ETV Bharat / state

"মেয়েদের উপর খারাপ নজর ছিল", খুন করে অনুতপ্ত নয় মহিলা - রায়গঞ্জ খুন

মানসিকতা খারাপ ছিল । মেয়েদের বাজে নজরে দেখত । তাই রায়গঞ্জের ঠিকাদারকে খুন করে অনুতপ্ত নয় ধৃত মহিলা ।

arrested
ধৃত মহিলা
author img

By

Published : Jan 14, 2020, 6:47 PM IST

Updated : Jan 14, 2020, 7:52 PM IST

রায়গঞ্জ, 14 জানুয়ারি : মহিলাদের উপর অত্যাচার করত । সম্মান করত না । তাই খুন করেছেন । এবং তাতে বিন্দুমাত্র অনুশোচনা নেই । বরং, যে পুরুষরা মহিলাদের সম্মান দেয় না, বাজে দৃষ্টিতে দেখে তাদের প্রত্যেকরই তাঁর মতো খুনের সিদ্ধান্ত নেওয়া উচিত । সাংবাদিকের সামনে নিজের মুখে সে কথা বললেন রায়গঞ্জে ঠিকাদার খুনে ধৃত মহিলা সরস্বতী মিশ্র ঝাঁ ।

পেশায় ঠিকাদার । নাম গোপাল দাস (42) । শনিবার রায়গঞ্জের উকিলপাড়ার একটি ফাঁকা মাঠে রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে দেখে কিছু স্থানীয় । তারা গোপালকে উদ্ধার করে রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় । সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

কেন খুন করেও কোনও অনুশোচনা নেই সরস্বতীর ?

এই ঘটনায় নাম উঠে আসে সরস্বতী ঝাঁ-র । তার এক ছেলে ও মেয়ে রয়েছে । এই সরস্বতীর সঙ্গে গোপালের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে স্থানীয় সূত্রে খবর । কিন্তু কয়েকদিন ধরে তাদের মধ্যে বচসা চলছিল । তার জেরেই শনিবার রাতে সরস্বতী গোপালকে ফাঁকা মাঠে ডেকে নিয়ে যায় । তারপর ধারালো ছুরি দিয়ে গলা কেটে খুন করে বলে অভিযোগ গোপালের পরিবারের ।

গোপালের পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় সরস্বতীকে । আজ সাংবাদিকের সামনে গোপালকে খুনের কথা স্বীকার করে সে । জানায়, মানসিকতা খারাপ ছিল গোপালের । সরস্বতী বলে, "কোনও মেয়েকে মেয়ে বলে ভাবত না । খারাপ চোখে দেখত । আগে থেকে রাগ ছিল আমার । যেসব পুরুষরা মেয়েদের সম্মান করে না, অত্যাচার করে সেইসব অসুর দস্যুদের যেন এইভাবেই শেষ করে দেয় মহিলারা ।"

রায়গঞ্জ, 14 জানুয়ারি : মহিলাদের উপর অত্যাচার করত । সম্মান করত না । তাই খুন করেছেন । এবং তাতে বিন্দুমাত্র অনুশোচনা নেই । বরং, যে পুরুষরা মহিলাদের সম্মান দেয় না, বাজে দৃষ্টিতে দেখে তাদের প্রত্যেকরই তাঁর মতো খুনের সিদ্ধান্ত নেওয়া উচিত । সাংবাদিকের সামনে নিজের মুখে সে কথা বললেন রায়গঞ্জে ঠিকাদার খুনে ধৃত মহিলা সরস্বতী মিশ্র ঝাঁ ।

পেশায় ঠিকাদার । নাম গোপাল দাস (42) । শনিবার রায়গঞ্জের উকিলপাড়ার একটি ফাঁকা মাঠে রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে দেখে কিছু স্থানীয় । তারা গোপালকে উদ্ধার করে রায়গঞ্জ সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় । সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ।

কেন খুন করেও কোনও অনুশোচনা নেই সরস্বতীর ?

