রায়গঞ্জ, 16 নভেম্বর: বাড়ির সামনে এক মহিলার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়াল । বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার তরিয়াল গ্রাম পঞ্চায়েতের লতিপুর গ্রামে । মৃত মহিলার নাম পার্বণী দাস (55) ৷ তিনি তরিয়াল হাইস্কুলে রাঁধুনির কাজ করতেন । মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়ার তরিয়াল গ্রাম পঞ্চায়েতের লতিপুর গ্রামের বাসিন্দা পার্বণী দাস বাড়িতে একাই থাকতেন । তিনি তরিয়াল হাইস্কুলে রাঁধুনির কাজ করতেন । পার্বণী দাসের তিন মেয়ে আর এক ছেলে । তিন মেয়েকে দিয়ে দিয়ে দিয়েছেন তিনি । তাঁর এক ছেলে ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করেন ।
বুধবার গভীর রাতে পার্বণী দাস হঠাৎ চিৎকার করে ওঠেন । ওই চিৎকার শুনে প্রতিবেশীরা এসে দেখেন ঘরের বাইরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন ওই মহিলা । তড়িঘড়ি তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । খবর পেয়ে ঘটনাস্থলে যায় চাকুলিয়া থানার পুলিশ । কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে ৷
স্থানীয় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি খগেশচন্দ্র দাস জানিয়েছেন, পার্বণী দাস বাড়িতে একাই থাকতেন । তিনি একটি স্কুলে রাঁধুনির কাজ করতেন । এ ধরনের ঘটনা এখানে আজ পর্যন্ত হয়নি ৷ এ বারই প্রথম এমন ঘটনা ঘটল । যারা এই কাজটি করেছে, তাদের উপযুক্ত শাস্তির দাবি করছি ৷ গ্রামে আমরা পুরুষরা কাজের জন্য বাড়ির বাইরে থাকি ৷ আর মহিলারা বাড়িতে একাই থাকেন । এই ঘটনায় যদি কারও শাস্তির ব্যবস্থা না হয়, তাহলে আগামী দিনের গ্রামের পরিস্থিতি আরও খারাপ হবে ।
এই ঘটনায় পুলিশের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । তবে কী ভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ ৷
আরও পড়ুন: