ETV Bharat / state

প্রাথমিক স্কুলের পড়ুয়াদের সাহায্য তৃণমূল শিক্ষক সংগঠনের - প্রাথমিক স্কুলের পড়ুয়াদের সাহায্য

মন্টু হেমব্রম নামে এক বাসিন্দার বাড়িতে 50 জন প্রাথমিক স্কুলের পড়ুয়াদের পাঠদান ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয় আজ । তাঁদের হাতে বই, খাতা, পেনসিল, কলম, এবং কোরোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয় । উদ্যোগ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটি ।

raiganj
raiganj
author img

By

Published : Jun 14, 2020, 7:48 AM IST

রায়গঞ্জ, 13 জুন : গ্রামের ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটি । পাড়ায় পাড়ায় গিয়ে প্রাথমিক স্কুলের পড়ুয়াদের পাঠদান করেন তাঁরা । শিক্ষা সামগ্রী এবং মাস্ক বিতরণ করা হয় । উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক দীপককুমার ভক্ত, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান সহ অন্য শিক্ষক শিক্ষিকারা ।

লকডাউনে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান । বন্ধ হয়ে গিয়েছে গ্রামের ছাত্র-ছাত্রীদের পাঠ্যশিক্ষা । এই সমস্যা কিছুটা হলেও সমাধানের লক্ষ্যে নির্দেশ দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । পাড়ায় পাড়ায় গিয়ে সামাজিক বিধি মেনে প্রাথমিক স্কুলের পড়ুয়াদের শিক্ষাদানের নির্দেশ দেন তিনি । শিক্ষামন্ত্রীর সেই নির্দেশ অনুসারে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে ইটাহার নয়টি ব্লকের আদিবাসী অধ্যুষিত এলাকায় খুদে ছাত্র-ছাত্রীদের পাঠদান ও শিক্ষা সামগ্রী বিতরণ করা শুরু করেছে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি । জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রায়গঞ্জ পূর্ব সার্কেলের উদ্যোগে মহেশপুর আদিবাসী গ্রামে আজ ছাত্র-ছাত্রীদের ক্লাস নেওয়া হয় ।

মন্টু হেমব্রম নামে এক বাসিন্দার বাড়িতে 50জন প্রাথমিক স্কুলের পড়ুয়াদের পাঠদান ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয় আজ । তাঁদের হাতে বই, খাতা, পেনসিল, কলম, এবং কোরোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয় ।

raiganj
চলছে ক্লাস...

উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক দীপককুমার ভক্ত আজ বলেন, “ প্রত্যন্ত এলাকায় পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যদের এই পদক্ষেপ প্রশংসনীয় । জেলার অন্যান্য জায়গায় শিক্ষক শিক্ষিকাকে নিজেদের এলাকার শিক্ষার্থীদের জন্য গ্রুপ লার্নিং-র উদ্যোগ নেওয়ার আবেদন করছি । বাংলার শিক্ষা পোর্টালে যে মূল্যায়ন পত্র বা অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া আছে তা পড়ুয়াদের মধ্যে বিতরণ করলে ভালো হয় ।”

পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান বলেন, “ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে আমরা পাড়ায় পাড়ায় গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে পড়ুয়াদের পাঠদান করছি । কিছু শিক্ষা সামগ্রী বিতরণ করছি । স্কুল বন্ধ থাকায় পড়ুয়ারা যেন পাঠ্যক্রমের শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে ।”

রায়গঞ্জ, 13 জুন : গ্রামের ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়াল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা কমিটি । পাড়ায় পাড়ায় গিয়ে প্রাথমিক স্কুলের পড়ুয়াদের পাঠদান করেন তাঁরা । শিক্ষা সামগ্রী এবং মাস্ক বিতরণ করা হয় । উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক দীপককুমার ভক্ত, তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান সহ অন্য শিক্ষক শিক্ষিকারা ।

লকডাউনে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান । বন্ধ হয়ে গিয়েছে গ্রামের ছাত্র-ছাত্রীদের পাঠ্যশিক্ষা । এই সমস্যা কিছুটা হলেও সমাধানের লক্ষ্যে নির্দেশ দেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় । পাড়ায় পাড়ায় গিয়ে সামাজিক বিধি মেনে প্রাথমিক স্কুলের পড়ুয়াদের শিক্ষাদানের নির্দেশ দেন তিনি । শিক্ষামন্ত্রীর সেই নির্দেশ অনুসারে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থেকে ইটাহার নয়টি ব্লকের আদিবাসী অধ্যুষিত এলাকায় খুদে ছাত্র-ছাত্রীদের পাঠদান ও শিক্ষা সামগ্রী বিতরণ করা শুরু করেছে তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি । জেলা তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রায়গঞ্জ পূর্ব সার্কেলের উদ্যোগে মহেশপুর আদিবাসী গ্রামে আজ ছাত্র-ছাত্রীদের ক্লাস নেওয়া হয় ।

মন্টু হেমব্রম নামে এক বাসিন্দার বাড়িতে 50জন প্রাথমিক স্কুলের পড়ুয়াদের পাঠদান ও শিক্ষা সামগ্রী প্রদান করা হয় আজ । তাঁদের হাতে বই, খাতা, পেনসিল, কলম, এবং কোরোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক বিতরণ করা হয় ।

raiganj
চলছে ক্লাস...

উত্তর দিনাজপুর জেলা বিদ্যালয় পরিদর্শক দীপককুমার ভক্ত আজ বলেন, “ প্রত্যন্ত এলাকায় পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সদস্যদের এই পদক্ষেপ প্রশংসনীয় । জেলার অন্যান্য জায়গায় শিক্ষক শিক্ষিকাকে নিজেদের এলাকার শিক্ষার্থীদের জন্য গ্রুপ লার্নিং-র উদ্যোগ নেওয়ার আবেদন করছি । বাংলার শিক্ষা পোর্টালে যে মূল্যায়ন পত্র বা অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া আছে তা পড়ুয়াদের মধ্যে বিতরণ করলে ভালো হয় ।”

পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উত্তর দিনাজপুর জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান বলেন, “ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে আমরা পাড়ায় পাড়ায় গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে পড়ুয়াদের পাঠদান করছি । কিছু শিক্ষা সামগ্রী বিতরণ করছি । স্কুল বন্ধ থাকায় পড়ুয়ারা যেন পাঠ্যক্রমের শিক্ষা থেকে বঞ্চিত না হয় সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.