ETV Bharat / state

ইটাহারে জোটে জট, প্রার্থী বদলের দাবিতে অবস্থান কংগ্রেস কর্মীদের

ইটাহার বিধানসভায় সংযুক্ত মোর্চার প্রার্থী করা হয়েছে সিপিআইয়ের শ্রীকুমার মুখোপাধ্যায়কে ৷ কিন্তু তাঁকে প্রার্থী হিসেবে মানতে নারাজ ইটাহার ব্লক কংগ্রেস কমিটি ৷ বিক্ষুব্ধ কংগ্রেস কর্মীদের বক্তব্য, 2016 সালের বিধানসভা ভোটে হেরে যাওয়ার পর বিগত পাঁচ বছরে ইটাহারের মানুষ তাঁকে দেখতে পাননি ৷ অন্যদিকে কংগ্রেস এই কেন্দ্রে বেশ শক্তিশালী ৷ যদিও যদিও জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত বলেন, বাম প্রার্থীর সমর্থনেই প্রচারে নামবেন কংগ্রেস কর্মীরা ৷ কেউ বিদ্রোহ করলে আলোচনা করে সমস্যা মিটিয়ে নেওয়া হবে ৷

author img

By

Published : Mar 14, 2021, 1:48 PM IST

congress workers protest at Itahar
ইটাহারে বিক্ষোভ কংগ্রেস কর্মীদের

রায়গঞ্জ, 14 মার্চ : জোটে জট ইটাহারে । সংযুক্ত মোর্চার ইটাহার বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সিপিআইয়ের শ্রীকুমার মুখোপাধ্যায়কে ৷ কিন্তু তাঁকে প্রার্থী হিসেবে মেনে নিতে চাইছে না ইটাহার ব্লক কংগ্রেস কমিটি । ইটাহার বিধানসভায় দলীয় প্রার্থীর দাবিতে অবস্থান বিক্ষোভ কংগ্রেস কর্মীদের ।

আরও পড়ুন : আজ খড়গপুরে শাহি রোড শো, হুইলচেয়ারে হাজরায় থাকছেন মমতা

এ ব্যাপারে জেলা বামফন্টের আহ্বায়ক অপূর্ব পাল জানিয়েছেন, জোট ধর্ম মেনেই ভোটে লড়াই হবে । ইটাহারে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ দলকেই সামাল দিতে হবে বলে । যদিও জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের দাবি, বাম-কংগ্রেস জোট ধর্ম মেনেই তাঁরা ইটাহারে বাম প্রার্থী শ্রীকুমার মুখোপাধ্যায়কে সমর্থন করবেন ৷ তাঁকে জয়ী করার জন্য নির্বাচনী প্রচারে নামবেন । দলের মধ্যে কেউ বিদ্রোহ করলে তা নিয়ে আলোচনায় বসে ঠিক করে নেওয়া হবে ।

ইটাহারে জোটে জট, প্রার্থী বদলের দাবিতে অবস্থান কংগ্রেস কর্মীদের
রাজ্যের 294 টি আসনে সংযুক্ত মোর্চার নামে জোট গড়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছে বামফ্রন্ট, কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ । ইতিমধ্যেই বামফ্রন্ট প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে । প্রার্থী তালিকা অনুযায়ী 34 নম্বর ইটাহার বিধানসভা কেন্দ্রে জোটের প্রার্থী হয়েছেন সিপিআই-এর শ্রীকুমার মুখোপাধ্যায় । কিন্তু তাঁকে প্রার্থী হিসেবে সমর্থন করতে নারাজ ইটাহার ব্লক কংগ্রেস কমিটি ।

আরও পড়ুন : শুভেন্দুকে শেষ করতেই নন্দীগ্রামে মমতা, বিস্ফোরক শিশির

কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক কামরুল হক জানিয়েছেন, ইটাহারে সিপিআইয়ের কোনও সংগঠন নেই । 2016 সালের বিধানসভা ভোটে হেরে যাওয়ার পর বিগত পাঁচ বছরে ইটাহারের মানুষ পাঁঁচবারও দেখতে পাননি শ্রীকুমার মুখোপাধ্যায়কে । এখানে কংগ্রেসের সংগঠন অনেক শক্তিশালী । জেলা কংগ্রেস থেকে প্রদেশ কংগ্রেস পর্যন্ত ইটাহারে দলীয় প্রার্থী চেয়ে আমরা চিঠি পাঠিয়েছি, দরবার করেছি । কিন্তু প্রার্থী করা হল সিপিআইয়ের শ্রীকুমার মুখোপাধ্যায়কে ৷ আমরা এই প্রার্থীকে মানব না ৷

প্রার্থী বদলের দাবিতে ইটাহার ব্লক কংগ্রেস অফিসের সামনে অবস্থান কর্মসূচীতে যোগ দেন ইটাহার ব্লক কংগ্রেস কর্মীরা । এদিকে বাম প্রার্থী নিয়ে এই বিক্ষোভের বিষয়ে জেলা বামফন্টের আহ্বায়ক অপূর্ব পাল বলেন, প্রার্থী তালিকা চুড়ান্ত করেছে জোটের রাজ্য নেতৃত্ব । সংযুক্ত মোর্চার হয়ে শ্রীকুমার মুখোপাধ্যায় ইটাহারে লড়ছেন । কংগ্রেস কর্মীদের ক্ষোভ-বিক্ষোভের বিষয়টি কংগ্রেস দলই মিটিয়ে নেবেন বলে আশাবাদী তিনি ৷ যদিও জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের দাবি, জোট ধর্ম মেনেই কংগ্রেস ইটাহারে বাম প্রার্থী শ্রীকুমার মুখোপাধ্যায়ের হয়ে প্রচার করবে । বাম-কংগ্রেস জোটের যেখানে যে প্রার্থী হয়েছেন সেখানে জোট ধর্ম মেনেই লড়াই হবে ।

