ETV Bharat / state

মোবাইল ছিনতাইকারীদের তাড়া করতে গিয়ে গুলিবিদ্ধ যুবক - মোবাইল ছিনতাইকারী

বরোগছ এলাকার বাসিন্দা পারভেজ আলম বাইকে করে ছিনতাইকারীদের ধাওয়া করে । সেই সময় পারভেজ এবং তাঁর দুই বন্ধুকে লক্ষ্য করে গুলি ছোড়ে ছিনতাইকারীরা । তাদের গুলিতে আহত হয় পারভেজ ।

আহত যুবক
author img

By

Published : Sep 6, 2019, 11:56 AM IST

রায়গঞ্জ, ৬ সেপ্টেম্বর : ছিনতাইকারীদের গুলিতে আহত হলেন এক যুবক । তাঁর নাম পারভেজ আলম । উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার চাঁদভিটা এলাকার ঘটনা । গুলিবিদ্ধ ওই যুবককে ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে । ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ ।


গুলিবিদ্ধ যুবক পারভেজ আলমের বাড়ি বরোগছ এলাকায় । জানা গেছে, গতকাল পারভেজ এবং তাঁর দুই বন্ধু মোটরবাইকে করে গোয়ালপোখর থানার বিপ্রীত এলাকায় সাইকেল খেলা দেখতে গেছিলেন । খেলা দেখে বাড়ি ফেরার পথে গোয়ালপোখর থানার চাঁদভিটা এলাকার কাছে পারভেজের মোটর বাইকটিকে আটকায় দুই ছিনতাইকারী । ছিনতাই করে পালিয়ে যায় পারভেজের মোবাইলটি । পারভেজ ও তাঁর দুই বন্ধু পিছনে তাড়া করলে ছিনতাইকারীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায় । ছিনতাইকারীদের ছোড়া গুলি পারভেজের পেটে লাগে । গুরুতর জখম অবস্থায় তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । গুলিবিদ্ধ পারভেজ আলমের অবস্থার অবনতি হতে থাকায় চিকিৎসকরা তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানোর নির্দেশ দেন ।

ছিনতাইকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ইসলামপুর থানার পুলিশ ।

রায়গঞ্জ, ৬ সেপ্টেম্বর : ছিনতাইকারীদের গুলিতে আহত হলেন এক যুবক । তাঁর নাম পারভেজ আলম । উত্তর দিনাজপুরের গোয়ালপোখর থানার চাঁদভিটা এলাকার ঘটনা । গুলিবিদ্ধ ওই যুবককে ইসলামপুর মহকুমা হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে । ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ ।


গুলিবিদ্ধ যুবক পারভেজ আলমের বাড়ি বরোগছ এলাকায় । জানা গেছে, গতকাল পারভেজ এবং তাঁর দুই বন্ধু মোটরবাইকে করে গোয়ালপোখর থানার বিপ্রীত এলাকায় সাইকেল খেলা দেখতে গেছিলেন । খেলা দেখে বাড়ি ফেরার পথে গোয়ালপোখর থানার চাঁদভিটা এলাকার কাছে পারভেজের মোটর বাইকটিকে আটকায় দুই ছিনতাইকারী । ছিনতাই করে পালিয়ে যায় পারভেজের মোবাইলটি । পারভেজ ও তাঁর দুই বন্ধু পিছনে তাড়া করলে ছিনতাইকারীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায় । ছিনতাইকারীদের ছোড়া গুলি পারভেজের পেটে লাগে । গুরুতর জখম অবস্থায় তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । গুলিবিদ্ধ পারভেজ আলমের অবস্থার অবনতি হতে থাকায় চিকিৎসকরা তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানোর নির্দেশ দেন ।

ছিনতাইকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ইসলামপুর থানার পুলিশ ।

Intro:রায়গঞ্জ, ৬ সেপ্টেম্বর, প্রসুন মৈত্র: পুজো শুরু হতে আরো এক মাস বাকি। তার আগেই ছিনতাইকারীদের গুলিতে গুলিবিদ্ধ ১ যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার চাঁদভিটা এলাকায়। গুলিবিদ্ধ যুবকের নাম পারভেজ আলম, বাড়ি বরোগছ এলাকায়। গুলিবিদ্ধ ওই যুবককে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।

স্থানীয়সূত্রে জানা গিয়েছে, গোয়ালপোখর থানার বরোগছ এলাকার বাসিন্দা পারভেজ আলম তার মোটর বাইকে করে তার দুই বন্ধু রাকিব আলম ও অরেক বন্ধুকে নিয়ে গোয়ালপোখর থানার বিপ্রীত এলাকায় সাইকেল খেলা দেখতে গিয়েছিল। খেলা দেখে বাড়ি ফেরার পথে গোয়ালপোখর থানার চাঁদভিটা এলাকায় পারভেজের মোটর বাইক এসে পৌছালে তাদের বাইকটিকে আটকায় দুই ছিনতাইকারী। পারভেজের মোবাইলটি ছিনতাই করে পালিয়ে যায়। তখন পারভেজ ও তার দুই বন্ধু ওই ছিনতাইকারীদের পেছনে তারা করলে ওই ছিনতাইকারীরা তাদেরকে লক্ষ্য করে গুলি চালাই বলে অভিযোগ। ছিনতাইকারীদের ছোড়া গুলি পারভেজের পেটে গিয়ে লাগে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। গুরুতর জখম অবস্থায় তার বন্ধুরা তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। গুলিবিদ্ধ পারভেজ আলম অবস্থা অবনতি থাকায় চিকিৎসকেরা তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানোর নির্দেশ দেয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ছিনতাইকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ইসলামপুর থানার পুলিশ। পুজো আগে এই ধরনের ঘটনায় আতঙ্ক এলাকার মানুষ।

বাইট : রাকিব আলম ( সাথে থাকা পারভেজের বন্ধু)
বাইট : মহম্মহ মুস্তেকিম আলম (অঞ্চল সভাপতি,গোয়ালপোখরের পোখোরিয়া গ্রামপঞ্চায়েতের)
Body:AbcdConclusion:Abcd
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.