কালিয়াগঞ্জ, 3 অগাস্ট : অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে । মৃতার নাম পারভিন খাতুন । ঘটনায় শওহর, শাশুড়ি ও দেওরকে গ্রেপ্তার করেছে কালিয়াগঞ্জ থানার পুলিশ । ধৃতদের রায়গঞ্জ আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক । কালিয়াগঞ্জ থানার উত্তর চিড়াইলপাড়ার ঘটনা ।
বছর খানেক আগে কালিয়াগঞ্জ পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের উত্তর চিড়াইলপাড়ার বাসিন্দা তহিদূর হোসেনের সঙ্গে নিকাহ হয় রায়গঞ্জ ব্লকের পিরোজপুর গ্রামের বাসিন্দা পারভিন খাতুনের । নিকাহর সময় 25 হাজার টাকা পণ না মেলায় শ্বশুরবাড়ির সদস্যরা পারভিন খাতুনের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত বলে অভিযোগ ।
মৃতার চাচা হাসান আলি বলেন, "ভাইঝি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিল । নিকাহর সময় পণের টাকা দিতে পারিনি । এনিয়ে প্রায়ই ভাইঝিকে শ্বশুরবাড়ির সদস্যরা মারধর করত । শওহর ও বিবির মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত । স্থানীয়রা গতকাল ভাইঝিকে ঘরের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে । পরে পুলিশ ও পরিবারের সদস্যদের খবর দেয় । পুলিশ এসে দেহ উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । আমার ভাইঝিকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে । দোষীদের কঠোর শাস্তি চাই ।"
মৃতার পরিবার শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ।