রায়গঞ্জ(উত্তর দিনাজপুর), 25 ফেব্রুয়ারি : তৃণমূল হারছে বুঝেই পাগলের মতো আচরণ করছে ৷ শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্য়োপাধ্যায় এবং মুকুল রায়কে কালো পতাকা দেখানো নিয়ে এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ৷ বুধবার উত্তর দিনাজপুরে পরিবর্তন যাত্রায় অংশ নেন তিনি ৷ সেখানেই এই কথা বলেন দিলীপ ৷
‘‘তৃণমূল কংগ্রেস হারছে বুঝে গিয়েই পাগলের মতো ব্যবহার করছে, কোথাও কালো পতাকা, কোথাও ঝাঁটা দেখাচ্ছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার ঠিক নেই ৷ ওঁর দলে লোক নেই ৷ তাই বাইরে থেকে লোক ভাড়া করে এনে ঝাঁটা দেখাচ্ছে ৷ এসব রাজ্যের মানুষ বুঝে গেছে,’’ বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ ৷ সেখানেই রাজ্যের সব মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়ার আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে লেখা মুখ্যমন্ত্রীর চিঠি নিয়ে প্রশ্ন করা হয় ৷ তাঁর জবাবে দিলীপ ঘোষ বলেন, প্রধানমন্ত্রী আগেই ঘোষণা করে দিয়েছেন দেশের সব মানুষকেই করোনার ভ্যাকসিন দেওয়া হবে । আমাদের মুখ্যমন্ত্রী করোনা ভ্যাকসিন কোথা থেকে দেবেন? তাঁর কালীঘাটের বাড়িতে ভ্যাকসিন তৈরি হয় নাকি? মুখ্যমন্ত্রী ভোটের আগে রাজ্যের মানুষের কাছে মিথ্যা কথা বলছেন । উনি তো রাজ্য বাজেটে করোনা ভ্যাকসিনের জন্য কোনও বরাদ্দই করেননি ।’’
আরও পড়ুন : দিলীপ ঘোষসহ 6 বিজেপি নেতার নামে মাওবাদী নামাঙ্কিত দেওয়াল লিখন
মাদকচক্রে অভিযুক্ত পামেলা গোস্বামী প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘‘নাম বললে কি হবে ? আমার সাথেও তো পামেলার ছবি আছে ৷ পামেলা আজ যদি আমার নাম বলে তাহলে কি আমি দোষী হয়ে গেলাম ? ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের বেছে বেছে এভাবেই পুলিশ কেস দিচ্ছে, হয়রান করছে ৷’’ বিজেপি এর শেষ দেখে ছাড়বে বলে জানান বিজেপির রাজ্য সভাপতি।