এই ঘটনায় নাম উঠে আসে সরস্বতী ঝাঁ-র । তার এক ছেলে ও মেয়ে রয়েছে । এই সরস্বতীর সঙ্গে গোপালের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল বলে স্থানীয় সূত্রে খবর । কিন্তু কয়েকদিন ধরে তাদের মধ্যে বচসা চলছিল । তার জেরেই শনিবার রাতে সরস্বতী গোপালকে ফাঁকা মাঠে ডেকে নিয়ে যায় । তারপর ধারালো ছুরি দিয়ে গলা কেটে খুন করে বলে অভিযোগ গোপালের পরিবারের ।

গোপালের পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় সরস্বতীকে । আজ সাংবাদিকের সামনে গোপালকে খুনের কথা স্বীকার করে সে । জানায়, মানসিকতা খারাপ ছিল গোপালের । সরস্বতী বলে, "কোনও মেয়েকে মেয়ে বলে ভাবত না । খারাপ চোখে দেখত । আগে থেকে রাগ ছিল আমার । যেসব পুরুষরা মেয়েদের সম্মান করে না, অত্যাচার করে সেইসব অসুর দস্যুদের যেন এইভাবেই শেষ করে দেয় মহিলারা ।"

Intro:রায়গঞ্জ, ১৩ জানুয়ারি, প্রসুন মৈত্র: " মহিলাদের উপর অত্যাচার করা এবং তাদের উপর নির্যাতন চালানো দুস্কৃতীদের সমাজের অসুর হিসেবে চিহ্নিত করা উচিত প্রতিটি নারীর। আর তাদের এভাবেই শেষ করে ফেলা উচিত। তাই তিনি গোপাল দাসকে অসুর বলে চিহ্নিত করে তাকে নিজে হাতে খুন করেছেন "। শনিবার রাতে রায়গঞ্জ শহরের উকিলপাড়ায় গোপাল দাস নামে এক ব্যাক্তি খুনের ঘটনায় যুক্ত থাকার অপরাধে ধৃত মহিলা সরস্বতী মিশ্র ঝাঁ এই ভাষাতেই তার প্রতিক্রিয়া ব্যাক্ত করলেন। তিনি নিজে একাই খুন করেছেন গোপালকে। আর এতে তার কোনও অনুশোচনা নেই, কেননা তিনি মনে করেন সমাজের একটা অসুরকে বধ করেছেন তিনি। তার মতে মেয়েদের প্রতি যেসব পুরুষই এই ধরনের নির্যাতন অত্যাচার করবে তাদের এভাবেই শেষ করে দেওয়ার বার্তা দেন ধৃত মহিলা সরস্বতী মিশ্র ঝাঁ। তার অভিযোগ তার উপর চরম অত্যাচার করত গোপাল। শুধু তাই নয়, তার মেয়ের উপরেও কুনজর ছিল গোপালের। কিশোরী থেকে যুবতী কিংবা বয়স্কা মহিলাদের কুনজরে দেখার জন্য নিজে হাতে খুন করেছেন গোপাল দাসকে। এবং এই কাজটি করে তিনি ঠিক কাজই করেছেন বলে অপকটে স্বীকার করেন খুনের ঘটনায় অভিযুক্ত সরস্বতী।

উল্লেখ্য, শনিবার রাতে রায়গঞ্জ শহরের উকিলপাড়ায় গোপাল দাস নামে এক ব্যাক্তিকে ডেকে নিয়ে এসে মদ্যপান করিয়ে গলায় ছুরি চালিয়ে খুন করা হয়েছিল। মৃতার পরিবারের পক্ষ থেকে গোপালের পরকীয়া প্রেমিকা মিলনপাড়ার বাসিন্দা সরস্বতী মিশ্র ঝাঁ এর নামে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় সরস্বতী মিশ্র ঝাঁ কে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ। ধৃত মহিলা সরস্বতী মিশ্র ঝাঁ তিনি যে একাই গোপালকে খুন করেছেন অপকটে তা স্বীকারও করেন। তার এবং তার মেয়ের উপর অত্যাচার এবং এলাকার মেয়েদের উপর কুনজর দেওয়ার কারনেই গোপালকে সমাজের অসুর হিসেবে চিহ্নিত করে তাকে খুন করে শেষ করে ফেলেছেন বলে জানিয়েছেন ধৃত সরস্বতী। সোমবার ধৃত সরস্বতী মিশ্র ঝাঁকে রায়গঞ্জ আদালতে তোলা হয়েছে।

বাইট ১) সরস্বতী মিশ্র ঝাঁ ( ধৃত মহিলা)Body:AbcdConclusion:Abcd
Last Updated : Jan 14, 2020, 7:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.