রায়গঞ্জ, 14 মার্চ : জোটে জট ইটাহারে । সংযুক্ত মোর্চার ইটাহার বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে সিপিআইয়ের শ্রীকুমার মুখোপাধ্যায়কে ৷ কিন্তু তাঁকে প্রার্থী হিসেবে মেনে নিতে চাইছে না ইটাহার ব্লক কংগ্রেস কমিটি । ইটাহার বিধানসভায় দলীয় প্রার্থীর দাবিতে অবস্থান বিক্ষোভ কংগ্রেস কর্মীদের ।

আরও পড়ুন : আজ খড়গপুরে শাহি রোড শো, হুইলচেয়ারে হাজরায় থাকছেন মমতা

এ ব্যাপারে জেলা বামফন্টের আহ্বায়ক অপূর্ব পাল জানিয়েছেন, জোট ধর্ম মেনেই ভোটে লড়াই হবে । ইটাহারে কংগ্রেস কর্মীদের বিক্ষোভ দলকেই সামাল দিতে হবে বলে । যদিও জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের দাবি, বাম-কংগ্রেস জোট ধর্ম মেনেই তাঁরা ইটাহারে বাম প্রার্থী শ্রীকুমার মুখোপাধ্যায়কে সমর্থন করবেন ৷ তাঁকে জয়ী করার জন্য নির্বাচনী প্রচারে নামবেন । দলের মধ্যে কেউ বিদ্রোহ করলে তা নিয়ে আলোচনায় বসে ঠিক করে নেওয়া হবে ।

ইটাহারে জোটে জট, প্রার্থী বদলের দাবিতে অবস্থান কংগ্রেস কর্মীদের
রাজ্যের 294 টি আসনে সংযুক্ত মোর্চার নামে জোট গড়ে নির্বাচনী লড়াইয়ে নেমেছে বামফ্রন্ট, কংগ্রেস এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ । ইতিমধ্যেই বামফ্রন্ট প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে । প্রার্থী তালিকা অনুযায়ী 34 নম্বর ইটাহার বিধানসভা কেন্দ্রে জোটের প্রার্থী হয়েছেন সিপিআই-এর শ্রীকুমার মুখোপাধ্যায় । কিন্তু তাঁকে প্রার্থী হিসেবে সমর্থন করতে নারাজ ইটাহার ব্লক কংগ্রেস কমিটি ।

আরও পড়ুন : শুভেন্দুকে শেষ করতেই নন্দীগ্রামে মমতা, বিস্ফোরক শিশির

কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক কামরুল হক জানিয়েছেন, ইটাহারে সিপিআইয়ের কোনও সংগঠন নেই । 2016 সালের বিধানসভা ভোটে হেরে যাওয়ার পর বিগত পাঁচ বছরে ইটাহারের মানুষ পাঁঁচবারও দেখতে পাননি শ্রীকুমার মুখোপাধ্যায়কে । এখানে কংগ্রেসের সংগঠন অনেক শক্তিশালী । জেলা কংগ্রেস থেকে প্রদেশ কংগ্রেস পর্যন্ত ইটাহারে দলীয় প্রার্থী চেয়ে আমরা চিঠি পাঠিয়েছি, দরবার করেছি । কিন্তু প্রার্থী করা হল সিপিআইয়ের শ্রীকুমার মুখোপাধ্যায়কে ৷ আমরা এই প্রার্থীকে মানব না ৷

প্রার্থী বদলের দাবিতে ইটাহার ব্লক কংগ্রেস অফিসের সামনে অবস্থান কর্মসূচীতে যোগ দেন ইটাহার ব্লক কংগ্রেস কর্মীরা । এদিকে বাম প্রার্থী নিয়ে এই বিক্ষোভের বিষয়ে জেলা বামফন্টের আহ্বায়ক অপূর্ব পাল বলেন, প্রার্থী তালিকা চুড়ান্ত করেছে জোটের রাজ্য নেতৃত্ব । সংযুক্ত মোর্চার হয়ে শ্রীকুমার মুখোপাধ্যায় ইটাহারে লড়ছেন । কংগ্রেস কর্মীদের ক্ষোভ-বিক্ষোভের বিষয়টি কংগ্রেস দলই মিটিয়ে নেবেন বলে আশাবাদী তিনি ৷ যদিও জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তের দাবি, জোট ধর্ম মেনেই কংগ্রেস ইটাহারে বাম প্রার্থী শ্রীকুমার মুখোপাধ্যায়ের হয়ে প্রচার করবে । বাম-কংগ্রেস জোটের যেখানে যে প্রার্থী হয়েছেন সেখানে জোট ধর্ম মেনেই লড়াই হবে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.