রায়গঞ্জ, 16 মার্চ : বাড়ি বাড়ি প্রচার শুরু করলেন হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্যজিৎ বর্মণ। গতকাল হেমতাবাদের অন্তর্গত জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের রুনিয়া, হালালপুর, জগদীশপুর গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে জনসংযোগের মাধ্যমে প্রচার সারেন তিনি। বাড়িতে ঢুকে বয়স্কদের প্রণাম করে আশীর্বাদ নেন। সমবয়সিদের সঙ্গে হাতে হাত মিলিয়ে ভোট প্রার্থনা করেন ৷ প্রচার করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী প্রকল্পের।
আরও পড়ুন : ওয়ার্ক-ফ্রম-হোম, ক্রেশ, গ্যাসের দাম - ভোট নিয়ে কী ভাবছেন মহিলারা ?
সত্যজিৎ বর্মণ বললেন, "জগদীশপুর গ্রামের বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করলাম ৷ বড়দের আশীর্বাদ নিলাম ৷ "
মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে তিনি বলেন," "মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখেই বাংলার মানুষ ওঁকে ভোট দেবেন ৷ হেমতাবাদের তৃণমূল প্রার্থী হিসাবে আমি 100 শতাংশ আশাবাদী যে দিদি তৃতীয়বারের জন্য নির্বাচন জিতবেন ৷ "