ইসলামপুর, 6 অগাস্ট : ইসলামপুরে দলের ব্যাটন কার হাতে থাকবে? তা নিয়ে ফের সামনে এল ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরি ও উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের কোন্দল ৷
সম্প্রতি ইসলামপুর ব্লক ও টাউন কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন আবদুল করিম চৌধুরি । কানাইয়ালাল ঘনিষ্ঠ জাকির হোসেনকে সরিয়ে ছেলে মেহতাবকে ব্লক সভাপতির পদে বসান তিনি ৷ এর বিরুদ্ধে সরব হন কানাইয়ালাল ৷ দলের একাংশের অভিযোগ, জেলা সভাপতিকে এড়িয়েই এই কমিটি গঠনের কথা ঘোষণা করা হয়েছিল ৷ তাঁর থেকে কোনও অনুমতি না নেওয়ায় কমিটির বৈধতা নেই বলে দাবি করেন ৷ যদিও বিষয়টিকে খুব একটা পাত্তা দেননি করিম । দলনেত্রী মমতা বন্দ্যোপ্যাধ্যায়ের নির্দেশ মতোই তিনি কমিটি গঠন করেছেন বলে পালটা দাবি করেন ৷ যদিও কানাইয়ালালের বক্তব্য, বিধায়ক কোনওভাবেই এই কমিটি তৈরি করতে পারেন না ৷ বিধায়ক ও জেলা সভাপতির কোন্দলের জেরে শুরু হয় বিতর্ক ৷ পরে বিতর্ক থামাতে কানাইয়ালাল বলেন, "বিষয়টি রাজ্য নেতৃত্ব দেখছে ৷"
যে যাই বলুক না কেন, বিধায়ক ও জেলা সভাপতির মধ্যে কোন্দল যে চরমে পৌঁছেছে তার ফের প্রমাণ পাওয়া যায় গতকাল ৷ দলীয় একটি কর্মসূচিতে এসে করিম চৌধুরি জানান, আজ তাঁর বাসভবনে ব্লক ও টাউন কমিটির বৈঠক হবে ৷ কানাইয়ালাল প্রসঙ্গে তিনি বলেন, "আমি 10 বছর কংগ্রেসের জেলা সভাপতি ছিলাম ৷ তারপর ন'বছর তৃণমূলের জেলা সভাপতি ছিলাম ৷ ও (কানাইয়ালাল) তো দু'মাস হল এসেছে ৷" অন্যদিকে, তাঁকে এড়িয়ে ব্লক ও টাউন কমিটির বৈঠক প্রসঙ্গে কানাইলালের প্রতিক্রিয়া, "ইসলামপুর রাজ্যের বাইরে নয় ৷ তাই এখানে দলের নির্দেশ আলাদা হতে পারে না ৷"