ETV Bharat / state

ফের ইসলামপুরে দুই তৃণমূল নেতার কোন্দল প্রকাশ্যে - Inner clash of TMC in North Dinajpur

ইসলামপুরে দুই তৃণমূল নেতার মধ্যে গোষ্ঠীকোন্দল চলছিল বেশ কয়েকদিন ধরেই ৷ আরও একবার তা প্রকাশ্যে এল ৷

দুই তৃণমূল নেতা
author img

By

Published : Aug 6, 2019, 7:22 AM IST

ইসলামপুর, 6 অগাস্ট : ইসলামপুরে দলের ব্যাটন কার হাতে থাকবে? তা নিয়ে ফের সামনে এল ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরি ও উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের কোন্দল ৷

সম্প্রতি ইসলামপুর ব্লক ও টাউন কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন আবদুল করিম চৌধুরি । কানাইয়ালাল ঘনিষ্ঠ জাকির হোসেনকে সরিয়ে ছেলে মেহতাবকে ব্লক সভাপতির পদে বসান তিনি ৷ এর বিরুদ্ধে সরব হন কানাইয়ালাল ৷ দলের একাংশের অভিযোগ, জেলা সভাপতিকে এড়িয়েই এই কমিটি গঠনের কথা ঘোষণা করা হয়েছিল ৷ তাঁর থেকে কোনও অনুমতি না নেওয়ায় কমিটির বৈধতা নেই বলে দাবি করেন ৷ যদিও বিষয়টিকে খুব একটা পাত্তা দেননি করিম । দলনেত্রী মমতা বন্দ্যোপ্যাধ্যায়ের নির্দেশ মতোই তিনি কমিটি গঠন করেছেন বলে পালটা দাবি করেন ৷ যদিও কানাইয়ালালের বক্তব্য, বিধায়ক কোনওভাবেই এই কমিটি তৈরি করতে পারেন না ৷ বিধায়ক ও জেলা সভাপতির কোন্দলের জেরে শুরু হয় বিতর্ক ৷ পরে বিতর্ক থামাতে কানাইয়ালাল বলেন, "বিষয়টি রাজ্য নেতৃত্ব দেখছে ৷"

যে যাই বলুক না কেন, বিধায়ক ও জেলা সভাপতির মধ্যে কোন্দল যে চরমে পৌঁছেছে তার ফের প্রমাণ পাওয়া যায় গতকাল ৷ দলীয় একটি কর্মসূচিতে এসে করিম চৌধুরি জানান, আজ তাঁর বাসভবনে ব্লক ও টাউন কমিটির বৈঠক হবে ৷ কানাইয়ালাল প্রসঙ্গে তিনি বলেন, "আমি 10 বছর কংগ্রেসের জেলা সভাপতি ছিলাম ৷ তারপর ন'বছর তৃণমূলের জেলা সভাপতি ছিলাম ৷ ও (কানাইয়ালাল) তো দু'মাস হল এসেছে ৷" অন্যদিকে, তাঁকে এড়িয়ে ব্লক ও টাউন কমিটির বৈঠক প্রসঙ্গে কানাইলালের প্রতিক্রিয়া, "ইসলামপুর রাজ্যের বাইরে নয় ৷ তাই এখানে দলের নির্দেশ আলাদা হতে পারে না ৷"

ইসলামপুর, 6 অগাস্ট : ইসলামপুরে দলের ব্যাটন কার হাতে থাকবে? তা নিয়ে ফের সামনে এল ইসলামপুরের বিধায়ক আবদুল করিম চৌধুরি ও উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের কোন্দল ৷

সম্প্রতি ইসলামপুর ব্লক ও টাউন কমিটি গঠনের কথা ঘোষণা করেছিলেন আবদুল করিম চৌধুরি । কানাইয়ালাল ঘনিষ্ঠ জাকির হোসেনকে সরিয়ে ছেলে মেহতাবকে ব্লক সভাপতির পদে বসান তিনি ৷ এর বিরুদ্ধে সরব হন কানাইয়ালাল ৷ দলের একাংশের অভিযোগ, জেলা সভাপতিকে এড়িয়েই এই কমিটি গঠনের কথা ঘোষণা করা হয়েছিল ৷ তাঁর থেকে কোনও অনুমতি না নেওয়ায় কমিটির বৈধতা নেই বলে দাবি করেন ৷ যদিও বিষয়টিকে খুব একটা পাত্তা দেননি করিম । দলনেত্রী মমতা বন্দ্যোপ্যাধ্যায়ের নির্দেশ মতোই তিনি কমিটি গঠন করেছেন বলে পালটা দাবি করেন ৷ যদিও কানাইয়ালালের বক্তব্য, বিধায়ক কোনওভাবেই এই কমিটি তৈরি করতে পারেন না ৷ বিধায়ক ও জেলা সভাপতির কোন্দলের জেরে শুরু হয় বিতর্ক ৷ পরে বিতর্ক থামাতে কানাইয়ালাল বলেন, "বিষয়টি রাজ্য নেতৃত্ব দেখছে ৷"

যে যাই বলুক না কেন, বিধায়ক ও জেলা সভাপতির মধ্যে কোন্দল যে চরমে পৌঁছেছে তার ফের প্রমাণ পাওয়া যায় গতকাল ৷ দলীয় একটি কর্মসূচিতে এসে করিম চৌধুরি জানান, আজ তাঁর বাসভবনে ব্লক ও টাউন কমিটির বৈঠক হবে ৷ কানাইয়ালাল প্রসঙ্গে তিনি বলেন, "আমি 10 বছর কংগ্রেসের জেলা সভাপতি ছিলাম ৷ তারপর ন'বছর তৃণমূলের জেলা সভাপতি ছিলাম ৷ ও (কানাইয়ালাল) তো দু'মাস হল এসেছে ৷" অন্যদিকে, তাঁকে এড়িয়ে ব্লক ও টাউন কমিটির বৈঠক প্রসঙ্গে কানাইলালের প্রতিক্রিয়া, "ইসলামপুর রাজ্যের বাইরে নয় ৷ তাই এখানে দলের নির্দেশ আলাদা হতে পারে না ৷"

