ETV Bharat / state

Youth Murder At Karnajora : বাসন্তী পুজোর রাতে যুবক খুন কর্ণজোড়ায় - বাসন্তীপুজোর রাতে যুবক খুন কর্ণজোড়ায়

বাসন্তী পুজোর রাতে খুন হলেন এক যুবক (Youth Murder At Karnajora)। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের কর্ণজোড়া পুলিশ ফাঁড়ির ছত্রপুর এলাকায়। মৃত যুবকের নাম অনুকুল দেবনাথ।

Youth Murder At Karnajora
বাসন্তী পুজোর রাতে যুবক খুন কর্ণজোড়ায়
author img

By

Published : Apr 9, 2022, 12:41 PM IST

রায়গঞ্জ, 9 এপ্রিল : বাসন্তী পুজোর সপ্তমীর রাতে খুন হলেন এক যুবক (Youth Murder At Karnajora)। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলা সদর কর্ণজোড়া পুলিশ ফাঁড়ির ছত্রপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্শ বর্মা-সহ বিশাল পুলিশ। পৌঁছে যান স্থানীয় পঞ্চায়েত সদস্য সুমন দেবনাথও।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম অনুকুল দেবনাথ। এই যুবককে মাথায় ধারালো অস্ত্রের আঘাত করে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিনজন সন্দেহভাজনকে এলাকা থেকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে কর্ণজোড়া পুলিশ ফাঁড়ির পুলিশ।

আরও পড়ুন : স্কুলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, সিআইডির হাতে গ্রেফতার ব্যবসায়ী

সুমন দেবনাথ বলেন, "কর্ণজোড়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ছত্রপুর এলাকায় বাসন্তী পুজো চলছিল। আমরা সকলে পুজোর ওখানেই ছিলাম। শুনতে পাই পাশেই একটি বাড়ি আছে যেখানে আগে দেশি মদ বিক্রি হত সেখানে একটি ছেলে মৃত অবস্থায় পড়ে রয়েছে। আমি গিয়ে দেখতে পাই এক যুবকের মাথা থেঁতলে দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে আমি পুলিশ প্রশাসনকে খবর পাঠাই। ঘটনাস্থলে আসে কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ।" ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

রায়গঞ্জ, 9 এপ্রিল : বাসন্তী পুজোর সপ্তমীর রাতে খুন হলেন এক যুবক (Youth Murder At Karnajora)। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলা সদর কর্ণজোড়া পুলিশ ফাঁড়ির ছত্রপুর এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অর্শ বর্মা-সহ বিশাল পুলিশ। পৌঁছে যান স্থানীয় পঞ্চায়েত সদস্য সুমন দেবনাথও।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম অনুকুল দেবনাথ। এই যুবককে মাথায় ধারালো অস্ত্রের আঘাত করে খুন করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে তিনজন সন্দেহভাজনকে এলাকা থেকে আটক করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে কর্ণজোড়া পুলিশ ফাঁড়ির পুলিশ।

আরও পড়ুন : স্কুলে চাকরি দেওয়ার নাম করে প্রতারণা, সিআইডির হাতে গ্রেফতার ব্যবসায়ী

সুমন দেবনাথ বলেন, "কর্ণজোড়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ছত্রপুর এলাকায় বাসন্তী পুজো চলছিল। আমরা সকলে পুজোর ওখানেই ছিলাম। শুনতে পাই পাশেই একটি বাড়ি আছে যেখানে আগে দেশি মদ বিক্রি হত সেখানে একটি ছেলে মৃত অবস্থায় পড়ে রয়েছে। আমি গিয়ে দেখতে পাই এক যুবকের মাথা থেঁতলে দেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে আমি পুলিশ প্রশাসনকে খবর পাঠাই। ঘটনাস্থলে আসে কর্ণজোড়া ফাঁড়ির পুলিশ।" ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.