ETV Bharat / state

মন্ত্রীর উপস্থিতিতেই হেলমেট ছাড়া বাইক মিছিল তৃণমূলের - কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল নির্বাচনী প্রচার

'সেফ ড্রাইভ, সেভ লাইফ' প্রকল্পে জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ জেলায় জেলায় প্রশাসনিক বৈঠকে প্রশাসনিক কর্তাদের কাছে এই প্রকল্পের অগ্রগতি নিয়ে প্রশ্ন করছেন তিনি ৷ অথচ তাঁর দলের কর্মী-সমর্থকরাই মানছেন না এই প্রকল্পের বার্তা ৷ নিয়মের তোয়াক্কা না করে হেলমেট ছাড়াই বাইক মিছিল করলেন তাঁরা ৷

'সেভ ডাইফ, সেফ লাইফ'
author img

By

Published : Nov 21, 2019, 11:58 AM IST

রায়গঞ্জ, 21 নভেম্বর : পথ দুর্ঘটনা কমাতে রাজ্যজুড়ে 'সেফ ড্রাইভ, সেভ লাইফ' প্রকল্পের প্রচার চালাচ্ছে রাজ্য সরকার ৷ সেজন্য খরচ হচ্ছে কোটি কোটি টাকা ৷ কিন্তু, সেই প্রকল্পকে বুড়ো আঙুল দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরাই ৷ সেই ছবি ধরা পড়ল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ৷ গতকাল কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে দলীয় প্রার্থীর প্রচারে তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের হেলমেট ছাড়াই বাইক মিছিল করতে দেখা যায় ৷ সেই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা শাসকদলের অন্যতম নেতা গৌতম দেব ৷

গতকাল কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তপনদেব সিংহের নির্বাচনী প্রচার করেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব । বরুণা গ্রাম পঞ্চায়েতের বামনগ্রাম, মালঞ্চ, কাচিমুয়া ও রারিয়া গ্রামগুলিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচার সারেন তিনি । মন্ত্রী হুড খোলা গাড়িতে ছিলেন ৷ তাঁর গাড়ির সামনে-পিছনে বাইক নিয়ে ছিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ তাঁদের মাথায় হেলমেট ছিল না ৷

এবিষয়ে গৌতমবাবুকে প্রশ্ন করা হয় ৷ তিনি জানান, বিষয়টি তাঁর নজরে পড়েছে ৷ পরেরবার থেকে সতর্ক করে দেবেন দলীয় কর্মী-সমর্থকদের ৷ তাঁর কথায়, "পরেরবার থেকে নির্বাচনী প্রচার বা বাইক ব়্যালি করলে প্রার্থী সহ অন্য নেতা কর্মী সমর্থকরা অবশ্যই হেলমেট পরে প্রচার করবেন ।"

রায়গঞ্জ, 21 নভেম্বর : পথ দুর্ঘটনা কমাতে রাজ্যজুড়ে 'সেফ ড্রাইভ, সেভ লাইফ' প্রকল্পের প্রচার চালাচ্ছে রাজ্য সরকার ৷ সেজন্য খরচ হচ্ছে কোটি কোটি টাকা ৷ কিন্তু, সেই প্রকল্পকে বুড়ো আঙুল দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকরাই ৷ সেই ছবি ধরা পড়ল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ৷ গতকাল কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে দলীয় প্রার্থীর প্রচারে তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকদের হেলমেট ছাড়াই বাইক মিছিল করতে দেখা যায় ৷ সেই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা শাসকদলের অন্যতম নেতা গৌতম দেব ৷

গতকাল কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তপনদেব সিংহের নির্বাচনী প্রচার করেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব । বরুণা গ্রাম পঞ্চায়েতের বামনগ্রাম, মালঞ্চ, কাচিমুয়া ও রারিয়া গ্রামগুলিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ও কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচার সারেন তিনি । মন্ত্রী হুড খোলা গাড়িতে ছিলেন ৷ তাঁর গাড়ির সামনে-পিছনে বাইক নিয়ে ছিলেন তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ তাঁদের মাথায় হেলমেট ছিল না ৷

এবিষয়ে গৌতমবাবুকে প্রশ্ন করা হয় ৷ তিনি জানান, বিষয়টি তাঁর নজরে পড়েছে ৷ পরেরবার থেকে সতর্ক করে দেবেন দলীয় কর্মী-সমর্থকদের ৷ তাঁর কথায়, "পরেরবার থেকে নির্বাচনী প্রচার বা বাইক ব়্যালি করলে প্রার্থী সহ অন্য নেতা কর্মী সমর্থকরা অবশ্যই হেলমেট পরে প্রচার করবেন ।"

Intro:রায়গঞ্জ, ২০ নভেম্বর, প্রসুন মৈত্র: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নিজস্ব প্রকল্প "সেভ ডাইফ, সেফ লাইফ" কে তওয়াক্কা না করে হেলমেট ছাড়ায় মোটর বাইকে চেপে নির্বাচনী প্রচার করলেন তৃনমুল কংগ্রেস কর্মী সমর্থকেরা। বুধবার সকালে কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃনমুল কংগ্রেসের প্রার্থী তপন দেব সিংহের নির্বাচনী প্রচারে করেন পর্যাটক মন্ত্রী গৌতম দেব। বরুনা গ্রাম পঞ্চায়েতের বামনগ্রাম, মালঞ্চ, কাচিমুয়া ও রারিয়া গ্রামগুলিতে তৃনমূল কংগ্রেসের প্রার্থী ও কর্মী সমর্থকদের সাথে নিয়ে মন্ত্রী গৌতম দেব নির্বাচনী প্রচার সারলেন। মন্ত্রীর সাথে যে সব তৃনমুল কর্মী সমর্থকেরা বাইক র‍্যালি করে প্রচার করলেন সেই সব কর্মীরা হেলমেট না পরে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নিজস্ব প্রকল্পকে তওয়াক্কা না করে মন্ত্রী গৌতম দেবকে সাথে নিয়ে প্রচার সারলেন। একদিলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় "সেফ ডাইফ, সেফ লাইফ" প্রকল্পের জন্য রাজ্যের মানুষদের সচেতনতা করা লক্ষ্য এগিয়ে যাচ্ছে ঠিক তেমন তারই দলের কর্মী সমর্থকেরা হেলমেট না পরে নির্বাচনী প্রচার করে বেরাচ্ছেন। মন্ত্রী গৌতম দেব জানিয়েছেন, আমাদের প্রার্থী সহ অন্যান্য নেতাদের বলে দিব এবার থেকে মোটর বাইক নিয়ে র‍্যালি করে নির্বাচনী প্রচার করলে অবশ্যই হেলমেট পরে প্রচার যেন করে বলে জানান মন্ত্রী গৌতম দেব।

বাইট : গৌতম দেব ( পর্যাটক মন্ত্রী)Body:AbcdConclusion:Abcd
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.