ETV Bharat / state

রেশন কার্ডে 40 কিমি দূরের ঠিকানা, খাবার জোটাতে দুশ্চিন্তায় রায়গঞ্জের পরিবার

author img

By

Published : Apr 3, 2020, 2:01 PM IST

রায়গঞ্জে এই ব্যক্তি গৌতম দাসের রেশন কার্ডে 40 কিলোমিটার দূরের ঠিকানা । বন্ধ পরিবহন পরিষেবা । এখন কীভাবে রেশন পাবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি ।

Ration
Ration

রায়গঞ্জ, 3 এপ্রিল : লকডাউনের জেরে বন্ধ পরিবহন-পরিষেবা । এদিকে রেশন কার্ডে বাড়ি থেকে 40 কিলোমিটার দূরের একটি ঠিকানা । এর জেরেই নিকটবর্তী দোকানে রেশন নিতে গিয়ে বিপাকে রায়গঞ্জের দাস পরিবার ।

সরকারের নির্দেশে ডিজিটাল রেশন কার্ড বানিয়েছেন সকলে । কিন্তু দাস পরিবারের সদস্যদের রেশন কার্ডে ঠিকানা এসেছে বাড়ি থেকে 40 কিলোমিটার দূরে করণদিঘি এলাকার । যার জন্য নিকটবর্তী রেশন দোকানে গেলে নিয়ম অনুযায়ী রেশন দিচ্ছে না ডিলার । এই পরিস্থিতিতে রেশন কার্ডের ঠিকানা পালটানো বা 40 কিলোমিটার দূর থেকে রেশন আনা কোনওটাই সম্ভব নয় । চিন্তায় গৌতম দাস ও তাঁর পরিবার ।

রাজ্য সরকারের স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের প্রকল্প সহায়ক হিসেবে কর্মরত গৌতম দাস । কিছুদিন আগেই ডিজিটাল রেশন কার্ড হাতে পেয়েছেন । তারপর তুলে রেখে দিয়েছিলেন । ঠিকানাটা খেয়াল করে দেখা হয়নি । এবার লকডাউনের বাজারে রেশন দোকানে গেলে আধিকারিকরা রেশন দিতে আপত্তি জানায় । বলে, 40 কিলোমিটার দূরে করণদিঘি এলাকায় একটি রেশন দোকান থেকে রেশন পাবেন তিনি । এরপরই মাথায় হাত পড়ে গৌতমবাবুর । বাস নেই । কীভাবে 40 কিলোমিটারে যাবেন তিনি ? এই মুহূর্তে রেশন কার্ডে ঠিকানা পরিবরর্তনও সম্ভব নয় । স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেও কোনও লাভ হয়নি । এদিকে ভাঁড়ারে টান পড়েছে । আপাতত খাদ্য সামগ্রী জোগাড়ের দুশ্চিন্তায় গৌতমবাবু ।

এবিষয়ে গৌতমবাবু বলেন, "ডিজিটাল রেশন কার্ডটা কিছুদিন আগে হাতে পেয়েছি । তবে রেশন দোকানের ঠিকানাটা আগে লক্ষ্য করিনি । আজ যখন রেশন দোকানে চাল গম নিতে যাই দেখি ঠিকানা রয়েছে 40 কিলোমিটার দূরের করণদিঘির । লকডাউনের এই বাজারে কীভাবে যে এই সমস্যার সমাধান হবে তা নিয়ে চিন্তায় রয়েছি ।"

রায়গঞ্জ, 3 এপ্রিল : লকডাউনের জেরে বন্ধ পরিবহন-পরিষেবা । এদিকে রেশন কার্ডে বাড়ি থেকে 40 কিলোমিটার দূরের একটি ঠিকানা । এর জেরেই নিকটবর্তী দোকানে রেশন নিতে গিয়ে বিপাকে রায়গঞ্জের দাস পরিবার ।

সরকারের নির্দেশে ডিজিটাল রেশন কার্ড বানিয়েছেন সকলে । কিন্তু দাস পরিবারের সদস্যদের রেশন কার্ডে ঠিকানা এসেছে বাড়ি থেকে 40 কিলোমিটার দূরে করণদিঘি এলাকার । যার জন্য নিকটবর্তী রেশন দোকানে গেলে নিয়ম অনুযায়ী রেশন দিচ্ছে না ডিলার । এই পরিস্থিতিতে রেশন কার্ডের ঠিকানা পালটানো বা 40 কিলোমিটার দূর থেকে রেশন আনা কোনওটাই সম্ভব নয় । চিন্তায় গৌতম দাস ও তাঁর পরিবার ।

রাজ্য সরকারের স্বনির্ভর কর্মসংস্থান প্রকল্পের প্রকল্প সহায়ক হিসেবে কর্মরত গৌতম দাস । কিছুদিন আগেই ডিজিটাল রেশন কার্ড হাতে পেয়েছেন । তারপর তুলে রেখে দিয়েছিলেন । ঠিকানাটা খেয়াল করে দেখা হয়নি । এবার লকডাউনের বাজারে রেশন দোকানে গেলে আধিকারিকরা রেশন দিতে আপত্তি জানায় । বলে, 40 কিলোমিটার দূরে করণদিঘি এলাকায় একটি রেশন দোকান থেকে রেশন পাবেন তিনি । এরপরই মাথায় হাত পড়ে গৌতমবাবুর । বাস নেই । কীভাবে 40 কিলোমিটারে যাবেন তিনি ? এই মুহূর্তে রেশন কার্ডে ঠিকানা পরিবরর্তনও সম্ভব নয় । স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেও কোনও লাভ হয়নি । এদিকে ভাঁড়ারে টান পড়েছে । আপাতত খাদ্য সামগ্রী জোগাড়ের দুশ্চিন্তায় গৌতমবাবু ।

এবিষয়ে গৌতমবাবু বলেন, "ডিজিটাল রেশন কার্ডটা কিছুদিন আগে হাতে পেয়েছি । তবে রেশন দোকানের ঠিকানাটা আগে লক্ষ্য করিনি । আজ যখন রেশন দোকানে চাল গম নিতে যাই দেখি ঠিকানা রয়েছে 40 কিলোমিটার দূরের করণদিঘির । লকডাউনের এই বাজারে কীভাবে যে এই সমস্যার সমাধান হবে তা নিয়ে চিন্তায় রয়েছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.