে অলরাউন্ডার বলা যেতেই পারে ৷ ত্বকের ট্যানিং এবং হাইপার-পিগমেন্টেশনের মতো সমস্যাগুলি তো বটেই আলু বলি রেখা, ডার্ক সার্কেল এবং চোখের ফোলা ভাবও কমায় ৷ সান ট্যান এবং ডার্ক সার্কেল হল হোলির পরের কিছু সাধারণ সমস্যা, আলুতে থাকা পটাসিয়াম এবং ভিটামিন সি এগুলি কমাতে সাহায্য করে ৷
    Post Holi Skincare Tips
    আলু
  5. পেঁপে : ত্বকের জন্য ভীষণ উপকারী একটি ফল হল পেঁপে ৷ হোলির পর ত্বকের যত্ন নিতে এর কোনও তুলনা নেই ৷ পেঁপে শক্তিশালী এনজাইম, বিটা-ক্যারোটিন এবং ফাইটোকেমিক্যালে সমৃদ্ধ ৷ এছাড়া এতে প্যাপাইন নামক একটি ম্যাজিক নিউট্রিয়েন্ট রয়েছে যা ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে ৷ পিগমেন্টেশন এবং দাগের সমস্যা দোলে রং খেলার পর খুবই সাধারণ একটি সমস্যা ৷ এক্ষেত্রে পেঁপে খুবই উপকারী ৷ এছাড়া বলিরেখা কমিয়ে ত্বককে মসৃণ এবং নরম রাখতে পেঁপের কোনও তুলনা নেই ৷
    Post Holi Skincare Tips
    পেঁপে

আরও পড়ুন: দৌড়জনিত চোট আঘাত এড়ানোর কিছু সহজ উপায়

হায়দরাবাদ : দোল খেলতে গিয়ে নানা ধরনের রং তো নিশ্চয় মেখেছেন, আনন্দের এই মুহূর্তে খেয়াল রাখা সম্ভব নয় ত্বকের কতখানি ক্ষতি হতে পারে এই কেমিক্যাল রঙের জেরে ৷ একইসঙ্গে প্রচুর জাঙ্কফুডও নিশ্চয় খেয়েছেন গতকাল ৷ আর তাই ত্বকের যত্ন নেওয়া এবার একান্ত জরুরি ৷ আসুন দেখে নেওয়া যাক কয়েকটি ঘরোয়া টিপস যা আপনার ত্বকের জন্য ভীষণ কার্যকরী ৷

  1. দই : দই শুধু যে অন্ত্রের জন্য ভীষণ ভাল তা নয় একইসঙ্গে এটি ত্বকের জন্যও খুবই উপকারী ৷ দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের মৃত কোষগুলিকে পরিষ্কার করতে এবং নতুন কোষের পথ তৈরি করতে সাহায্য করে ৷ শুধু তাই নয় ব্রণ এবং মুখের দাগ কমাতেও সাহায্য করে দই ৷ তাই দই দেখলে শুধু খাওয়ার কথা মনে পরলেও কিছুটা দই নিয়ে তা আপনার মুখে এবং ঘাড়ে লাগান ৷ এরপর বৃত্তাকারে ম্যাসাজ করুন ৷ 10-15 মিনিট রাখার পর গরম জলে মুখ ধুয়ে ফেলুন ৷
    Post Holi Skincare Tips
    দই
  2. অ্যালোভেরা বা ঘৃতকুমারী : অ্য়ালোভেরা ত্বকের জন্য ভীষণ উপকারী ৷ ব্রণ এবং মুখের দাগ তো বটেই একইসঙ্গে এটি আপনার ত্বকের শুস্কতার সমস্য়াও কমায় এবং ত্বককে হাইড্রেটেড রাখতেও সাহায্য করে ৷ রং খেলার পর পর মুখে ফুসকুড়ি কিংবা শুষ্কতার সমস্যা অতি সাধারণ ৷ এক্ষেত্রে অ্যালোভেরা জেল নিরাময়ে বিশেষ সাহায্য করবে ৷ শুধু তাই নয় এটি ত্বককে বিভিন্ন রাসায়নিক থেকেও রক্ষা করে আর সঙ্গে সঙ্গে ময়েশ্চারাইজার হিসাবেও কাজ করে ৷
    Post Holi Skincare Tips
    অ্যালোভেরা বা ঘৃতকুমারী
  3. টমেটো : রান্নাঘরের এমন একটি ফল যা ত্বককে সতেজ রাখতে ভীষণ সাহায্য করে তা হল টমেটো (Kitchen Ingredients for Skincare)৷ ভিটামিন এ, সি, কে এবং অ্যান্টিঅক্সিডেন্ট লাইকোপেন সমৃদ্ধ এই ফল আপনার ত্বককে টোনড করতে, রোদে পোড়া দাগ এবং ব্রণ কমাতে,ত্বকের উজ্জ্বলতা এবং তারুণ্য বজায় রাখতে সাহায্য করে ৷ টমেটো থাকা বিভিন্ন ভিটামিন আপনার ত্বকের মৃত কোষগুলিকে রেস্টোরেশনের কাজেও দক্ষ ৷
    Post Holi Skincare Tips
    টমেটো
  4. আলু : দোলের দিনে বিরিয়ানি আলু ছাড়া কি জমে ? কিন্তু আলু শুধু খাবারের প্লেটেই অপরিহার্য তা কিন্তু নয় এর বেশকিছু উপকারী গুণ রয়েছে ত্বকের জন্যও ৷ আলু ভিটামিন বি১, বি৩, বি৬, সি এবং পটাসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের মত নানা স্বাস্থ্যকর উপাদানে সমৃদ্ধ ৷ তাই ত্বকের সমস্যার ক্ষেত্রে একে অলরাউন্ডার বলা যেতেই পারে ৷ ত্বকের ট্যানিং এবং হাইপার-পিগমেন্টেশনের মতো সমস্যাগুলি তো বটেই আলু বলি রেখা, ডার্ক সার্কেল এবং চোখের ফোলা ভাবও কমায় ৷ সান ট্যান এবং ডার্ক সার্কেল হল হোলির পরের কিছু সাধারণ সমস্যা, আলুতে থাকা পটাসিয়াম এবং ভিটামিন সি এগুলি কমাতে সাহায্য করে ৷
    Post Holi Skincare Tips
    আলু
  5. পেঁপে : ত্বকের জন্য ভীষণ উপকারী একটি ফল হল পেঁপে ৷ হোলির পর ত্বকের যত্ন নিতে এর কোনও তুলনা নেই ৷ পেঁপে শক্তিশালী এনজাইম, বিটা-ক্যারোটিন এবং ফাইটোকেমিক্যালে সমৃদ্ধ ৷ এছাড়া এতে প্যাপাইন নামক একটি ম্যাজিক নিউট্রিয়েন্ট রয়েছে যা ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য করে ৷ পিগমেন্টেশন এবং দাগের সমস্যা দোলে রং খেলার পর খুবই সাধারণ একটি সমস্যা ৷ এক্ষেত্রে পেঁপে খুবই উপকারী ৷ এছাড়া বলিরেখা কমিয়ে ত্বককে মসৃণ এবং নরম রাখতে পেঁপের কোনও তুলনা নেই ৷
    Post Holi Skincare Tips
    পেঁপে

আরও পড়ুন: দৌড়জনিত চোট আঘাত এড়ানোর কিছু সহজ উপায়

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.