ETV Bharat / state

পান্তা ভাত খেয়েই প্রচারে বেরিয়ে পড়ছেন হেমতাবাদের সত্যজিৎ - সত্যজিৎ বর্মন

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবার তাঁকে হেমতাবাদ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছেন । প্রার্থী হয়েছেন বলেই যে তাঁর দীর্ঘদিনের খাদ্যাভ্যাস বদলাবেন তা তো হয় না ! তিনি যে রাজবংশী সম্প্রদায়ের মানুষ । তাই প্রতিদিনের মতোই সকাল নটাতেই বসে যাচ্ছেন পান্তা ভাত আর শুকনো লঙ্কা ভাজা নিয়ে । সঙ্গে থাকছে আলু সেদ্ধ । পেটপুরে পান্তা ভাত খেয়ে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ছেন প্রচারে ।

সত্যজিৎ বর্মন
সত্যজিৎ বর্মন
author img

By

Published : Mar 14, 2021, 12:49 PM IST

রায়গঞ্জ, 14 মার্চ : রাজবংশী সম্প্রদায়ের মানুষ তিনি । দীর্ঘদিনের অভ্যাস মতো পান্তা ভাতে আলু সেদ্ধ আর শুকনো লঙ্কা ভাজা খেয়ে প্রচারে বেরিয়ে পড়ছেন সত্যজিৎ বর্মন । হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি । আর তাঁর সঙ্গে যোগ্য সহযোগিতার হাত বারিয়ে দিয়েছেন তাঁর সহধর্মিণী জ্যোৎস্না বর্মনও । তিনি 2 নং জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান।

পান্তা ভাত খেয়ে প্রচারে বেরিয়ে পড়ছেন সত্যজিৎ বর্মনকোনও সময় স্বামীর সাথে আবার কোনও সময় জ্যোৎস্না নিজেই কর্মীদের নিয়ে বেরিয়ে পড়ছেন প্রচারে । সকালের নুন পান্তা ভাত খেয়ে দিনভর প্রচারে ঝড় তুলছেন হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্যজিৎ বর্মন । প্রায় দশ বছর ধরে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক সত্যজিৎ বর্মন বিগত তিন বছর ধরে রায়গঞ্জ ব্লক ২ তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ যোগ্যতার সঙ্গে সামলে চলেছেন ।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবার তাঁকে হেমতাবাদ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছেন । প্রার্থী হয়েছেন বলেই যে তাঁর দীর্ঘদিনের খাদ্যাভ্যাস বদলাবেন তা তো হয় না! তিনি যে রাজবংশী সম্প্রদায়ের মানুষ । তাই প্রতিদিনের মতোই সকাল ন'টাতেই বসে যাচ্ছেন পান্তা ভাত আর শুকনো লঙ্কা ভাজা নিয়ে । সাথে থাকছে আলু সেদ্ধ । পেটপুরে পান্তা ভাত খেয়ে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ছেন প্রচারে ।

গ্রামের মাঠে ঘাটে, চায়ের দোকানে, পাড়ায় পাড়ায় দিনভর চলছে প্রচার । মাঝে দুপুর বেলা হয় একটু মুড়ি নয়তো ছাতুর সরবত। তা খেয়েই আবার প্রচার । রাতের বেলা দলীয় কর্মীদের নিয়ে বসে আগামীকালের কর্মসূচি ঠিক করে হেমতাবাদের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের রুনিয়া গ্রামের বাড়িতে ফেরেন রাত তখন এগারোটা সাড়ে এগারোটা । রাতের বেলা রুটি অথবা ভাত খেয়ে ক্লান্ত হয়ে বিছানায় । পরদিন আবার প্রচারের সেই রুটিন।

রায়গঞ্জ, 14 মার্চ : রাজবংশী সম্প্রদায়ের মানুষ তিনি । দীর্ঘদিনের অভ্যাস মতো পান্তা ভাতে আলু সেদ্ধ আর শুকনো লঙ্কা ভাজা খেয়ে প্রচারে বেরিয়ে পড়ছেন সত্যজিৎ বর্মন । হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি । আর তাঁর সঙ্গে যোগ্য সহযোগিতার হাত বারিয়ে দিয়েছেন তাঁর সহধর্মিণী জ্যোৎস্না বর্মনও । তিনি 2 নং জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান।

পান্তা ভাত খেয়ে প্রচারে বেরিয়ে পড়ছেন সত্যজিৎ বর্মনকোনও সময় স্বামীর সাথে আবার কোনও সময় জ্যোৎস্না নিজেই কর্মীদের নিয়ে বেরিয়ে পড়ছেন প্রচারে । সকালের নুন পান্তা ভাত খেয়ে দিনভর প্রচারে ঝড় তুলছেন হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সত্যজিৎ বর্মন । প্রায় দশ বছর ধরে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ সৈনিক সত্যজিৎ বর্মন বিগত তিন বছর ধরে রায়গঞ্জ ব্লক ২ তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ যোগ্যতার সঙ্গে সামলে চলেছেন ।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবার তাঁকে হেমতাবাদ বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছেন । প্রার্থী হয়েছেন বলেই যে তাঁর দীর্ঘদিনের খাদ্যাভ্যাস বদলাবেন তা তো হয় না! তিনি যে রাজবংশী সম্প্রদায়ের মানুষ । তাই প্রতিদিনের মতোই সকাল ন'টাতেই বসে যাচ্ছেন পান্তা ভাত আর শুকনো লঙ্কা ভাজা নিয়ে । সাথে থাকছে আলু সেদ্ধ । পেটপুরে পান্তা ভাত খেয়ে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ছেন প্রচারে ।

গ্রামের মাঠে ঘাটে, চায়ের দোকানে, পাড়ায় পাড়ায় দিনভর চলছে প্রচার । মাঝে দুপুর বেলা হয় একটু মুড়ি নয়তো ছাতুর সরবত। তা খেয়েই আবার প্রচার । রাতের বেলা দলীয় কর্মীদের নিয়ে বসে আগামীকালের কর্মসূচি ঠিক করে হেমতাবাদের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের রুনিয়া গ্রামের বাড়িতে ফেরেন রাত তখন এগারোটা সাড়ে এগারোটা । রাতের বেলা রুটি অথবা ভাত খেয়ে ক্লান্ত হয়ে বিছানায় । পরদিন আবার প্রচারের সেই রুটিন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.