Intro:ইসলামপুর,০৫ আগস্ট:- ইসলামপুরে তৃণমূল দলের বাটন কার হাতে থাকবে তা নিয়ে ফের ঠান্ডা লড়াই শুরু হল ইসলামপুরে বিধায়ক আব্দুল করিম চৌধুরী ও প্রাক্তন বিধায়ক তথা জেলা সভাপতি কানাইয়া লাল আগারওয়াল এর মধ্যে। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের ইসলামপুর ব্লক টাউন কমিটির ঘোষণা করেছিলেন এলাকার বিধায়ক আব্দুল করিম চৌধুরী। যদিও জেলা সভাপতি কানাইয়া লাল এর অনুমতি না নিয়েই এই কমিটি ঘোষণা করা হয়েছিল বলে দাবি করেছিলেন কানাইয়া বাবু। এ কমিটির বৈধতা নেই এবং তা নিয়ে রাজ্য নেতৃত্ব কে জানাবেন বলেও দাবি করেছিলেন কানাইয়া বাবু। দলে সমস্ত সিদ্ধান্তই রাজ্য নেতৃত্ব নেবে বলেই জানিয়েছিলেন তিনি। তবে এতকিছুর পরেও শেষমেষ নিজের ঘোষিত ব্লক ও টাউন কমিটি নিয়ে আগামীকাল নিজের বাসভবনে বৈঠক করবেন আব্দুল করিম চৌধুরী। এদিন সাংবাদিক সম্মেলনে দলের দিদিকে বল অনুষ্ঠানের প্রচারে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আব্দুল করিম চৌধুরী এ কথা জানিয়েছেন। ইসলামপুর রাজ্যের বাইরে নয় তাই এখানে দলের অন্য নির্দেশ হতে পারে না বলে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন জেলা সভাপতি কানাইয়া লাল আগারওয়াল। সব মিলিয়ে ইসলামপুরে তৃণমূল কংগ্রেসের দুই হেভিওয়েট নেতার মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে।

সম্প্রতি ইসলামপুর ব্লক ও টাউন কমিটির ঘোষণা করেছিলেন বিধায়ক আব্দুল করিম চৌধুরী। জেলা সভাপতি কে তোয়াক্কা না করেই এই কমিটি ঘোষণা হয়েছিল বলে জেলা সভাপতিসহ দলের একাংশ বারবার অভিযোগ করেছিল। যদিও বিষয়টি কে খুব একটা পাত্তা দেননি করিম বাবু। তার দাবি ছিল মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে নিজের এলাকার ব্লক টাউন কমিটি তৈরি করেছেন তিনি। এতে কার্যত জেলা সভাপতির কোন ভূমিকাই নেই। সবচেয়ে বেশি যে পদটি নিয়ে কথা হয়েছিল সেটি হল ব্লক সভাপতি। এই পদে করিম বাবু নিজের ছেলে মেহতাব চৌধুরীকে বহাল করেছিলেন। কানাইয়া ঘনিষ্ঠ জাকির হোসেন কে এই পথ থেকে সরিয়ে ছিলেন তিনি। যদিও টাউন সভাপতি অপরিবর্তিত ছিলেন। যদিও এই সিদ্ধান্তের চরম বিরোধিতা জেলা সভাপতি। তার বিধায়ক কোন ভাবেই এমন কমিটি ঘোষণা করতে পারেন না তিনি প্রস্তাব দিতে পারেন। সমস্ত বিষয়টি নিয়ে ইতিমধ্যেই ইসলামপুরে রাজনীতিতে নানান জল্পনা-কল্পনা শুরু হয়েছিল। কানাইয়া বাবু বিষয়টি রাজ্য নেতৃত্ব দেখছেন বলে সেই জল্পনায় জল ঢেলে দিতে চাইলেও আগামীকাল নতুন কমিটির বৈঠক করে ফের একই বিতর্ক টেনে আনলেন আব্দুল করিম চৌধুরী। আদতে এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আশায় ইতিমধ্যেই দলের মধ্যে তৈরি হওয়া বিভাজন কোন পর্যায়ে যাবে তাই নিয়েই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

এদিন করিম বাবু বলেন, আগামীকাল আমার ঘোষিত ব্লক ও টাউন কমিটি প্রথম বৈঠক আমার বাড়িতে গোল ঘরে বেলা সাড়ে বারোটায় হবে। এর বেশি আমি আর এই কমিটি নিয়ে আজ কিছুই বলতে চাই না। তবে আমি বহুদিন কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ছিলাম। ওর তো মাত্র দু মাস বয়স হয়েছে। আগামীকাল বৈঠকের পর যা বলার বলবো।

অন্যদিকে জেলা সভাপতি কানাইয়া লাল আগারওয়াল এদিন বাইরে থাকায় তার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন রাজ্যের বাইরে ইসলামপুর নয়। সুতরাং সারারাত যে দলের যেই নির্দেশে ব্লক ও টাউন কমিটি গুলো তৈরি হয়েছে বা কাজ করছে সেভাবেই কাজ চলবে। এটা নিয়ে কে কি বলল তার উত্তর দিতে আমি রাজি নই।

বাইট-- আব্দুল করিম চৌধুরী।

তারক চক্রবর্তী রায়গঞ্জ।।


Body:হাফসা


Conclusion:Jবস্ক
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.