রায়গঞ্জ, 17 জুন: স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করেছিলেন স্বামী ৷ এর জেরে তাঁকে পিটিয়ে মারলেন স্ত্রী ৷ এমনটাই অভিযোগ করেছে তাঁদেরই ছেলে । ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানা অন্তগত বিন্দোলের কয়লা ডাংগী স্কুল পাড়া এলাকায় । এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে । মৃত ওই ব্যাক্তির নাম জসিমুদ্দিন মহম্মদ (54)। অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে রায়গঞ্জ থানার পুলিশ । ছেলের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার অন্তর্গত বিন্দোলের কয়লা ডাংগী স্কুল পাড়া এলাকায় জসিমউদ্দিন মহম্মদ ও তাঁর স্ত্রী তসলিমা খাতুন থাকতেন। ছেলের অভিযোগ, মা স্থানীয় এক ব্যক্তির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পরেন ৷ দীর্ঘদিন ধরে তাদের এই সম্পর্ক । বাবা সে কথা জেনে যান ৷ সেই কারণে বাবা মায়ের সঙ্গে প্রতিদিনই ঝগড়া লেগেই থাকত । শুক্রবার ওই ঝগড়া চরম আকারে ধারণ করে। দু'জনের মধ্যে ঝগড়া চলতে চলতে মা বাবাকে পিটিয়ে খুন করে বলে অভিযোগ করে ছেলে সইদ আলি।
তিনি বলেন, "শুক্রবার রাতে মা আমাকে ফোন করে জানান বাবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে। সেই ঘটনা শুনে আমি তড়িঘড়ি বাবার বাড়িতে যাই ৷ সেখানে গিয়ে দেখি ঘরের মধ্যে বাবা রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে । চোখ দিয়ে এবং মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল তাঁর।" সইদ আলির অভিযোগ, তাঁর মা তসলিমা খাতুন বাবাকে মেরে ফেলে রেখে দিয়েছেন ।
আরও পড়ুন: বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগে তৃণমূল নেতাকে বাঁধল গ্রামবাসীরা ! ভাইরাল ভিডিয়ো
জানা গিয়েছে, জসিমউদ্দিনের মৃত্যুর খবর জানাজানি হতেই আশপাশ থেকে ছুটে আসেন বহু মানুষ । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রায়গঞ্জ থানার পুলিশ। দেহটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়। মায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ছেলে সইদ আলি ।