ETV Bharat / state

আড়াই গুণ ভাড়া না বাড়লে পরিষেবা অসম্ভব, বলছে বাস অ্যাসোসিয়েশন - bus fare hike due to lockdown

18 মে থেকে বাস চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের তরফে । কিন্তু ভাড়া না বাড়লে পরিষেবা দেওয়া অসম্ভব বলে জানালেন উত্তর দিনাজপুর মিনি বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক।

ছবি
author img

By

Published : May 15, 2020, 12:46 AM IST

রায়গঞ্জ, 14 মে : 18 মে থেকে বাস চলাচলের নির্দেশ জারি করেছেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের নির্দেশ মতোই শুরু হবে বাস পরিষেবা । কিন্তু এই পরিস্থিতিতে ব্যাপক লোকসান হবে বলেই মনে করছেন উত্তর দিনাজপুর মিনি বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক। তিনি জানান, বাসের ভাড়া আড়াই গুণ বৃদ্ধি নাহলে বাস চালানো যাবে না ।

কোরোনা ও লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ বাস পরিষেবা। সংক্রমণের আতঙ্কে গৃহবন্দী মানুষ । লকডাউন উঠলেও পরিস্থিতি কতটা স্বাভাবিক হবে তা নিয়ে এখনও শঙ্কায় মানুষ । এই পরিস্থিতিতে 18 মে থেকে বাস চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের তরফে । কিন্তু সবকিছু মেনে এই পরিস্থিতিতে বাস পরিষেবা চালু করলে লোকসান আরও বাড়বে বলে মনে করছেন উত্তর দিনাজপুর মিনি বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক । তিনি বলেন, "পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাস চালিয়ে কী লাভ ? দোকানপাট-বাজার খুললে, আবার স্বাভাবিকভাবে মানুষ চলাফেরা করতে পারলে তবে কিছু সম্ভব । বাসে যদি যাত্রী না ওঠে, তাহলে বাস চালিয়ে কী লাভ হবে? আরও লোকসান বাড়বে। তাই আড়াই গুণ ভাড়া বৃদ্ধি করে বাস চালাতে হবে । তবেই লাভের মুখ দেখা সম্ভব ।"

প্লাবন প্রামাণিকের দাবি, সরকার ও বেসরকারি বাসের ভাড়া সমান করতে হবে। গাড়ির চালক ও খালাসিদের মাস্ক, টুপি, হাতে গ্লাভসের ব্যবস্থা করতে হবে । এছাড়া রাজ্যের পরিবহন দপ্তর থেকে বাসগুলিকে প্রতিদিন স্যানিটাইজ় করতে হবে । তিনি বলেন, "এইসব সিদ্ধান্ত যদি সরকার মানে, তাহলেই আমরা বাস চালাব । নাহলে পরিষেবা বন্ধ থাকবে ।"

রায়গঞ্জ, 14 মে : 18 মে থেকে বাস চলাচলের নির্দেশ জারি করেছেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের নির্দেশ মতোই শুরু হবে বাস পরিষেবা । কিন্তু এই পরিস্থিতিতে ব্যাপক লোকসান হবে বলেই মনে করছেন উত্তর দিনাজপুর মিনি বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক। তিনি জানান, বাসের ভাড়া আড়াই গুণ বৃদ্ধি নাহলে বাস চালানো যাবে না ।

কোরোনা ও লকডাউনের জেরে দীর্ঘদিন বন্ধ বাস পরিষেবা। সংক্রমণের আতঙ্কে গৃহবন্দী মানুষ । লকডাউন উঠলেও পরিস্থিতি কতটা স্বাভাবিক হবে তা নিয়ে এখনও শঙ্কায় মানুষ । এই পরিস্থিতিতে 18 মে থেকে বাস চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের তরফে । কিন্তু সবকিছু মেনে এই পরিস্থিতিতে বাস পরিষেবা চালু করলে লোকসান আরও বাড়বে বলে মনে করছেন উত্তর দিনাজপুর মিনি বাস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক প্লাবন প্রামাণিক । তিনি বলেন, "পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাস চালিয়ে কী লাভ ? দোকানপাট-বাজার খুললে, আবার স্বাভাবিকভাবে মানুষ চলাফেরা করতে পারলে তবে কিছু সম্ভব । বাসে যদি যাত্রী না ওঠে, তাহলে বাস চালিয়ে কী লাভ হবে? আরও লোকসান বাড়বে। তাই আড়াই গুণ ভাড়া বৃদ্ধি করে বাস চালাতে হবে । তবেই লাভের মুখ দেখা সম্ভব ।"

প্লাবন প্রামাণিকের দাবি, সরকার ও বেসরকারি বাসের ভাড়া সমান করতে হবে। গাড়ির চালক ও খালাসিদের মাস্ক, টুপি, হাতে গ্লাভসের ব্যবস্থা করতে হবে । এছাড়া রাজ্যের পরিবহন দপ্তর থেকে বাসগুলিকে প্রতিদিন স্যানিটাইজ় করতে হবে । তিনি বলেন, "এইসব সিদ্ধান্ত যদি সরকার মানে, তাহলেই আমরা বাস চালাব । নাহলে পরিষেবা বন্ধ থাকবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.