ETV Bharat / state

ছটপুজোর নারকেল কুড়োতে গিয়ে ডুবে মৃত্যু যুবকের - কালিয়াগঞ্জের শ্রীমতি নদীতে ডুবে মৃত্যু যুবকের

ছটপুজোর নারকেল কুড়োতে গিয়ে ডুবে মৃত্যু হল যুবকের । রবিবার কালিয়াগঞ্জের ঘটনা । মৃত যুবকের নাম অমিত পাশোয়ান । কালিয়াগঞ্জ থানার 15 নম্বর ওয়ার্ডের রেল কলোনির বাসিন্দা ছিল ওই যুবক ।

চলছে উদ্ধারকার্য
author img

By

Published : Nov 3, 2019, 9:40 PM IST

রায়গঞ্জ, 3 নভেম্বর : ছটপুজোয় নদীতে ফেলা নারকেল কুড়োতে গিয়ে ডুবে মৃত্যু হল যুবকের । রবিবার ভোরে শ্রীমতি নদীতে ছটপুজো দেখতে গিয়েছিল অমিত পাশোয়ান (24) । পুজোর পর নদীতে নেমে নারকেল কুড়োতে গিয়ে সে তলিয়ে যায় ।

খবর পেয়ে ঘটনাস্থানে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ । ডাকা হয় ডিজ়াস্টার ম্যানেজমেন্ট টিমের সদস্যদের । দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর দেহটি উদ্ধার করেন তাঁরা । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় রায়গঞ্জ জেলা হাসপাতালে ।

চলছে উদ্ধারকার্য

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে আসেন কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক পাল । ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা । পৌরসভা বা প্রশাসনের তরফে বিপর্যয় মোকাবিলার ব্যবস্থা ছিল না বলে অভিযোগ স্থানীয়দের ।

রায়গঞ্জ, 3 নভেম্বর : ছটপুজোয় নদীতে ফেলা নারকেল কুড়োতে গিয়ে ডুবে মৃত্যু হল যুবকের । রবিবার ভোরে শ্রীমতি নদীতে ছটপুজো দেখতে গিয়েছিল অমিত পাশোয়ান (24) । পুজোর পর নদীতে নেমে নারকেল কুড়োতে গিয়ে সে তলিয়ে যায় ।

খবর পেয়ে ঘটনাস্থানে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ । ডাকা হয় ডিজ়াস্টার ম্যানেজমেন্ট টিমের সদস্যদের । দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর দেহটি উদ্ধার করেন তাঁরা । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় রায়গঞ্জ জেলা হাসপাতালে ।

চলছে উদ্ধারকার্য

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে আসেন কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক পাল । ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা । পৌরসভা বা প্রশাসনের তরফে বিপর্যয় মোকাবিলার ব্যবস্থা ছিল না বলে অভিযোগ স্থানীয়দের ।

Intro:রায়গঞ্জ, ৩ নভেম্বর, প্রসুন মৈত্র: ছট পূজার নারকেল কুড়োতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক যুবকের। মর্মান্তিক এই ঘটনা ঘটেছে কালিয়াগঞ্জের শ্রীমতি নদীঘাটে। মৃত ওই যুবকের নাম অমিত পাশমান (২৪), বাড়ী কালিয়াগঞ্জ থানার ১৫ নং ওয়ার্ডের রেল কলোনি এলাকায়।

স্থানীয়সূত্রে জানা গিয়েছে, কালিয়াগঞ্জ থানার ১৫ নং ওয়ার্ডের রেলকলোনি এলাকার বাসিন্দা অমিত পাশমান এদিন ভোরবেলায় নদী ছটপুজো দেখতে ঘাটে গিয়েছিল। অমিত ছটপুজো দেওয়ার পরে নদীতে নারকেল কুড়োতে গিয়ে হঠাৎ তলিয়ে যায়। তড়িঘড়ি স্থানীয় লোকের খোজাখোঁজ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার বিরাট পুলিশ বাহিনী। নামানো হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে। অপরদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক পাল। দীর্ঘক্ষন খোঁজের পর মৃতদেহ উদ্ধার করে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপকে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরদিকে পৌরসভা ও প্রশাসনের গাফিলতির প্রশ্নে সরব হয়েছেন স্থানীয় সাধারন মানুষ। গোটা ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

বাইট : অমরজিৎ পাসওয়ানBody:AbcdConclusion:Abcd
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.